ETV Bharat / city

CBI দপ্তরে হাজিরা ডেরেক ও ব্রায়েনের - SARADA

সারদা তদন্তে CBI দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ।  26 জুলাই তাঁকে নোটিশ দিয়ে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

ডেরেক ও’ব্রায়েন
author img

By

Published : Aug 9, 2019, 2:46 PM IST

Updated : Aug 9, 2019, 10:56 PM IST

বিধাননগর, 9 অগাস্ট : সারদা তদন্তে CBI দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন । 26 জুলাই তাঁকে নোটিশ দিয়ে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নিয়েই মূলত ডেরেককে জিজ্ঞাসাবাদ করতে পারে CBI। জাগো বাংলার প্রকাশক ডেরেক ।

দেখুন ভিডিয়ো

সূত্রের খবর, সারদার টাকা তৃণমূলের কোনও প্রভাবশালীর কাছে পৌঁছেছিল কি না তা জানতেই ডেরেককে ডেকে পাঠানো হয়েছে । এর আগেও ডেরেক ও' ব্রায়েনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছিল CBI । কিন্তু, সংসদ চলার জন্য সেসময় তিনি হাজির হতে পারেননি ।

বিধাননগর, 9 অগাস্ট : সারদা তদন্তে CBI দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন । 26 জুলাই তাঁকে নোটিশ দিয়ে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নিয়েই মূলত ডেরেককে জিজ্ঞাসাবাদ করতে পারে CBI। জাগো বাংলার প্রকাশক ডেরেক ।

দেখুন ভিডিয়ো

সূত্রের খবর, সারদার টাকা তৃণমূলের কোনও প্রভাবশালীর কাছে পৌঁছেছিল কি না তা জানতেই ডেরেককে ডেকে পাঠানো হয়েছে । এর আগেও ডেরেক ও' ব্রায়েনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছিল CBI । কিন্তু, সংসদ চলার জন্য সেসময় তিনি হাজির হতে পারেননি ।

Srinagar, Aug 09, 2019: While addressing the press conference in Srinagar on August 08, 2019, the Divisional Commissioner of Kashmir Zone Baseer Ahmed Khan said, "Haj pilgrimage is about to culminate in few days. Details of pilgrims who are coming back will be conveyed by State Haj Office Department to concerned Deputy Commissioners who will issue passes in respect of those pilgrims and to their families." "With regard of supplies of various commodities in view of the forthcoming Eid festival, instead of people coming out to shops, departments will reach out to public to every nook and corner of each district," he added.
Last Updated : Aug 9, 2019, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.