ETV Bharat / city

TMC slams Dilip Ghosh: যশবন্তকে অপদস্ত করা হচ্ছে ! দিলীপের অভিযোগ খারিজ করে পাল্টা তৃণমূলের - President Election 2022

যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) অপদস্ত করছে তৃণমূল (TMC slams Dilip Ghosh)৷ দিলীপ ঘোষের এই অভিযোগকে খারিজ করে পাল্টা তোপ দাগল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷

TMC slams Dilip Ghosh over his remarks on Yashwant Sinha
যশবন্তকে অপদস্ত করা হচ্ছে, দিলীপের অভিযোগ খারিজ করে পাল্টা তৃণমূলের
author img

By

Published : Jul 12, 2022, 3:27 PM IST

কলকাতা, 12 জুলাই: যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) অপদস্ত করছে তৃণমূল (TMC slams Dilip Ghosh)৷ বিজেপি সর্বভারতীয় সহ সভাপতির এই বক্তব্যের কড়া সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যসভার সংসদ শান্তনু সেন (Santunu Sen)।

এ দিন বাইপাসের ধারের এক বিলাসবহুল হোটেলে বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (President Election 2022)। এই বৈঠকেই যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । সেখানে তিনি অভিযোগ করেন, যশবন্ত সিনহাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করলেও তাঁকে এ রাজ্যে আসতে দেওয়া হচ্ছে না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী হিসেবে দাঁড় করালেও নিজেই আবার বলছেন, দ্রৌপদী মুর্মু নিয়ে আগে তাঁর সঙ্গে কথা বলা হলে তিনি এ বিষয়ে ভাবনা চিন্তা করতেন । আর এই অবস্থাতে তৃণমূলের অভ্যন্তরে বাড়ছে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থীর পক্ষে সমর্থন ।

মঙ্গলবার দিলীপ ঘোষের এই বক্তব্যের কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যসভার সংসদ শান্তনু সেন । তিনি বলেন, দিলীপ ঘোষ নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এ সব কথা বলছেন । যশবন্ত সিনহা একজন আপাদমস্তক রাজনৈতিক নেতা । তিনি অটলবিহারী বাজপেয়ির সময়ে দলে থাকলেও, মোদিজির সময় বিজেপি ত্যাগ করে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি আলাদা । বিজেপির স্বরূপ সম্পর্কে তাঁকে আলাদা করে অবহিত করার কিছু নেই । তিনি এও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কেমন মানুষ । তিনি ভালোভাবেই জানেন, মমতা ও তাঁর দলের 100 শতাংশের সমর্থন তিনি পাবেন । তাই আলাদা করে বাংলায় এসে প্রচারের প্রয়োজন নেই ।

আরও পড়ুন: স্বামীজির বাড়িতে দ্রৌপদী মুর্মু, সঙ্গী একাধিক কেন্দ্রীয় মন্ত্রী

একইসঙ্গে, শান্তনু সেন অভিযোগ করেছেন, "বিজেপি দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে আদিবাসী আবেগের কথা বলছে । অথচ এই দলটা কতটা আদিবাসীদের কথা ভাবে, তা তাদের কাজ থেকেই পরিষ্কার । আমরা দেখেছি উনি মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তাঁর বাড়ির সামনে বসছে বিদ্যুতের খুঁটি । কাজেই স্পষ্ট, কোন দল আদিবাসীদের কথা বেশি ভাবে ।"

শুধু শান্তনু সেন নয়, এই বিষয় নিয়ে সরব তৃণমূল কংগ্রেসের অন্যতম মন্ত্রী শশী পাঁজাও । তিনি বলেন, তৃণমূলের কে দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন, সে ভাবনা না ভেবে বিজেপি সংসদ-বিধায়কদের কতজনের সমর্থন এনডিএ প্রার্থী পাবেন, তা নিয়ে চিন্তা করুক বিজেপি নেতারা । নিজেদের ঘর নিয়ে চিন্তা করুক তাঁরা । তাঁদের মুখে এ সব বড় বড় কথা মানায় না ।

কলকাতা, 12 জুলাই: যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) অপদস্ত করছে তৃণমূল (TMC slams Dilip Ghosh)৷ বিজেপি সর্বভারতীয় সহ সভাপতির এই বক্তব্যের কড়া সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যসভার সংসদ শান্তনু সেন (Santunu Sen)।

এ দিন বাইপাসের ধারের এক বিলাসবহুল হোটেলে বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (President Election 2022)। এই বৈঠকেই যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । সেখানে তিনি অভিযোগ করেন, যশবন্ত সিনহাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করলেও তাঁকে এ রাজ্যে আসতে দেওয়া হচ্ছে না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী হিসেবে দাঁড় করালেও নিজেই আবার বলছেন, দ্রৌপদী মুর্মু নিয়ে আগে তাঁর সঙ্গে কথা বলা হলে তিনি এ বিষয়ে ভাবনা চিন্তা করতেন । আর এই অবস্থাতে তৃণমূলের অভ্যন্তরে বাড়ছে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থীর পক্ষে সমর্থন ।

মঙ্গলবার দিলীপ ঘোষের এই বক্তব্যের কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যসভার সংসদ শান্তনু সেন । তিনি বলেন, দিলীপ ঘোষ নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এ সব কথা বলছেন । যশবন্ত সিনহা একজন আপাদমস্তক রাজনৈতিক নেতা । তিনি অটলবিহারী বাজপেয়ির সময়ে দলে থাকলেও, মোদিজির সময় বিজেপি ত্যাগ করে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি আলাদা । বিজেপির স্বরূপ সম্পর্কে তাঁকে আলাদা করে অবহিত করার কিছু নেই । তিনি এও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কেমন মানুষ । তিনি ভালোভাবেই জানেন, মমতা ও তাঁর দলের 100 শতাংশের সমর্থন তিনি পাবেন । তাই আলাদা করে বাংলায় এসে প্রচারের প্রয়োজন নেই ।

আরও পড়ুন: স্বামীজির বাড়িতে দ্রৌপদী মুর্মু, সঙ্গী একাধিক কেন্দ্রীয় মন্ত্রী

একইসঙ্গে, শান্তনু সেন অভিযোগ করেছেন, "বিজেপি দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে আদিবাসী আবেগের কথা বলছে । অথচ এই দলটা কতটা আদিবাসীদের কথা ভাবে, তা তাদের কাজ থেকেই পরিষ্কার । আমরা দেখেছি উনি মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তাঁর বাড়ির সামনে বসছে বিদ্যুতের খুঁটি । কাজেই স্পষ্ট, কোন দল আদিবাসীদের কথা বেশি ভাবে ।"

শুধু শান্তনু সেন নয়, এই বিষয় নিয়ে সরব তৃণমূল কংগ্রেসের অন্যতম মন্ত্রী শশী পাঁজাও । তিনি বলেন, তৃণমূলের কে দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন, সে ভাবনা না ভেবে বিজেপি সংসদ-বিধায়কদের কতজনের সমর্থন এনডিএ প্রার্থী পাবেন, তা নিয়ে চিন্তা করুক বিজেপি নেতারা । নিজেদের ঘর নিয়ে চিন্তা করুক তাঁরা । তাঁদের মুখে এ সব বড় বড় কথা মানায় না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.