ETV Bharat / city

শোভন-বৈশাখির বিরুদ্ধে মানহানির মামলা দেবশ্রীর - Debasree Roy

বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও নেত্রী বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আলিপুর আদালতে মানহানির মামলা করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়৷ তাঁর বিধানসভা এলাকা রায়দিঘিতে গিয়ে সম্প্রতি শোভন-বৈশাখি নাম করে দেবশ্রী রায়কে আক্রমণ করেন৷ তারই প্রেক্ষিতে তিনি এই মামলা করেছেন৷

শোভন-বৈশাখী
শোভন-বৈশাখী
author img

By

Published : Feb 6, 2021, 3:42 PM IST

Updated : Feb 6, 2021, 3:49 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি : শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আলিপুর আদালতে মানহানির মামলা করলেন তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী দেবশ্রী রায়। রায়দিঘিতে শোভন ও বৈশাখি তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন, এই দাবিতে মামলা করেছেন দেবশ্রী রায়। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি অভিযোগ জানিয়েছেন, তাঁর নামে একতরফাভাবে আপত্তিকর বিভিন্ন মন্তব্য করা হচ্ছে।

সম্প্রতি দেবশ্রী রায়কে উদ্দেশ্য করে বলা হয়েছে যে উনি রাজনীতিতে নেই, সিনেমাতেও নেই, দেশপ্রিয় পার্কে বসে আমফানের পর গান গেয়েছেন। দেবশ্রী রায় এখন বাতিল নায়িকা। এই ব্যাপারে আপত্তি করে দেবশ্রী রায় জানিয়েছেন, তিনি একজন স্বনামধন্য অভিনেত্রী। গোটা দেশ তাঁকে চেনে। তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। এই সমস্ত কথা বলে তাঁর ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা করছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়৷

তিনি আরও জানিয়েছেন, শোভন চট্টোপাধ্যায়ের মতো মানুষরা সামাজিক অস্বস্তি৷ পরিবার সন্তানের কাছে স্ত্রীর কাছে যে আপন নয়, সে কখনও বড় নেতা হতে পারে? এই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
দেবশ্রী রায়ের আরও বক্তব্য, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখি বন্দ্যোপাধ্যায় আসলে তাঁকে ভয় পাচ্ছেন। রায়দিঘির স্থানীয় মানুষজন তাঁকে ভালো করে চেনেন যে তিনি কেমন বিধায়ক।

আরও পড়ুন : ডায়মন্ড হারবারে শোভন-বৈশাখির পদযাত্রা

দেবশ্রী রায়ের নামে টোটো কেলেঙ্কারির অভিযোগ রয়েছে সে ব্যাপারে অভিনেত্রী জানিয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি। আসল যে ব্যক্তি এই টাকা নিয়েছিলেন তিনি গা-ঢাকা দিয়েছেন। যে আসল অপরাধী সে টাকা নিয়ে পালিয়েছে। পরে হয়তো ধরা পড়বে। কিন্তু কোনও কিছু প্রমাণিত নয় জেনেও তাঁর বিরুদ্ধে এত বড় অপবাদ কী করে দেওয়া হচ্ছে? প্রশ্ন দেবশ্রী রায়ের।

কলকাতা, 6 ফেব্রুয়ারি : শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আলিপুর আদালতে মানহানির মামলা করলেন তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী দেবশ্রী রায়। রায়দিঘিতে শোভন ও বৈশাখি তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন, এই দাবিতে মামলা করেছেন দেবশ্রী রায়। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি অভিযোগ জানিয়েছেন, তাঁর নামে একতরফাভাবে আপত্তিকর বিভিন্ন মন্তব্য করা হচ্ছে।

সম্প্রতি দেবশ্রী রায়কে উদ্দেশ্য করে বলা হয়েছে যে উনি রাজনীতিতে নেই, সিনেমাতেও নেই, দেশপ্রিয় পার্কে বসে আমফানের পর গান গেয়েছেন। দেবশ্রী রায় এখন বাতিল নায়িকা। এই ব্যাপারে আপত্তি করে দেবশ্রী রায় জানিয়েছেন, তিনি একজন স্বনামধন্য অভিনেত্রী। গোটা দেশ তাঁকে চেনে। তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। এই সমস্ত কথা বলে তাঁর ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা করছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়৷

তিনি আরও জানিয়েছেন, শোভন চট্টোপাধ্যায়ের মতো মানুষরা সামাজিক অস্বস্তি৷ পরিবার সন্তানের কাছে স্ত্রীর কাছে যে আপন নয়, সে কখনও বড় নেতা হতে পারে? এই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
দেবশ্রী রায়ের আরও বক্তব্য, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখি বন্দ্যোপাধ্যায় আসলে তাঁকে ভয় পাচ্ছেন। রায়দিঘির স্থানীয় মানুষজন তাঁকে ভালো করে চেনেন যে তিনি কেমন বিধায়ক।

আরও পড়ুন : ডায়মন্ড হারবারে শোভন-বৈশাখির পদযাত্রা

দেবশ্রী রায়ের নামে টোটো কেলেঙ্কারির অভিযোগ রয়েছে সে ব্যাপারে অভিনেত্রী জানিয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি। আসল যে ব্যক্তি এই টাকা নিয়েছিলেন তিনি গা-ঢাকা দিয়েছেন। যে আসল অপরাধী সে টাকা নিয়ে পালিয়েছে। পরে হয়তো ধরা পড়বে। কিন্তু কোনও কিছু প্রমাণিত নয় জেনেও তাঁর বিরুদ্ধে এত বড় অপবাদ কী করে দেওয়া হচ্ছে? প্রশ্ন দেবশ্রী রায়ের।

Last Updated : Feb 6, 2021, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.