ETV Bharat / city

TMC Stages Protest Over Tripura Attack : বিজেপিকে গঙ্গা জলে ধুয়ে সাফের ডাক, ত্রিপুরা কাণ্ডের প্রতিবাদে অবস্থান তৃণমূলের

আগের দিন গঙ্গা জলে ধুয়ে জায়গা সাফ করে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি ৷ এদিন সেই গঙ্গা জলেই বিজেপিকে ধুয়ে সাফ করার ডাক দিয়ে অবস্থান করল তৃণমূল কংগ্রেস (TMC Stages Protest Over Tripura Attack) ৷ সেন্টাল এভিনিউ রোডে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী-সমর্থকরা ।

TMC Stages Protest Over Tripura Attack
ত্রিপুরা কাণ্ডের প্রতিবাদে অবস্থান তৃণমূলের
author img

By

Published : Nov 23, 2021, 2:43 PM IST

কলকাতা, 23 নভেম্বর : শাসকদলের বিক্ষোভের পর সেই জায়গা গঙ্গা জলে ধুয়েছিল গেরুয়া শিবির । আজ সেই গঙ্গা জল নিয়েই পাল্টা অবস্থানে বসল শাসক শিবির ৷ গঙ্গা জলে ধুলে বিজেপিকে ধুয়ে সাফ করার ডাক ঘাসফুলের কর্মী-সমর্থকরা ৷ গতকাল বিজেপি বিক্ষোভ দেখায় মুরলীধর সেন লেনে নিজেদের সদর দফতরের সামনে ৷ তারই ঢিলছোড়া দূরত্বে সেন্টাল এভিনিউ রোডে ফের গঙ্গা জল দিয়ে বাংলা ও ত্রিপুরা থেকে বিজেপিকে সাফ করার ডাক দিল তৃণমূল ।

ত্রিপুরায় তৃণমূল কর্মীদের অন্যায়ভাবে মারধর করা হচ্ছে । ত্রিপুরাজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে বিজেপি । এই দাবিতে বিজেপির মুরলীধর সেন লেনের সদর কার্যালয়ের বাইরে অবস্থান-বিক্ষোভে শামিল হয় তৃণমূল । ত্রিপুরায় তৃণমূল যুবর সভাপতি সায়নী ঘোষকে অন্যায়ভাবে গ্রেফতার । এছাড়া তৃণমূলের সাধারণ কর্মীদের মারধরের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয় তৃণমূল ।

হাওড়া জেলার তৃণমূলের ক্রীড়া সম্পাদক টুসু সরকার বলেন, "ত্রিপুরায় একটা স্বৈরাচারী সরকার চলছে । অবিলম্বে বিপ্লব দেব সরকারের পদত্যাগ করা উচিত । যেভাবে ত্রিপুরায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর পুলিশি নির্যাতন চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার ।"

আরও পড়ুন : TMC aggitation at BJP office : তৃণমূলের বিক্ষোভের পর সদর কার্যালয় প্রাঙ্গণ গঙ্গা জলে সাফ করল বিজেপি

কলকাতা, 23 নভেম্বর : শাসকদলের বিক্ষোভের পর সেই জায়গা গঙ্গা জলে ধুয়েছিল গেরুয়া শিবির । আজ সেই গঙ্গা জল নিয়েই পাল্টা অবস্থানে বসল শাসক শিবির ৷ গঙ্গা জলে ধুলে বিজেপিকে ধুয়ে সাফ করার ডাক ঘাসফুলের কর্মী-সমর্থকরা ৷ গতকাল বিজেপি বিক্ষোভ দেখায় মুরলীধর সেন লেনে নিজেদের সদর দফতরের সামনে ৷ তারই ঢিলছোড়া দূরত্বে সেন্টাল এভিনিউ রোডে ফের গঙ্গা জল দিয়ে বাংলা ও ত্রিপুরা থেকে বিজেপিকে সাফ করার ডাক দিল তৃণমূল ।

ত্রিপুরায় তৃণমূল কর্মীদের অন্যায়ভাবে মারধর করা হচ্ছে । ত্রিপুরাজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে বিজেপি । এই দাবিতে বিজেপির মুরলীধর সেন লেনের সদর কার্যালয়ের বাইরে অবস্থান-বিক্ষোভে শামিল হয় তৃণমূল । ত্রিপুরায় তৃণমূল যুবর সভাপতি সায়নী ঘোষকে অন্যায়ভাবে গ্রেফতার । এছাড়া তৃণমূলের সাধারণ কর্মীদের মারধরের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয় তৃণমূল ।

হাওড়া জেলার তৃণমূলের ক্রীড়া সম্পাদক টুসু সরকার বলেন, "ত্রিপুরায় একটা স্বৈরাচারী সরকার চলছে । অবিলম্বে বিপ্লব দেব সরকারের পদত্যাগ করা উচিত । যেভাবে ত্রিপুরায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর পুলিশি নির্যাতন চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার ।"

আরও পড়ুন : TMC aggitation at BJP office : তৃণমূলের বিক্ষোভের পর সদর কার্যালয় প্রাঙ্গণ গঙ্গা জলে সাফ করল বিজেপি

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.