কলকাতা, 27 অগস্ট : মেয়ের সামনেই মাকে গণধর্ষণে (Bagda Gangrape) অভিযুক্ত দুই বিএসএফ জওয়ান (Two BSF Jawan Accused in Rape) ৷ এই নিয়ে শনিবার সকাল থেকেই উত্তাল রাজ্য রাজনীতি । তৃণমূলের (Trinamool Congress) একাধিক নেতাকেই এই ঘটনায় সমালোচনায় মুখর হতে দেখা গিয়েছে ৷ এই নিয়ে সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষও (TMC Leader Kunal Ghosh) ৷ তিনি এই ঘটনার দায় সরাসরি কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপিয়েছেন ৷ তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union Home Minister Amit Shah) এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ৷
এদিন কুণাল ঘোষ বলেন, "প্রধানমন্ত্রী মহিলাদের নিরাপত্তার কথা বলছেন বারবার । অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় দল (বিজেপি) কীভাবে বিএসএফকে তাদের নিজের কাজে ব্যবহার করছে । তৃণমূল কংগ্রেস বিএসএফের বিরুদ্ধে নয় । তবে অমিত শাহ ও নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) তত্ত্বাবধানে যে চিত্র দেখা যাচ্ছে, তাতে বলা যায় রক্ষক ভক্ষক হয়ে উঠছে । যদি সত্যি কয়লা, গরু পাচার হয়, তা রোখা বিএসএফের কাজ । তা না করে তারা ধর্ষণ করেছে । এর প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস ।"
এখানে উল্লেখ করার প্রয়োজন, উত্তর 24 পরগনার বাগদার এই ঘটনার প্রতিবাদে উল্লেখ করে পথে নামতে চলছে তৃণমূল কংগ্রেস । রবিবার বাগদার ঘটনাস্থলে যাবে তৃণমূলের 5 সদস্যের দল ।
প্রসঙ্গত, পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে যে বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ বাগদার জিৎপুর সীমান্ত দিয়ে চোরাপথে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল বসিরহাটের এক মহিলা । সীমান্ত পার করার আগে বিএসএফ-এর 68 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের হাতে ধরা পড়ে যান তিনি । অভিযোগ, এরপর চেরো এবং আলতাফ হোসেন নামে দুই বিএসএফ জওয়ান ওই মহিলাকে চাষের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন । পুলিশ দু’জনকেই গ্রেফতার করেছে ৷
আরও পড়ুন : মেয়ের সামনেই মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার দুই বিএসএফ জওয়ান