কলকাতা, 21 এপ্রিল : গত শনিবার ভোট চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন কামারহাটি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র । কামারহাটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাও চলছিল তাঁর । কিন্তু বুধবার দুপুরে আবার তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয় । তাঁর চিকিৎসকরা আর কোনও রকম ঝুঁকি নিয়ে রাজি হননি। মদনবাবুকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমএ হাসপাতালে । আপাতত সেই হাসপাতালের উডবার্ন ওর্য়াডে চিকিৎসাধীন তিনি ।
বেশ কিছুদিন বিরতির পর মদনবাবু আবার সক্রিয় রাজনীতিতে ফিরেছেন । কামারহাটি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও হয়েছেন । গত শনিবার পঞ্চম দফার ভোটের সময় তাঁকে ঘিরে উত্তেজনায়ও ছড়ায় কামরাহাটির একটি বুথে । কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সাথে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন মদনবাবু ।
আরও পড়ুন : কাল ভোট, আজ বোমাবাজি অর্জুনের বাড়ির কাছে
বিকেলের দিকে উনি শ্বাসকষ্ট অনুভব করেন এবং অসুস্থ বোধ করেন । তাঁকে তৎক্ষনাৎ একটি আঞ্চলিক পার্টি অফিসে নিয়ে যান তাঁর অনুগামীরা এবং সেখানে তাঁকে অক্সিজেনও দেওয়া হয়।
আরও পড়ুন : অন্তর্বর্তী জামিন পেলেন অসুস্থ বিকাশ মিশ্র