ETV Bharat / city

রাজ্যসভার পঞ্চম আসনে দীনেশ বাজাজকে সমর্থন তৃণমূলের

আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৷ শেষ মুহূর্তে নির্দল প্রার্থী দীনেশ বাজাজকে সমর্থন করার কথা ঘোষণা করে তৃণমূল ৷

Dinesh Bajaj as rajya sabha candidate
দীনেশ বাজাজ
author img

By

Published : Mar 13, 2020, 4:18 PM IST

কলকাতা, 13 মার্চ : রাজ্যসভায় তৃণমূল সমর্থিত প্রার্থী হচ্ছেন দীনেশ বাজাজ ৷ পঞ্চম আসনে তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন ৷ আজ বিধানসভার সচিবালয়ে তিনি মনোনয়ন জমা দেন ৷

রাজ্যসভায় পঞ্চম আসনে প্রার্থী দেওয়া নিয়ে জল্পনা চলছিল ৷ পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রার্থী দেওয়া নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন ৷ সব জল্পনার অবসান ঘটিয়ে দীনেশ বাজাজকে রাজ্যসভার পঞ্চম আসনের প্রার্থী হিসেবে সমর্থন জানাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যে মোট 294টি বিধানসভা আসন ৷ এরমধ্যে তৃণমূলের বিধায়ক 207 জন ৷ ফলে আসনের নিরিখে তৃণমূলের চারজন প্রার্থী জয়ী হতে পারেন ৷ CPI(M) ও কংগ্রেস একজোট হয়ে রাজ্যসভার পঞ্চম আসনে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করেছে ৷ এবার তৃণমূল কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিলেন ৷ অর্থাৎ রাজ্য থেকে ছ’জন প্রার্থী রাজ্যসভার পঞ্চম আসনের প্রতিদ্বন্দিতা করবেন ৷

আজ 3টের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৷ দীনেশ বাজাজ ঠিক তিনটের সময় মনোনয়ন জমা করেন ৷ প্রায় দৌড়ে এসে তিনি বিধানসভায় প্রবেশ করেন ৷ শেষ মুহূর্তে এসে নির্দল প্রার্থী দীনেশ বাজাজকে সমর্থন করাটা তৃণমূলের মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

কলকাতা, 13 মার্চ : রাজ্যসভায় তৃণমূল সমর্থিত প্রার্থী হচ্ছেন দীনেশ বাজাজ ৷ পঞ্চম আসনে তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন ৷ আজ বিধানসভার সচিবালয়ে তিনি মনোনয়ন জমা দেন ৷

রাজ্যসভায় পঞ্চম আসনে প্রার্থী দেওয়া নিয়ে জল্পনা চলছিল ৷ পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রার্থী দেওয়া নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন ৷ সব জল্পনার অবসান ঘটিয়ে দীনেশ বাজাজকে রাজ্যসভার পঞ্চম আসনের প্রার্থী হিসেবে সমর্থন জানাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যে মোট 294টি বিধানসভা আসন ৷ এরমধ্যে তৃণমূলের বিধায়ক 207 জন ৷ ফলে আসনের নিরিখে তৃণমূলের চারজন প্রার্থী জয়ী হতে পারেন ৷ CPI(M) ও কংগ্রেস একজোট হয়ে রাজ্যসভার পঞ্চম আসনে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করেছে ৷ এবার তৃণমূল কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিলেন ৷ অর্থাৎ রাজ্য থেকে ছ’জন প্রার্থী রাজ্যসভার পঞ্চম আসনের প্রতিদ্বন্দিতা করবেন ৷

আজ 3টের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৷ দীনেশ বাজাজ ঠিক তিনটের সময় মনোনয়ন জমা করেন ৷ প্রায় দৌড়ে এসে তিনি বিধানসভায় প্রবেশ করেন ৷ শেষ মুহূর্তে এসে নির্দল প্রার্থী দীনেশ বাজাজকে সমর্থন করাটা তৃণমূলের মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.