ETV Bharat / city

Goa Visit of Abhishek Banerjee Suspended : ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরদিনই অভিষেকের গোয়া সফর বাতিল - TMC leader Abhishek Banerjee suspends his goa visit

গোয়া সফর বাতিল করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Goa Visit of Abhishek Banerjee Suspended ) ৷

Goa Visit of Abhishek Banerjee Suspends
ভোটের দিন ঘোষণার পরদিনই অভিষেকের গোয়া সফর বাতিল
author img

By

Published : Jan 9, 2022, 3:27 PM IST

Updated : Jan 9, 2022, 5:02 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : গোয়া সফর বাতিল করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Goa Visit of Abhishek Banerjee Suspended) ৷ শনিবারই অভিষেক বলেছিলেন, করোনা আবহে আগামী 2 মাস ভোট ও সমস্ত রাজনৈতিক জমায়েত, মেলা বন্ধ রাখা উচিত ৷ এদিন তাঁর গোয়া সফর বাতিলের পর তাঁর শনিবারের মন্তব্যের সঙ্গে যোগসূত্র খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল ৷ যদিও তাঁর গোয়া সফর বাতিলের নির্দিষ্ট কোনও কারণ তৃণমূলের তরফে জানানো হয়নি ৷ শনিবারই গোয়া বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ গোয়ার বিধানসভা নির্বাচনকে এবার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির ৷ ইতিমধ্যেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ কংগ্রেসের বহু নেতা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ গোয়ায় ভোটের দিন ঘোষণার পর সেখানে গিয়ে লড়াইয়ের ব্লু প্রিন্ট তৈরি করার কথা ছিল অভিষেকের ৷ কিন্তু প্রধান সেনাপতির এই আচমকা সফর বাতিলে আপাতত তৃণমূলের সেই পরিকল্পনা থমকে গেল ৷

প্রসঙ্গত, এবারের গোয়া বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস ৷ খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় পরিবর্তন ও নতুন সকাল আনার ডাক দিয়েছেন ৷ ইতিমধ্যেই 2 বার গোয়া সফরে গিয়েছেন মমতা ৷ একাধিকবার সেখানে গিয়েছেন অভিষেকও ৷ তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক, হেভিওয়েট নেতারা সেখানে ঘাঁটি গেড়ে বসে আছেন ৷ লক্ষ্য একটাই, বিজেপি'কে সরিয়ে গোয়ার ক্ষমতা দখল ৷ সেই লক্ষ্যে এই রাজ্যে নিজেদের সংঠন বাড়াতে শুরু করেছে ঘাসফুল শিবির ৷ প্রাক্তন কংগ্রেস নেতা তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে দলে টেনেছে তৃণমূল ৷ তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে ৷ গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে এসেছেন বিখ্যাত টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজও ৷

আরও পড়ুন : কোভিডে মানুষের পাশে দাঁড়াবে এবার বিজেপি'র 'বিবেক বাহিনী'

গোয়ায় তৃণমূলের সংগঠন বৃদ্ধির বিষয়টি নিজেই দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মনে করা হচ্ছিল গোয়া বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর গোয়া সফরে যাবেন তিনি ৷ কিন্তু এদিন তাঁর সেই সফর বাতিল হল ৷ মনে করা হচ্ছে করোনা সংক্রমণের কারণেই অভিষেকের এই সফর বাতিল হল ৷

কলকাতা, 9 জানুয়ারি : গোয়া সফর বাতিল করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Goa Visit of Abhishek Banerjee Suspended) ৷ শনিবারই অভিষেক বলেছিলেন, করোনা আবহে আগামী 2 মাস ভোট ও সমস্ত রাজনৈতিক জমায়েত, মেলা বন্ধ রাখা উচিত ৷ এদিন তাঁর গোয়া সফর বাতিলের পর তাঁর শনিবারের মন্তব্যের সঙ্গে যোগসূত্র খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল ৷ যদিও তাঁর গোয়া সফর বাতিলের নির্দিষ্ট কোনও কারণ তৃণমূলের তরফে জানানো হয়নি ৷ শনিবারই গোয়া বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ গোয়ার বিধানসভা নির্বাচনকে এবার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির ৷ ইতিমধ্যেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ কংগ্রেসের বহু নেতা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ গোয়ায় ভোটের দিন ঘোষণার পর সেখানে গিয়ে লড়াইয়ের ব্লু প্রিন্ট তৈরি করার কথা ছিল অভিষেকের ৷ কিন্তু প্রধান সেনাপতির এই আচমকা সফর বাতিলে আপাতত তৃণমূলের সেই পরিকল্পনা থমকে গেল ৷

প্রসঙ্গত, এবারের গোয়া বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস ৷ খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় পরিবর্তন ও নতুন সকাল আনার ডাক দিয়েছেন ৷ ইতিমধ্যেই 2 বার গোয়া সফরে গিয়েছেন মমতা ৷ একাধিকবার সেখানে গিয়েছেন অভিষেকও ৷ তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক, হেভিওয়েট নেতারা সেখানে ঘাঁটি গেড়ে বসে আছেন ৷ লক্ষ্য একটাই, বিজেপি'কে সরিয়ে গোয়ার ক্ষমতা দখল ৷ সেই লক্ষ্যে এই রাজ্যে নিজেদের সংঠন বাড়াতে শুরু করেছে ঘাসফুল শিবির ৷ প্রাক্তন কংগ্রেস নেতা তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে দলে টেনেছে তৃণমূল ৷ তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে ৷ গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে এসেছেন বিখ্যাত টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজও ৷

আরও পড়ুন : কোভিডে মানুষের পাশে দাঁড়াবে এবার বিজেপি'র 'বিবেক বাহিনী'

গোয়ায় তৃণমূলের সংগঠন বৃদ্ধির বিষয়টি নিজেই দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মনে করা হচ্ছিল গোয়া বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর গোয়া সফরে যাবেন তিনি ৷ কিন্তু এদিন তাঁর সেই সফর বাতিল হল ৷ মনে করা হচ্ছে করোনা সংক্রমণের কারণেই অভিষেকের এই সফর বাতিল হল ৷

Last Updated : Jan 9, 2022, 5:02 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.