ETV Bharat / city

KMC Election 2021 : তৃণমূলকে স্বস্তি দিয়ে মনোনয়ন প্রত্যাহার রতন মালাকারের

author img

By

Published : Dec 3, 2021, 6:28 PM IST

Updated : Dec 3, 2021, 7:34 PM IST

তৃণমূল কলকাতা পৌর নির্বাচনে (Kolkata Municipal Corporation Election ) টিকিট দেয়নি বলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রতন মালাকার মাঠে নেমেছিলেন নির্দল প্রার্থী হিসাবে। রতন মালাকার কলকাতা পৌরনিগমের প্রায় দুই দশকের কাউন্সিলর। 2015 সালে 73 নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। অথচ দল এবারে তাঁকে টিকিট দেয়নি।

KMC Election
তৃণমূলকে স্বস্তি দিয়ে মনোনয়ন প্রত্যাহার রতন মালাকারের

কলকাতা, 3 ডিসেম্বর : নরমে-গরমে দৌত্য সফল । 73 নম্বর ওয়ার্ডে নির্দল হিসাবে প্রার্থীপদ প্রত্যাহার করলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রতন মালাকার (Ratan Malakar withdraws nomination as independent candidate in Kolkata Municipal Corporation Election 2021) । তৃণমূল নেতৃত্ব এখন কথা বলছে সচিদ্দানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রতন মালাকার শেষ পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ায় খুশি তৃণমূল । ওই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী মমতার ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় ৷

শুক্রবর মনোনয়ন প্রত্যাহারের পর ইটিভি ভারতকে রতন মালাকার জানিয়েছেন, "আমি নির্দল প্রার্থী হিসেবে আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি ৷ মদন মিত্র আমায় ডেকেছিলেন, বক্সীদাও কাল ডেকেছিলেন ৷ আমি তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করব ৷ "

তৃণমূলকে স্বস্তি দিয়ে মনোনয়ন প্রত্যাহার রতন মালাকারের

তৃণমূল পৌর নির্বাচনে টিকিট দেয়নি বলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রতন মালাকার মাঠে নেমেছিলেন নির্দল প্রার্থী হিসাবে। রতন মালাকার কলকাতা পৌরনিগমের প্রায় দুই দশকের কাউন্সিলর। 2015 সালে 73 নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। অথচ দল এবারে তাঁকে টিকিট দেয়নি। পরিবর্তে ওই ওয়ার্ডে টিকিট পেয়েছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়। এরপরেই এই ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন রতন মালাকার। তবে শেষ পর্যন্ত তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনার পর নিজের সিদ্ধান্ত বদলালেন তিনি ৷

আরও পড়ুন : Sitalkuchi Firing Case: শীতলকুচি গুলিকাণ্ডে কেন্দ্র, রাজ্য ও নির্বাচন কমিশনকে তলব হাইকোর্টের

তবে রতন মালাকার সুর নরম করলেও, বাকি দুই নির্দল প্রার্থী 72 নম্বর ওয়ার্ডের সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও 68 নম্বর ওয়ার্ডের তনিমা চট্টোপাধ্যায় এখনও অনড় আছেন নির্দল হিসাবে লড়াই করার জন্য। সচ্চিদানন্দবাবু যেমন কলকাতা পৌরনিগমের প্রাক্তন চেয়ারম্যান, তেমনি তনিমাদেবী রাজ্যের সদ্য প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন। স্বাভাবিকভাবেই এই দুই নেতা নেত্রীকে ঘিরে তৃণমূলের অন্দরে অস্বস্তি থেকেই যাচ্ছে। শুক্রবার ইটিভি ভারতের তরফ থেকে সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগে আমার সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা হয়নি তৃণমূলের তরফে। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার পর ফিরহাদ হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায়, মদন মিত্র সকলেই যোগাযোগ করছেন । তাঁরা আমাকে মনোনয়ন প্রত্যাহার করার কথাও বলেছেন । কিন্তু আমি আমার অবস্থানে অনড় থাকছি ।"

কলকাতা, 3 ডিসেম্বর : নরমে-গরমে দৌত্য সফল । 73 নম্বর ওয়ার্ডে নির্দল হিসাবে প্রার্থীপদ প্রত্যাহার করলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রতন মালাকার (Ratan Malakar withdraws nomination as independent candidate in Kolkata Municipal Corporation Election 2021) । তৃণমূল নেতৃত্ব এখন কথা বলছে সচিদ্দানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রতন মালাকার শেষ পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ায় খুশি তৃণমূল । ওই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী মমতার ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় ৷

শুক্রবর মনোনয়ন প্রত্যাহারের পর ইটিভি ভারতকে রতন মালাকার জানিয়েছেন, "আমি নির্দল প্রার্থী হিসেবে আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি ৷ মদন মিত্র আমায় ডেকেছিলেন, বক্সীদাও কাল ডেকেছিলেন ৷ আমি তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করব ৷ "

তৃণমূলকে স্বস্তি দিয়ে মনোনয়ন প্রত্যাহার রতন মালাকারের

তৃণমূল পৌর নির্বাচনে টিকিট দেয়নি বলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রতন মালাকার মাঠে নেমেছিলেন নির্দল প্রার্থী হিসাবে। রতন মালাকার কলকাতা পৌরনিগমের প্রায় দুই দশকের কাউন্সিলর। 2015 সালে 73 নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। অথচ দল এবারে তাঁকে টিকিট দেয়নি। পরিবর্তে ওই ওয়ার্ডে টিকিট পেয়েছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়। এরপরেই এই ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন রতন মালাকার। তবে শেষ পর্যন্ত তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনার পর নিজের সিদ্ধান্ত বদলালেন তিনি ৷

আরও পড়ুন : Sitalkuchi Firing Case: শীতলকুচি গুলিকাণ্ডে কেন্দ্র, রাজ্য ও নির্বাচন কমিশনকে তলব হাইকোর্টের

তবে রতন মালাকার সুর নরম করলেও, বাকি দুই নির্দল প্রার্থী 72 নম্বর ওয়ার্ডের সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও 68 নম্বর ওয়ার্ডের তনিমা চট্টোপাধ্যায় এখনও অনড় আছেন নির্দল হিসাবে লড়াই করার জন্য। সচ্চিদানন্দবাবু যেমন কলকাতা পৌরনিগমের প্রাক্তন চেয়ারম্যান, তেমনি তনিমাদেবী রাজ্যের সদ্য প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন। স্বাভাবিকভাবেই এই দুই নেতা নেত্রীকে ঘিরে তৃণমূলের অন্দরে অস্বস্তি থেকেই যাচ্ছে। শুক্রবার ইটিভি ভারতের তরফ থেকে সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগে আমার সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা হয়নি তৃণমূলের তরফে। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার পর ফিরহাদ হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায়, মদন মিত্র সকলেই যোগাযোগ করছেন । তাঁরা আমাকে মনোনয়ন প্রত্যাহার করার কথাও বলেছেন । কিন্তু আমি আমার অবস্থানে অনড় থাকছি ।"

Last Updated : Dec 3, 2021, 7:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.