ETV Bharat / city

TMCs Complaint against Suvendu : ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টায় অভিযুক্ত শুভেন্দু, কমিশনে কুণাল - TMCs Complaint against Suvendu

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC Submits Complaints against Suvendu Adhikari in ECI) ৷ বালিগঞ্জ উপ-নির্বাচনে (Ballygunge Bye Election 2022) শুভেন্দু প্রভাব বিস্তার করতে চাইছে বলে অভিযোগ বাংলার শাসক দল ৷

tmc submits complaints against suvendu adhikari in eci
TMCs Complaint against Suvendu : ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টায় অভিযুক্ত শুভেন্দু, কমিশনে কুণাল
author img

By

Published : Apr 6, 2022, 1:23 PM IST

Updated : Apr 6, 2022, 2:16 PM IST

কলকাতা, 6 এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস (TMC Submits Complaints against Suvendu Adhikari in ECI) ৷ শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) এই অভিযোগ জানিয়েছেন ৷ তৃণমূলের দাবি, বালিগঞ্জে উপ নির্বাচনে (Ballygunge Bye Election 2022) প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন শুভেন্দু ৷ তিনি পুলিশের বিরুদ্ধেও হুমকি দিয়েছেন ৷ তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ৷

সংবাদসংস্থা এএনআই-এর করা টুইট অনুযায়ী, আজ বুধবার কুণাল ঘোষ দেখা করেন পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে ৷ তাঁর কাছেই শুভেন্দু অধিকারীর (Bengal LoP Suvendu Adhikari) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷

  • TMC Gen Secy Kunal Ghosh met & wrote to Dr. Aariz Aftab, Chief Election Officer, against LoP Suvendu Adhikari, demanding "immediate action incl criminal proceedings... for attempting to illegally influence outcome of ensuing bye-polls & threatening police on duty," in Ballygunge. pic.twitter.com/cWke1JRSWz

    — ANI (@ANI) April 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিযোগে তৃণমূল দাবি করেছে যে বালিগঞ্জ উপ নির্বাচন ও তার ফল নিয়ে অনৈতিক ভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে শুভেন্দু ৷ পুলিশকেও হুমকি দিচ্ছে ৷ তাই তাঁর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত ৷

অভিযোগে গত 28 মার্চের একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে ৷ তৃণমূলের দাবি, সেদিন রবীন্দ্র সরোবর থানায় গিয়ে বালিগঞ্জের উপ-নির্বাচন সংক্রান্ত বিষয়ে ওসিকে হুমকি দিয়েছিলেন ৷

আরও পড়ুন : Babul on Suvendu : ‘খবর আছে, ফাঁসানোর চেষ্টা করছেন শুভেন্দু’, উপনির্বাচনের আগেই বিস্ফোরক বাবুল

কলকাতা, 6 এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস (TMC Submits Complaints against Suvendu Adhikari in ECI) ৷ শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) এই অভিযোগ জানিয়েছেন ৷ তৃণমূলের দাবি, বালিগঞ্জে উপ নির্বাচনে (Ballygunge Bye Election 2022) প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন শুভেন্দু ৷ তিনি পুলিশের বিরুদ্ধেও হুমকি দিয়েছেন ৷ তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ৷

সংবাদসংস্থা এএনআই-এর করা টুইট অনুযায়ী, আজ বুধবার কুণাল ঘোষ দেখা করেন পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে ৷ তাঁর কাছেই শুভেন্দু অধিকারীর (Bengal LoP Suvendu Adhikari) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷

  • TMC Gen Secy Kunal Ghosh met & wrote to Dr. Aariz Aftab, Chief Election Officer, against LoP Suvendu Adhikari, demanding "immediate action incl criminal proceedings... for attempting to illegally influence outcome of ensuing bye-polls & threatening police on duty," in Ballygunge. pic.twitter.com/cWke1JRSWz

    — ANI (@ANI) April 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিযোগে তৃণমূল দাবি করেছে যে বালিগঞ্জ উপ নির্বাচন ও তার ফল নিয়ে অনৈতিক ভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে শুভেন্দু ৷ পুলিশকেও হুমকি দিচ্ছে ৷ তাই তাঁর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত ৷

অভিযোগে গত 28 মার্চের একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে ৷ তৃণমূলের দাবি, সেদিন রবীন্দ্র সরোবর থানায় গিয়ে বালিগঞ্জের উপ-নির্বাচন সংক্রান্ত বিষয়ে ওসিকে হুমকি দিয়েছিলেন ৷

আরও পড়ুন : Babul on Suvendu : ‘খবর আছে, ফাঁসানোর চেষ্টা করছেন শুভেন্দু’, উপনির্বাচনের আগেই বিস্ফোরক বাবুল

Last Updated : Apr 6, 2022, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.