ETV Bharat / city

TMC Agitation Against Kalyan : কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূলী আইনজীবীদের বিক্ষোভ - Latest News on TMC

সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ তাই নিয়ে তৃণমূলে হইচই শুরু হয়েছে ৷ সেই ইস্যুতেই মঙ্গলবার শাসকদলের আইনজীবীরা বিক্ষোভ দেখালেন কলকাতা হাইকোর্টে (TMC Lawyers Agitation at Calcutta HC) ৷

tmc lawyers agitation against kalyan banerjee at calcutta high court
TMC Agitation Against Kalyan : কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূলী আইনজীবীদের বিক্ষোভ
author img

By

Published : Jan 18, 2022, 2:43 PM IST

Updated : Jan 18, 2022, 3:59 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ক্ষোভের আঁচ এবার পৌঁছল কলকাতা হাইকোর্টেও ৷ মঙ্গলবার শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে হাইকোর্টের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা (tmc lawyers agitation against kalyan banerjee at calcutta high court) ৷ আদালতের সামনে এমন বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে যায় ৷

আরও পড়ুন : BJP on Kalyan Banerjee : কল্যাণের সমর্থনে তৃণমূলকে খোঁচা শ্রীরামপুর বিজেপি নেতৃত্বের

যদিও তৃণমূল কংগ্রেসের আইনজীবীদের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee) সিন্ডিকেট রাজের হোতা ৷ কলকাতা হাইকোর্টে থেকে সরকারের যত না উপকার করেছেন, তার থেকে বেশি স্বজনপোষণ এবং সিন্ডিকেট রাজ করেছেন ৷ তাই বিক্ষোভকারীরা স্লোগান তুলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিপাত যাক ৷

বিক্ষোভকারীদের তরফে আইনজীবী অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দীর্ঘদিনের বঞ্চনা লাঞ্ছনার প্রতিবাদে আজ আইনজীবীরা সরব হয়েছেন । কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে থেকে তৃণমূল দলের জন্য কি করেছেন ? তিনি শুধু নিজের ঘর গুছিয়েছেন। নিজের ছেলের যোগ্যতা না থাকা সত্ত্বেও সরকারি আনুকূল্যে কলকাতা হাইকোর্ট একটা চেম্বার পেয়েছেন । কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন । এমনকি কিছু বিচারপতির সঙ্গে খারাপ আচরণ করেছেন ৷ যার ফলে পার্টির ভাবমূর্তি নষ্ট হয়েছে ।’’

অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘‘তিনি (কল্য়াণ) এতদিন কলকাতা হাইকোর্টে থেকে হাইকোর্টের বার দখল করতে পারেননি । আমরা সংগঠিত হয়ে হাইকোর্টের বার দখল করতে পেরেছি এবছর। আমরা চাই না আমাদের ঐক্যে আঘাত লাগুক।’’

কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূলী আইনজীবীদের বিক্ষোভ

কিন্তু হঠাৎ এতদিন পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন কেন আইনজীবীরা ? অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘স্বাভাবিকভাবেই এতদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননি । কিন্তু এখন যখন তিনি সংগঠনের ঐক্য ভাঙার চেষ্টা করছেন, তখন ক্ষোভে ফেটে পড়েছে আইনজীবীরা ।"

উল্লেখ্য, কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তার পর তাঁর বিরুদ্ধে তৃণমূলের বিভিন্ন স্তরের কর্মীরা জেলা-সহ কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ।

আরও পড়ুন : Kalyan Banerjee Controversy : 'অ-কল্যাণের মুক্তি চাই, শ্রীরামপুরের নতুন সাংসদ চাই', রিষড়ায় পোস্টার কল্যাণের বিরুদ্ধে

কলকাতা, 18 জানুয়ারি : কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ক্ষোভের আঁচ এবার পৌঁছল কলকাতা হাইকোর্টেও ৷ মঙ্গলবার শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে হাইকোর্টের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা (tmc lawyers agitation against kalyan banerjee at calcutta high court) ৷ আদালতের সামনে এমন বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে যায় ৷

আরও পড়ুন : BJP on Kalyan Banerjee : কল্যাণের সমর্থনে তৃণমূলকে খোঁচা শ্রীরামপুর বিজেপি নেতৃত্বের

যদিও তৃণমূল কংগ্রেসের আইনজীবীদের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee) সিন্ডিকেট রাজের হোতা ৷ কলকাতা হাইকোর্টে থেকে সরকারের যত না উপকার করেছেন, তার থেকে বেশি স্বজনপোষণ এবং সিন্ডিকেট রাজ করেছেন ৷ তাই বিক্ষোভকারীরা স্লোগান তুলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিপাত যাক ৷

বিক্ষোভকারীদের তরফে আইনজীবী অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দীর্ঘদিনের বঞ্চনা লাঞ্ছনার প্রতিবাদে আজ আইনজীবীরা সরব হয়েছেন । কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে থেকে তৃণমূল দলের জন্য কি করেছেন ? তিনি শুধু নিজের ঘর গুছিয়েছেন। নিজের ছেলের যোগ্যতা না থাকা সত্ত্বেও সরকারি আনুকূল্যে কলকাতা হাইকোর্ট একটা চেম্বার পেয়েছেন । কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন । এমনকি কিছু বিচারপতির সঙ্গে খারাপ আচরণ করেছেন ৷ যার ফলে পার্টির ভাবমূর্তি নষ্ট হয়েছে ।’’

অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘‘তিনি (কল্য়াণ) এতদিন কলকাতা হাইকোর্টে থেকে হাইকোর্টের বার দখল করতে পারেননি । আমরা সংগঠিত হয়ে হাইকোর্টের বার দখল করতে পেরেছি এবছর। আমরা চাই না আমাদের ঐক্যে আঘাত লাগুক।’’

কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূলী আইনজীবীদের বিক্ষোভ

কিন্তু হঠাৎ এতদিন পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন কেন আইনজীবীরা ? অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘স্বাভাবিকভাবেই এতদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননি । কিন্তু এখন যখন তিনি সংগঠনের ঐক্য ভাঙার চেষ্টা করছেন, তখন ক্ষোভে ফেটে পড়েছে আইনজীবীরা ।"

উল্লেখ্য, কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তার পর তাঁর বিরুদ্ধে তৃণমূলের বিভিন্ন স্তরের কর্মীরা জেলা-সহ কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ।

আরও পড়ুন : Kalyan Banerjee Controversy : 'অ-কল্যাণের মুক্তি চাই, শ্রীরামপুরের নতুন সাংসদ চাই', রিষড়ায় পোস্টার কল্যাণের বিরুদ্ধে

Last Updated : Jan 18, 2022, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.