ETV Bharat / city

গেট বন্ধ ছিল, বিদ্যাসাগরের মূর্তি BJP কর্মীরা ভাঙল কী করে ? অমিত - vidyasagar

তাঁর রোড শো'কে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর । পোড়ানো হয় বাইক । ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি । এর পিছনে শাসকদলের চক্রান্ত দেখছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।

অমিত শাহ
author img

By

Published : May 15, 2019, 11:28 AM IST

Updated : May 15, 2019, 2:55 PM IST

দিল্লি, 15 মে : বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয় কলকাতা । আজ এনিয়ে সাংবাদিক বৈঠক করলেন অমিত শাহ । তিনি তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ এনেছেন ।

অমিত শাহর বক্তব্য :

  • দিদি আমি ভগবান নই, আপনিও কেন নিজেকে ভগবান ভাবছেন ?
  • জনতাই এই শাসন শেষ করবে
  • রাষ্ট্রপতি শাসন আমরা চাইছি না
  • আমাদের মোটরবাইক কি আমরা জ্বালাব ?
  • সারা দেশে আমরা লড়ছি, কোথাও ঝামেলা হয় না । কারণ, সেখানে তৃণমূল নেই । বাংলাতেই ঝামেলা হয় । কারণ, এখানে তৃণমূল আছে
  • একবার নিরপেক্ষ কোনও সংস্থাকে দিয়ে তদন্ত করান
  • আমি কাল সৌভাগ্যক্রমে বেঁচে ফিরে এসেছি
  • অতিআত্মবিশ্বাসী হতে চাই না
  • 23-এর বেশি আসন পাব আমরা
  • 23 তারিখের অপেক্ষা করুন আপনার দিন শেষ
  • ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আরও বেশি উৎসাহ নিয়ে আপনার বিরুদ্ধে লড়াই করবে
  • আমাদের কার্যকর্তাদের খুন করেছেন, তবু, BJP ভয় পায় না
  • আমি আপনার FIR-এ ভয় পাই না
  • আমার বিরুদ্ধে FIR করেছে
  • মমতাদিদির উপর বাংলার মানুষ রুষ্ট
  • বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ
  • সপ্তম দফার পর আমরা 300-র বেশি আসন পেয়ে যাব
  • BJP এখনই একক সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে
  • আমি ওঁকে বলতে চাই, আপনি বয়সে বড়, কিন্তু, নির্বাচন আমি বেশি করিয়েছি
  • মমতাদিদি ভাবেন, হিংসা দিয়ে নির্বাচন জিতবেন
  • কেন ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি
  • মমতা দিদি আগে হুমকি দিয়ে বলেছিল, বদলা নেব
  • এভাবে নির্বাচন করালে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে
  • অবজ়ারভার কী করছেন ?
  • নির্বাচন কমিশন কেন চুপ ?
  • বাংলায় গুন্ডা, দুষ্কৃতীদের ছেড়ে দেওয়া হচ্ছে
  • নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি
  • তাই, ওরা এসব করার চেষ্টা করছে
  • লোকসভা নির্বাচনে তৃণমূলের হার স্পষ্ট
  • পঞ্চায়েত নির্বাচনের সময়তেও BJP কার্যকর্তাদের খুন করা হয়েছে
  • আমার ব্যানার, পোস্টারও ছিড়ে দেওয়া হয়েছে
  • আমরা জানি বাংলার জনতা কী ভাবছে
  • এত বড় একজন মনীষীর মূর্তি ভাঙা হল, এর থেকে প্রমাণিত তৃণমূলের দিন শেষ
  • ভোটব্যাঙ্কের রাজনীতি করার চেষ্টা হল
  • কলেজের দরজা কে খুলল ?
  • সাড়ে 7টার সময় তো কলেজ বন্ধ হয়ে গেছিল
  • গেট ভাঙেনি । গেট বন্ধ ছিল । তাহলে BJP কর্মীরা ভিতরে প্রবেশ করল কী করে ?
  • ষড়যন্ত্র চলছে
  • মমতা ব্যানার্জির কার্যকর্তারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন
  • গেট বন্ধ ছিল, তাহলে ভিতরে গিয়ে বিদ্যাসাগরের মূর্তি কে ভাঙল ?

দিল্লি, 15 মে : বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয় কলকাতা । আজ এনিয়ে সাংবাদিক বৈঠক করলেন অমিত শাহ । তিনি তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ এনেছেন ।

অমিত শাহর বক্তব্য :

  • দিদি আমি ভগবান নই, আপনিও কেন নিজেকে ভগবান ভাবছেন ?
  • জনতাই এই শাসন শেষ করবে
  • রাষ্ট্রপতি শাসন আমরা চাইছি না
  • আমাদের মোটরবাইক কি আমরা জ্বালাব ?
  • সারা দেশে আমরা লড়ছি, কোথাও ঝামেলা হয় না । কারণ, সেখানে তৃণমূল নেই । বাংলাতেই ঝামেলা হয় । কারণ, এখানে তৃণমূল আছে
  • একবার নিরপেক্ষ কোনও সংস্থাকে দিয়ে তদন্ত করান
  • আমি কাল সৌভাগ্যক্রমে বেঁচে ফিরে এসেছি
  • অতিআত্মবিশ্বাসী হতে চাই না
  • 23-এর বেশি আসন পাব আমরা
  • 23 তারিখের অপেক্ষা করুন আপনার দিন শেষ
  • ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আরও বেশি উৎসাহ নিয়ে আপনার বিরুদ্ধে লড়াই করবে
  • আমাদের কার্যকর্তাদের খুন করেছেন, তবু, BJP ভয় পায় না
  • আমি আপনার FIR-এ ভয় পাই না
  • আমার বিরুদ্ধে FIR করেছে
  • মমতাদিদির উপর বাংলার মানুষ রুষ্ট
  • বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ
  • সপ্তম দফার পর আমরা 300-র বেশি আসন পেয়ে যাব
  • BJP এখনই একক সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে
  • আমি ওঁকে বলতে চাই, আপনি বয়সে বড়, কিন্তু, নির্বাচন আমি বেশি করিয়েছি
  • মমতাদিদি ভাবেন, হিংসা দিয়ে নির্বাচন জিতবেন
  • কেন ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি
  • মমতা দিদি আগে হুমকি দিয়ে বলেছিল, বদলা নেব
  • এভাবে নির্বাচন করালে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে
  • অবজ়ারভার কী করছেন ?
  • নির্বাচন কমিশন কেন চুপ ?
  • বাংলায় গুন্ডা, দুষ্কৃতীদের ছেড়ে দেওয়া হচ্ছে
  • নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি
  • তাই, ওরা এসব করার চেষ্টা করছে
  • লোকসভা নির্বাচনে তৃণমূলের হার স্পষ্ট
  • পঞ্চায়েত নির্বাচনের সময়তেও BJP কার্যকর্তাদের খুন করা হয়েছে
  • আমার ব্যানার, পোস্টারও ছিড়ে দেওয়া হয়েছে
  • আমরা জানি বাংলার জনতা কী ভাবছে
  • এত বড় একজন মনীষীর মূর্তি ভাঙা হল, এর থেকে প্রমাণিত তৃণমূলের দিন শেষ
  • ভোটব্যাঙ্কের রাজনীতি করার চেষ্টা হল
  • কলেজের দরজা কে খুলল ?
  • সাড়ে 7টার সময় তো কলেজ বন্ধ হয়ে গেছিল
  • গেট ভাঙেনি । গেট বন্ধ ছিল । তাহলে BJP কর্মীরা ভিতরে প্রবেশ করল কী করে ?
  • ষড়যন্ত্র চলছে
  • মমতা ব্যানার্জির কার্যকর্তারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন
  • গেট বন্ধ ছিল, তাহলে ভিতরে গিয়ে বিদ্যাসাগরের মূর্তি কে ভাঙল ?
New Delhi, Apr 05 (ANI): While speaking to ANI, Congress Party leader Ahmed Patel reacted on PM's remark on AgustaWestland deal said, ' Chargesheet mein kaha gaya hai 'AP' ka matlab hai 'Ahmed Patel' and said, "Everybody knows Narendra Modi, he does 'gutter' level politics. It is similar to municipality politics".
Last Updated : May 15, 2019, 2:55 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.