ETV Bharat / city

অগণতান্ত্রিকভাবে ভাটপাড়া দখলের চেষ্টা চলছে, অভিযোগ মুকুলের - kolkata highcourt

মুকুল বলেন, "শাসক দল পরোক্ষে দখল করার চেষ্টা করছে ভাটপাড়া পৌরসভা ৷ হাইকোর্টের নির্দেশের তোয়াক্কা না করেই এই আলোচনা চলছে । যা অগণতান্ত্রিক ৷ "

Mukul Roy
ফাইল ছবি
author img

By

Published : Jan 2, 2020, 6:10 PM IST

ভাটপাড়া, 2 জানুয়ারি : ভাটপাড়া পৌরসভায় আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আগামী 20 জানুয়ারি পর্যন্ত আলোচনা হবে বলে জানিয়েছিল হাইকোর্ট ৷ কিন্তু তার আগেই নিজেদের মধ্যে আলোচনা করে এই অনাস্থা প্রস্তাব পাশ করানোর চেষ্টা করছে রাজ্যের শাসক দল ৷ আজ এই অভিযোগ করছেন BJP নেতা মুকুল রায় ৷

মুকুল বলেন, "শাসক দল পরোক্ষে দখল করার চেষ্টা করছে ভাটপাড়া পৌরসভা ৷ হাইকোর্টের নির্দেশের তোয়াক্কা না করেই এই আলোচনা চলছে । যা অগণতান্ত্রিক ৷ "

ভাটাপাড়া প্রসঙ্গে বক্তব্য রাখছেন মুকুল রায়

ভাটপাড়া ইশুর পাশাপাশি রাজ্যে মহিলাদের উপর বাড়তে থাকা নির্যাতনের বিষয়েও মুখ খোলেন মুকুল ৷ ন্যাশানাল ক্রাইম রিপোর্ট অনুযায়ী, মহিলাদের উপর নির্যাতনের দিক থেকে দেশে দ্বিতীয় পশ্চিমবঙ্গ ৷ মুখ্যমন্ত্রী নিজে মহিলা হওয়া সত্ত্বেও কেন নারী সুরক্ষার এই বেহাল দশা তা নিয়েও প্রশ্ন তোলেন মুকুল ।

ভাটপাড়া, 2 জানুয়ারি : ভাটপাড়া পৌরসভায় আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আগামী 20 জানুয়ারি পর্যন্ত আলোচনা হবে বলে জানিয়েছিল হাইকোর্ট ৷ কিন্তু তার আগেই নিজেদের মধ্যে আলোচনা করে এই অনাস্থা প্রস্তাব পাশ করানোর চেষ্টা করছে রাজ্যের শাসক দল ৷ আজ এই অভিযোগ করছেন BJP নেতা মুকুল রায় ৷

মুকুল বলেন, "শাসক দল পরোক্ষে দখল করার চেষ্টা করছে ভাটপাড়া পৌরসভা ৷ হাইকোর্টের নির্দেশের তোয়াক্কা না করেই এই আলোচনা চলছে । যা অগণতান্ত্রিক ৷ "

ভাটাপাড়া প্রসঙ্গে বক্তব্য রাখছেন মুকুল রায়

ভাটপাড়া ইশুর পাশাপাশি রাজ্যে মহিলাদের উপর বাড়তে থাকা নির্যাতনের বিষয়েও মুখ খোলেন মুকুল ৷ ন্যাশানাল ক্রাইম রিপোর্ট অনুযায়ী, মহিলাদের উপর নির্যাতনের দিক থেকে দেশে দ্বিতীয় পশ্চিমবঙ্গ ৷ মুখ্যমন্ত্রী নিজে মহিলা হওয়া সত্ত্বেও কেন নারী সুরক্ষার এই বেহাল দশা তা নিয়েও প্রশ্ন তোলেন মুকুল ।

Intro:Mukul Roy


Body:Mukul Roy


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.