ETV Bharat / city

অন্ডালে সরকারি উপ-স্বাস্থ্যকেন্দ্রের আবাসন দখল তৃণমূল নেতার

অন্ডালের উখরা গ্রাম পঞ্চায়েতের অধীনে সন্ন্যাসীতলা সরকারি উপ-স্বাস্থ্যকেন্দ্র । রয়েছে আবাসন । কিন্তু আপাতত তা দখল করে রেখেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামী ।

এই সেই আবাসন
author img

By

Published : May 31, 2019, 5:54 PM IST

Updated : May 31, 2019, 6:11 PM IST

অন্ডাল, 31 মে : অন্ডালের উখরা গ্রাম পঞ্চায়েতের অধীনে সন্ন্যাসীতলা সরকারি উপ-স্বাস্থ্যকেন্দ্র । স্বাস্থ্যকর্মী তিন জন । 24X7 পরিষেবা দেওয়ার জন্য উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভিতরেই তৈরি করা হয়েছে আবাসন । কিন্তু এখন তা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দখলে । এলাকাবাসীর অভিযোগ, শাসকদলের নেতা হওয়ায় পঞ্চায়েত সদস্য সোমা ব্যানার্জি ও তাঁর স্থামী এই আবাসন দখল করে রেখেছেন ।

স্থানীয় বাসিন্দা প্রদীপ গড়াইয়ের অভিযোগ, "তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে চঞ্চলবাবু (পঞ্চায়েত সদস্য সোমা ব্যানার্জির স্বামী) কয়েক বছর ধরে গায়ের জোর দেখিয়ে সরকারি আবাসনটি দখল করে রেখেছেন । এমন কী উপস্বাস্থ্যকেন্দ্রের ঢোকার মুখে নিজের গাড়ি দাঁড় করিয়ে রাখেন তিনি । ফলে প্রসূতিরা সমস্যায় পড়েন । শুধু এই নয়, প্রায়দিনই এখানে চলে পার্টি । আজ আমরা বাধ্য হয়ে দুর্গাপুর মহকুমাশাসক ও BDO-কে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি ।"

আবাসন দখল করে রাখার অভিযোগ নিয়ে স্বাস্থ্যকর্মী পাপিয়া কর্মকার জানান, সমস্যার ব্যাপারে মৌখিকভাবে তাঁরা সুপারভাইজ়ারকে জানিয়েছেন । তাতে কোনও কাজ হয়নি । বিষয়টি নিয়ে সুপারভাইজ়ার শান্তি দত্তকে প্রশ্ন করা হলে তিনি জেনেও না জানার ভান করেন । বলেন, "সমস্যা তো আছেই । ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে ।" এব্যাপারে উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান, সম্পূর্ণ বিষয়টি তার নজরে এসেছে ও তিনি এ ব্যাপারে পদক্ষেপ নেবেন । কিন্তু এখন এলাকাবাসীর প্রশ্ন, এত বড় একটি ঘটনা । সরকারি আবাসন দখল করার মতো বিষয়, সেখানে সুপারভাইজ়ার কেন বিষয়টি এড়িয়ে গেলেন ? তিনি কেন লিখিতভাবে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালেন না ।

দেখুন কী বললেন অভিযুক্ত চঞ্চল ব্যানার্জি

এই সমস্ত বিষয় নিয়ে অভিযুক্ত চঞ্চল ব্যানার্জি সাংবাদিকদের জানান, তাঁর বসত বাড়িটি ভেঙে গেছে সেটি মেরামতের কাজ চলছে । তাই মাস দুয়েক তিনি এই আবাসনে আছেন । কাজ শেষ হলে চলে যাবেন । আর তিনি বহুদিন এই উপস্বাস্থ্য কেন্দ্র ও আবাসনের কেয়ারটেকার তাই এখানে থাকছেন । কিন্তু স্থানীয়দের প্রশ্ন , কারও বাড়ির সমস্যা থাকলে কি সরকারি জায়গা দখল করে সেখানে বসবাস করা যায়? সরকারি কাজে বাধা সৃষ্টি করা যায় ?

অন্ডাল, 31 মে : অন্ডালের উখরা গ্রাম পঞ্চায়েতের অধীনে সন্ন্যাসীতলা সরকারি উপ-স্বাস্থ্যকেন্দ্র । স্বাস্থ্যকর্মী তিন জন । 24X7 পরিষেবা দেওয়ার জন্য উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভিতরেই তৈরি করা হয়েছে আবাসন । কিন্তু এখন তা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দখলে । এলাকাবাসীর অভিযোগ, শাসকদলের নেতা হওয়ায় পঞ্চায়েত সদস্য সোমা ব্যানার্জি ও তাঁর স্থামী এই আবাসন দখল করে রেখেছেন ।

স্থানীয় বাসিন্দা প্রদীপ গড়াইয়ের অভিযোগ, "তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে চঞ্চলবাবু (পঞ্চায়েত সদস্য সোমা ব্যানার্জির স্বামী) কয়েক বছর ধরে গায়ের জোর দেখিয়ে সরকারি আবাসনটি দখল করে রেখেছেন । এমন কী উপস্বাস্থ্যকেন্দ্রের ঢোকার মুখে নিজের গাড়ি দাঁড় করিয়ে রাখেন তিনি । ফলে প্রসূতিরা সমস্যায় পড়েন । শুধু এই নয়, প্রায়দিনই এখানে চলে পার্টি । আজ আমরা বাধ্য হয়ে দুর্গাপুর মহকুমাশাসক ও BDO-কে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি ।"

আবাসন দখল করে রাখার অভিযোগ নিয়ে স্বাস্থ্যকর্মী পাপিয়া কর্মকার জানান, সমস্যার ব্যাপারে মৌখিকভাবে তাঁরা সুপারভাইজ়ারকে জানিয়েছেন । তাতে কোনও কাজ হয়নি । বিষয়টি নিয়ে সুপারভাইজ়ার শান্তি দত্তকে প্রশ্ন করা হলে তিনি জেনেও না জানার ভান করেন । বলেন, "সমস্যা তো আছেই । ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে ।" এব্যাপারে উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান, সম্পূর্ণ বিষয়টি তার নজরে এসেছে ও তিনি এ ব্যাপারে পদক্ষেপ নেবেন । কিন্তু এখন এলাকাবাসীর প্রশ্ন, এত বড় একটি ঘটনা । সরকারি আবাসন দখল করার মতো বিষয়, সেখানে সুপারভাইজ়ার কেন বিষয়টি এড়িয়ে গেলেন ? তিনি কেন লিখিতভাবে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালেন না ।

দেখুন কী বললেন অভিযুক্ত চঞ্চল ব্যানার্জি

এই সমস্ত বিষয় নিয়ে অভিযুক্ত চঞ্চল ব্যানার্জি সাংবাদিকদের জানান, তাঁর বসত বাড়িটি ভেঙে গেছে সেটি মেরামতের কাজ চলছে । তাই মাস দুয়েক তিনি এই আবাসনে আছেন । কাজ শেষ হলে চলে যাবেন । আর তিনি বহুদিন এই উপস্বাস্থ্য কেন্দ্র ও আবাসনের কেয়ারটেকার তাই এখানে থাকছেন । কিন্তু স্থানীয়দের প্রশ্ন , কারও বাড়ির সমস্যা থাকলে কি সরকারি জায়গা দখল করে সেখানে বসবাস করা যায়? সরকারি কাজে বাধা সৃষ্টি করা যায় ?

Intro:সরকারি কোয়ার্টার দখল করার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ।

, অন্ডাল - অন্ডালের উখরা গ্রাম পঞ্চায়েতের অধীনে সন্নাসীতলা সরকারি উপস্বাস্থ্যকেন্দ্র । আর এই উপস্বাস্থ্যকেন্দ্রেই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে প্রাথমিক চিকিৎসার সুযোগ পেয়ে থাকেন । এই উপস্বাস্থ্য কেন্দ্রটিতে মোট তিন জন স্বাস্থ্য কর্মী কাজ করছেন । স্বাস্থ্যকর্মীদের সুবিধার্থে সরকারিভাবে স্বাস্থ্য কেন্দ্রের সীমানার মধ্যেই একটি আবাসন নির্মাণ করা হয়েছিল । 24 ঘন্টা স্বাস্থ্যপরিষেবা দেওয়ার জন্য যে স্বাস্থ্য কর্মীরা স্বাস্থ্য কেন্দ্রে থাকবেন তাদের বিশ্রাম করবার জন্য এই আবাসন তৈরি হয়েছিল। এলাকাবাসীদের অভিযোগ শাসক দলের একজন তৃণমূল পঞ্চায়েত সদস্য হওয়ার সুবাদে গায়ের জোরেই সেই সরকারি আবাসনে সংসার পেতে বসেছেন উখড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সোমা ব্যানার্জী। তা স্বামী চঞ্চল ব্যানার্জি শাসকদলের এক নেতা।
স্থানীয় বাসিন্দা প্রদীপ গড়াই অভিযোগ করেন,"",চঞ্চল বাবু দীর্ঘ কয়েক বছর ধরে সরকারি কোয়ার্টার দখল করে রেখেছেন। এলাকায় শাসকদলের সঙ্গে যুক্ত বলে তিনি এক প্রকার গায়ের জোর দেখিয়ে এই সরকারি কোয়ার্টার টি দখল করে রেখেছেন । এমনকি উপস্বাস্থ্যকেন্দ্রের ঢুকবার মুখে নিজের টাটা এসি গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন চঞ্চল বাবু। ফলে যেসব প্রসূতি মায়েরা উপ-স্বাস্থ্যকেন্দ্রে আসছেন তারা বিভিন্নভাবে সমস্যায় পড়ছেন ।এই আবাসনে আবার মাঝে মধ্যেই বাইরের লোকেদের এনে চলে জমজমাট খানাপিনার আসর।"" আজ এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে দুর্গাপুরের মহকুমা শাসক,বিডিওকে লিখিতভাবে এই ব্যাপারে অভিযোগ জানিয়েছেন ।

উপস্বাস্থ্য কেন্দ্রের এক স্বাস্থকর্মী পাপিয়া কর্মকার তাদের অসুবিধার কথা স্বীকার করলেন। তিনি এও জানালেন সমস্যার ব্যাপারে মৌখিকভাবে তিনি তার সুপারভাইজারকে জানিয়েছেন । কিন্তু উপস্বাস্থ্যকেন্দ্রের সুপারভাইজার শান্তি দত্ত মহাশয়। সবকিছু জেনেও না জানার ভান করলেন, তিনি পরিষ্কার ভাবে জানালেন সমস্যা তো আছেই,যিনি সরকারি কোয়ার্টার টি দখল করে আছেন তিনি তাদেরকে না জানিয়েই অন্যায় ভাবেই কোয়ার্টার দখল করে আছেন। কিন্তু লিখিতভাবে তিনি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি। সকলকেই মৌখিক ভাবে জানানো হয়েছে ।
কিন্তু প্রশ্ন উঠছে একটা এত বড় একটা ঘটনা।সরকারি আবাসন দখল করার মতো অভিযোগ, সেখানে সুপারভাইজার কেন বিষয়টি এড়িয়ে গেছেন? কেন তিনি লিখিতভাবে তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাননি ? এ ব্যাপারে উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ জানান সম্পূর্ণ বিষয়টি তার নজরে এসেছে এবং তিনি এ ব্যাপারে পদক্ষেপ নেবেন ।
এই সমস্ত বিষয়টি নিয়ে অভিযুক্ত চঞ্চল ব্যানার্জি জানান, তার বসত বাড়িটি ভেঙে গেছে সেটির মেরামতের কাজ হচ্ছে। তাই মাস দুয়েক হলো তিনি এই কোয়ার্টার টিতে আছেন । যদিও স্থানীয়দের মন্তব্য চঞ্চল বাবু বছরখানেক হলো এই সরকারি কোয়ার্টার টি দখল করে আছেন । সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে চঞ্চল বাবু জানান মাস দুয়েক তার বাড়ির মেরামতের কাজ শেষ হয়ে গেলে তিনি এই কোয়াটার ছেড়ে দেবেন ।
কিন্তু স্থানীয়দের প্রশ্ন একটাই , কারো বাড়ির সমস্যা থাকলে কি সরকারি জায়গা দখল করে সেখানে বসবাস করা যায়? সরকারি কাজের বাধা সৃষ্টি করা যায় ? এখন দেখার বিষয় প্রশাসন এ ব্যাপারে কি পদক্ষেপ নেয়।Body:কপিConclusion:কপি
Last Updated : May 31, 2019, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.