ETV Bharat / city

Tripura : ত্রিপুরায় বিপ্লব দেব ভয়ে কাঁপছে, কটাক্ষ অভিষেকের

ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির অনুমতি ঘিরে টালবাহানা চলার মাঝে করোনা পরিস্থিতির জেরে 144 ধারা জারি করেছে সেখানকার সরকার ৷ তা নিয়ে বৃহস্পতিবার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

tmc leader abhishek banerjee warns tripura cm biplab deb
ত্রিপুরায় বিজেপির বিপ্লব দেব ভয়ে কাঁপছে, কটাক্ষ অভিষেকের
author img

By

Published : Sep 23, 2021, 3:55 PM IST

সামশেরগঞ্জ, 23 সেপ্টেম্বর : করোনা পরিস্থিতির (Covid-19 Pandemic) জেরে ত্রিপুরায় 144 ধারা জারি করেছে সেখানকার সরকার ৷ তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কর্মসূচি বাতিল হয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার এই নিয়েই বিজেপি (BJP) ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Tripura CM Biplab Deb) উদ্দেশ্যে হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

তাঁর দাবি, ‘‘আমি যাতে ত্রিপুরায় পা রাখতে না পারি, তার জন্য 144 ধারা করে দিয়েছে ৷ বিপ্লব দেব কাঁপছে ৷’’ এর পরই বিপ্লব দেব ও বিজেপির উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘‘এত ভয় কেন ?’’

আরও পড়ুন : Abhishek Banerjee : কংগ্রেসকে দিয়ে হবে না, মোদির বিকল্প মমতা; বললেন অভিষেক

প্রসঙ্গত, ত্রিপুরায় (Tripura) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির অনুমতি ঘিরে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক চাপানউতোর চলছে ৷ প্রথমবার অভিষেকের কর্মসূচির অনুমতি দেয়নি বিপ্লব দেবের সরকার ৷ দ্বিতীয়বার তা দেওয়া নিয়ে টালবাহানা করা হয় তাঁর সরকারের তরফে ৷

পালটা এই নিয়ে সেখানকার হাইকোর্টে মামলা করে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু সেই মামলার শুনানি চলাকালীন ত্রিপুরাজুড়ে চালু হয় 144 ধারা ৷ করোনা পরিস্থিতির কথা উল্লেখ করেই এই নির্দেশিকা দেয় ত্রিপুরা সরকার ৷ তার পর মামলাও ভেস্তে যায় স্বাভাবিকভাবে ৷

আরও পড়ুন : Bhabanipur By-Election : ভবানীপুরে বিজেপিকে প্রচারে বাধা, নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারাচ্ছেন শুভেন্দু

কিন্তু অভিষেকের অভিযোগ, তাঁকে আটকাতেই এই পদক্ষেপ করেছেন বিপ্লব দেব ৷ এদিন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি ৷ সেখান থেকেই তিনি এই অভিযোগ করেন ৷ পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, তাঁকে এবং তৃণমূল কংগ্রেসকে এভাবে আটকানো যাবে না ৷

তিনি বলেন, ‘‘আমি তো ত্রিপুরায় ঢুকব ৷ দেখব ক’দিন আটকে রাখবেন ৷ কথা দিচ্ছি, যে রাজ্যে পা রাখব, সেখানে বিজেপিকে হারাব ৷’’ ত্রিপুরার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের আরও একটি রাজ্য অসমের কথাও তুলে ধরেন ডায়মন্ডহারবারের সাংসদ ৷ অভিষেকের দাবি, ‘‘আমি বলেছিলাম খেলা নির্বাচনের পর শুরু হবে ৷ ত্রিপুরা, অসমে খেলা শুরু হয়ে গিয়েছে ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে, ভোটপ্রচারে বললেন মমতা

সামশেরগঞ্জ, 23 সেপ্টেম্বর : করোনা পরিস্থিতির (Covid-19 Pandemic) জেরে ত্রিপুরায় 144 ধারা জারি করেছে সেখানকার সরকার ৷ তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কর্মসূচি বাতিল হয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবার এই নিয়েই বিজেপি (BJP) ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Tripura CM Biplab Deb) উদ্দেশ্যে হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

তাঁর দাবি, ‘‘আমি যাতে ত্রিপুরায় পা রাখতে না পারি, তার জন্য 144 ধারা করে দিয়েছে ৷ বিপ্লব দেব কাঁপছে ৷’’ এর পরই বিপ্লব দেব ও বিজেপির উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘‘এত ভয় কেন ?’’

আরও পড়ুন : Abhishek Banerjee : কংগ্রেসকে দিয়ে হবে না, মোদির বিকল্প মমতা; বললেন অভিষেক

প্রসঙ্গত, ত্রিপুরায় (Tripura) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির অনুমতি ঘিরে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক চাপানউতোর চলছে ৷ প্রথমবার অভিষেকের কর্মসূচির অনুমতি দেয়নি বিপ্লব দেবের সরকার ৷ দ্বিতীয়বার তা দেওয়া নিয়ে টালবাহানা করা হয় তাঁর সরকারের তরফে ৷

পালটা এই নিয়ে সেখানকার হাইকোর্টে মামলা করে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু সেই মামলার শুনানি চলাকালীন ত্রিপুরাজুড়ে চালু হয় 144 ধারা ৷ করোনা পরিস্থিতির কথা উল্লেখ করেই এই নির্দেশিকা দেয় ত্রিপুরা সরকার ৷ তার পর মামলাও ভেস্তে যায় স্বাভাবিকভাবে ৷

আরও পড়ুন : Bhabanipur By-Election : ভবানীপুরে বিজেপিকে প্রচারে বাধা, নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারাচ্ছেন শুভেন্দু

কিন্তু অভিষেকের অভিযোগ, তাঁকে আটকাতেই এই পদক্ষেপ করেছেন বিপ্লব দেব ৷ এদিন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি ৷ সেখান থেকেই তিনি এই অভিযোগ করেন ৷ পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, তাঁকে এবং তৃণমূল কংগ্রেসকে এভাবে আটকানো যাবে না ৷

তিনি বলেন, ‘‘আমি তো ত্রিপুরায় ঢুকব ৷ দেখব ক’দিন আটকে রাখবেন ৷ কথা দিচ্ছি, যে রাজ্যে পা রাখব, সেখানে বিজেপিকে হারাব ৷’’ ত্রিপুরার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের আরও একটি রাজ্য অসমের কথাও তুলে ধরেন ডায়মন্ডহারবারের সাংসদ ৷ অভিষেকের দাবি, ‘‘আমি বলেছিলাম খেলা নির্বাচনের পর শুরু হবে ৷ ত্রিপুরা, অসমে খেলা শুরু হয়ে গিয়েছে ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে, ভোটপ্রচারে বললেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.