কলকাতা, 13ফেব্রুয়ারি : ফের ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ায় ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা । এবার এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । বলেন, ‘‘শুধু গ্যাসের দাম বৃদ্ধি নয়, জীবনের সর্বস্তরেই বিপন্নতা করছে । তারা এর উত্তরও পাচ্ছে । 2019-এর পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সব গুলিতেই ধরাশায়ী হয়েছে ।’’
কলকাতা, চেন্নাইয়ে সিলিন্ডার পিছু গ্যাসের দাম বাড়ছে যথাক্রমে ১৪৯ ও ১৪৭ টাকা । দিল্লি ও মুম্বইয়ে বাড়ছে ১৪৪.৫০ ও ১৪৫ টাকা । এই নিয়ে টানা ছ'বার দাম বাড়ল রান্নার গ্যাসের । এরপরই সরব হয়েছে বিভিন্ন মহল । গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে পার্থবাবু বলেন, ‘‘সাধারণ মানুষের সমস্যাগুলি নিয়ে মুখ্যমন্ত্রী একমাত্র লড়ছেন । তিনি সবাইকে নিয়ে লড়াই করার চেষ্টা করছেন । সবাই তো তাঁকে বিদ্ধ করার চেষ্টা করছে । যারা ১৫০টাকা গ্যাসের দাম বাড়াচ্ছে, তারা মানুষের জীবনের সর্বস্তরে বিপন্নতা করছে ।’’
এদিকে, CAA, NRC নিয়ে প্রচার করতে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, ‘‘সবাইকে নিয়ে আসুন । ঢাক-ঢোল বাজিয়ে নিয়ে আসুন ।’’