কলকাতা, 4 সেপ্টেম্বর: পঞ্চায়েত নির্বাচনে (Bengal Panchayat Elections) প্রার্থী ঘোষণার ক্ষেত্রে মেপে সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল (TMC Makeover)! শোনা যাচ্ছে, দলের যে নেতাদের বিরুদ্ধে ঘুষ নেওয়া বা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে, অথবা জনমানসে যে নেতাদের ভাবমূর্তি খুবই দুর্বল, এমন নেতাদের টিকিট দেওয়া থেকে বিরত থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল ৷
দুই শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতারি, দলের একাধিক নেতার নাম শিক্ষা দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার-সহ বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়ায় ড্যামেজ কন্ট্রোলের জন্য ও দলের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস ৷ সব স্তরের নেতা ও জনপ্রতিনিধিদের কাজকর্ম, আচরণ ও ভাবমূর্তি পর্যালোচনা করার জন্য গত কয়েক মাসে দলের অন্দরে তিনটি অন্তর্বর্তী সমীক্ষা চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ তার মধ্যে একটি সমীক্ষা আবার করেছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন আই-প্যাক ৷
তার মধ্যে একটি সমীক্ষা আবার করেছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন আই-প্যাক ৷ তৃণমূল সাংসদ সৌগত রায় সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "বেশ কয়েকটি সমীক্ষা চালানো হয়েছে ৷ তার সম্মিলিত একটি রিপোর্ট দলীয় নেতৃত্বের কাছে পেশ করা হয়েছে ৷ যে গুলো পচা উপাদান, সেগুলিকে উপড়ে ফেলার প্রক্রিয়া চলছে ৷ সামনের বছর পঞ্চায়েত নির্বাচনে ভুল সংশোধনের বিষয়টিকে সবার উপরে রাখা হবে ৷ নির্বাচিত জনপ্রতিনিধিদের 50-60 শতাংশকে ছেঁটে ফেলা হতে পারে ৷"
আরও পড়ুন: অভিষেকের ছবি দেওয়া নতুন তৃণমূলের ব্যানার এ বার হাওড়ায়
তাঁরই সুর শোনা গিয়েছে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের গলায় ৷ তিনি জানিয়েছেন, গত অগস্ট মাস থেকেই দলকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ সেই সময়ই বেশ কয়েকজন সাংগঠনিক জেলার সভাপতিকে বদল করা হয়েছে ৷ তিনি বলেন, "গত মাস থেকে দলের সব স্তরকে ঢেলে সাজানো হচ্ছে ৷ চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে ৷ সংবাদমাধ্যম স্কুলের চাকরি দুর্নীতি, গরু পাচার মামলা নিয়ে যখন ব্যস্ত, তখন আমাদের দল নীরবতার সঙ্গে এই বড়সড় মেকওভারের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে ৷"
দলের শ্রম সংগঠন আইনটিটিইউসি ও ছাত্র সংগঠন টিএমসিপি-তেও সমস্ত জেলাস্তরে বেশকিছু বদল আনা হয়েছে ৷ জয়প্রকাশ মজুমদারের কথায়, "দলের সর্বস্তরে পরিবর্তন হবে ৷ আমাদের নিজেদের পুনরুজ্জীবিত ও নতুন করে উদ্ভাবন করতে হবে ৷" অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দেওয়া '6 মাসে নতুন তৃণমূল'-এর পোস্টারও ইতিমধ্যেই দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় ৷ তবে সেই পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকায় কটাক্ষ করেছেন বিরোধীরা ৷