ETV Bharat / city

Message of Mamata to TMC Workers : সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা মমতার - Mamata Banerjee Attacks BJP'

বুধবার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (TMC Organisational Election) ৷ সেখানে বক্তৃতা দিতে গিয়ে দলের কর্মীদের একজোট হয়ে কাজ করার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (tmc leader mamata banerjee message to party workers after organisational election) ৷

tmc leader mamata banerjee message to party workers after organisational election
Message of Mamata to TMC Workers : সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা মমতার
author img

By

Published : Feb 2, 2022, 3:26 PM IST

Updated : Feb 2, 2022, 3:53 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি : গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, কেউ যেন কারও সঙ্গে দ্বন্দ্বে না জড়ায় ৷ দলই শেষ কথা ৷ দলে একটাই গ্রুপ ৷

বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ৷ সেই নির্বাচনের মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে এই বার্তা দেন তৃণমূল নেত্রী (tmc leader mamata banerjee message to party workers after organisational election) ৷

এদিন তৃণমূল সাংগঠনিক নির্বাচনে নেতাজি ইন্ডোরে হাজির দলের প্রথম সারির নেতারা-সহ আরও অনেকে ৷ বেলা 12টা নাগাদ মমতা বন্দ্য়োপাধ্যায় সেখানে হাজির হন ৷ পরে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার চেয়ারপার্সন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Re Elected as TMC Chairperson) ৷

এর পর বক্তৃতা করেন মমতা ৷ সেখানে তিনি বিজেপিকে আক্রমণ করেন (Mamata Banerjee Attacks BJP) ৷ গতকাল সংসদে পেশ হওয়ায় কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেন ৷ পেগাসাসের মাধ্যমে অভিষেক-পিকের ফোন ট্যাপ করা হচ্ছে বলে আবার অভিযোগ করেন ৷

মোদি সরকারের নোটবন্দির সমালোচনা করেন তিনি ৷ জানান, নোটবন্দির পালটা হিসেবেই তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন ৷ কংগ্রেসকেও আক্রমণ করেন তিনি (Mamata Banerjee Slams Congress) ৷ কংগ্রেস বিজেপির হয়ে ভোট দেয় বলেও অভিযোগ করেন মমতা ৷ তাই তাঁর কথায়, তৃণমূল একাই ভারত জয় করবে ৷

এর পরই কর্মীদের উদ্দেশ্যে তিনি দ্বন্দ্বে না জড়ানোর বার্তা দেন ৷ বিজেপিকে হটাতে ঘর মজবুত করার পরামর্শ দেন ৷ 2024-এ বাংলা থেকে 42 আসন জেতার ডাকও দেন তিনি ৷

আরও পড়ুন : TMC Demands Removal of Dhankhar : সংসদে প্রধানমন্ত্রীর কাছে ধনকড়ের অপসারণ চাইলেন তৃণমূলের সৌগত

কলকাতা, 2 ফেব্রুয়ারি : গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, কেউ যেন কারও সঙ্গে দ্বন্দ্বে না জড়ায় ৷ দলই শেষ কথা ৷ দলে একটাই গ্রুপ ৷

বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ৷ সেই নির্বাচনের মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে এই বার্তা দেন তৃণমূল নেত্রী (tmc leader mamata banerjee message to party workers after organisational election) ৷

এদিন তৃণমূল সাংগঠনিক নির্বাচনে নেতাজি ইন্ডোরে হাজির দলের প্রথম সারির নেতারা-সহ আরও অনেকে ৷ বেলা 12টা নাগাদ মমতা বন্দ্য়োপাধ্যায় সেখানে হাজির হন ৷ পরে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার চেয়ারপার্সন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Re Elected as TMC Chairperson) ৷

এর পর বক্তৃতা করেন মমতা ৷ সেখানে তিনি বিজেপিকে আক্রমণ করেন (Mamata Banerjee Attacks BJP) ৷ গতকাল সংসদে পেশ হওয়ায় কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেন ৷ পেগাসাসের মাধ্যমে অভিষেক-পিকের ফোন ট্যাপ করা হচ্ছে বলে আবার অভিযোগ করেন ৷

মোদি সরকারের নোটবন্দির সমালোচনা করেন তিনি ৷ জানান, নোটবন্দির পালটা হিসেবেই তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন ৷ কংগ্রেসকেও আক্রমণ করেন তিনি (Mamata Banerjee Slams Congress) ৷ কংগ্রেস বিজেপির হয়ে ভোট দেয় বলেও অভিযোগ করেন মমতা ৷ তাই তাঁর কথায়, তৃণমূল একাই ভারত জয় করবে ৷

এর পরই কর্মীদের উদ্দেশ্যে তিনি দ্বন্দ্বে না জড়ানোর বার্তা দেন ৷ বিজেপিকে হটাতে ঘর মজবুত করার পরামর্শ দেন ৷ 2024-এ বাংলা থেকে 42 আসন জেতার ডাকও দেন তিনি ৷

আরও পড়ুন : TMC Demands Removal of Dhankhar : সংসদে প্রধানমন্ত্রীর কাছে ধনকড়ের অপসারণ চাইলেন তৃণমূলের সৌগত

Last Updated : Feb 2, 2022, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.