ETV Bharat / city

Mahua Moitra : দশ মিনিটেই দুয়ারে পিৎজা, বিরিয়ানির প্রতিশ্রুতি ! ডেলিভারি বয়দের জন্য সংসদে সরব হবেন মহুয়া - TMC MP Mahua Moitra raises question against app based quick delivery systems

রবিবার টুইটে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) জানিয়েছেন প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে ডেলিভারির বিষয়টি তিনি সংসদে তুলবেন ৷

Mahua Moitra latest Tweets
সরব মহুয়া মৈত্র
author img

By

Published : May 29, 2022, 5:43 PM IST

কলকাতা, 29 মার্চ : অর্ডার দেওয়ার দশ মিনিটের মধ্যে পৌঁছে দেওয়া হবে খাবার বা প্রয়োজনীয় জিনিস ৷ এরকম প্রতিশ্রুতি নিয়ে গ্রাহক টানার ইঁদুর দৌঁড়ে নেমেছে বিভিন্ন অ্যাপ নির্ভর সংস্থা ৷ খাদ্য সামগ্রী থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য সবই পাওয়া যায় এই অ্যাপ নির্ভর সংস্থাগুলিতে ৷ ঘরে বসে আপনি অর্ডার দিন আর দ্রুত তা আপনাদের কাছে হাজির করবেন সংস্থাগুলির ডেলিভারি বয়েরা, মূলত এই প্রচারে ভর করেই বাজার ধরতে চাইছে সংস্থাগুলি ৷ কখনও বলা হচ্ছে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার কাছে পণ্য-সামগ্রী পৌঁছে দেওয়া হবে, কখনও বা 30 মিনিটের মধ্যে খাবার ৷

ব্যবসার খাতিরে সংস্থাগুলির এই নীতি নিয়ে এবার সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ ডেলিভারি বয়দের প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে ব্যবসায়িক প্রতিশ্রুতি কোনও সভ্য সমাজে কেন চলবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া (TMC MP Mahua Moitra raises question against app based quick delivery systems) ৷ বিষয়টি নিয়ে তিনি সংসদেও সরব হবেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ৷

  • 10 minute deliveries need to be regulated/outlawed.
    No civilised society can be incentivising delivery executives to break traffic rules & put own & other’s lives at risk. All for a quicker pizza.

    Am going to raise this in parliament.

    — Mahua Moitra (@MahuaMoitra) May 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিচারব্যবস্থাকে আক্রমণ করায় অভিষেককে তোপ রাজ্যপালের, মুখ্যসচিবকে কড়া পদক্ষেপের পরামর্শ

রবিবার এক টুইটে মহুয়া মৈত্র লেখেন, "10 মিনিটে ডেলিভারির এই ব্যবস্থা নিয়ন্ত্রণ করা উচিত বা বন্ধ হওয়া উচিত ৷ ট্রাফিক আইন ভেঙে, নিজের এবং অন্যের জীবনকে ঝুঁকিতে ফেলে ডেলিভারি বয়দের দিয়ে এই কাজ কোনও সভ্য সমাজে চলতে পারে না ৷ সবকিছু শুধুমাত্র দ্রুত পিৎজার জন্য ৷ আমি বিষয়টি সংসদে তুলব ৷ "

কলকাতা, 29 মার্চ : অর্ডার দেওয়ার দশ মিনিটের মধ্যে পৌঁছে দেওয়া হবে খাবার বা প্রয়োজনীয় জিনিস ৷ এরকম প্রতিশ্রুতি নিয়ে গ্রাহক টানার ইঁদুর দৌঁড়ে নেমেছে বিভিন্ন অ্যাপ নির্ভর সংস্থা ৷ খাদ্য সামগ্রী থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য সবই পাওয়া যায় এই অ্যাপ নির্ভর সংস্থাগুলিতে ৷ ঘরে বসে আপনি অর্ডার দিন আর দ্রুত তা আপনাদের কাছে হাজির করবেন সংস্থাগুলির ডেলিভারি বয়েরা, মূলত এই প্রচারে ভর করেই বাজার ধরতে চাইছে সংস্থাগুলি ৷ কখনও বলা হচ্ছে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার কাছে পণ্য-সামগ্রী পৌঁছে দেওয়া হবে, কখনও বা 30 মিনিটের মধ্যে খাবার ৷

ব্যবসার খাতিরে সংস্থাগুলির এই নীতি নিয়ে এবার সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ ডেলিভারি বয়দের প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে ব্যবসায়িক প্রতিশ্রুতি কোনও সভ্য সমাজে কেন চলবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া (TMC MP Mahua Moitra raises question against app based quick delivery systems) ৷ বিষয়টি নিয়ে তিনি সংসদেও সরব হবেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ৷

  • 10 minute deliveries need to be regulated/outlawed.
    No civilised society can be incentivising delivery executives to break traffic rules & put own & other’s lives at risk. All for a quicker pizza.

    Am going to raise this in parliament.

    — Mahua Moitra (@MahuaMoitra) May 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিচারব্যবস্থাকে আক্রমণ করায় অভিষেককে তোপ রাজ্যপালের, মুখ্যসচিবকে কড়া পদক্ষেপের পরামর্শ

রবিবার এক টুইটে মহুয়া মৈত্র লেখেন, "10 মিনিটে ডেলিভারির এই ব্যবস্থা নিয়ন্ত্রণ করা উচিত বা বন্ধ হওয়া উচিত ৷ ট্রাফিক আইন ভেঙে, নিজের এবং অন্যের জীবনকে ঝুঁকিতে ফেলে ডেলিভারি বয়দের দিয়ে এই কাজ কোনও সভ্য সমাজে চলতে পারে না ৷ সবকিছু শুধুমাত্র দ্রুত পিৎজার জন্য ৷ আমি বিষয়টি সংসদে তুলব ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.