ETV Bharat / city

NHRC Case : হাইকোর্টের রায়ে উচ্ছ্বসিত বিজেপি, সাবধানী তৃণমূল - SIT

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এই রায়ে স্বাভাবিক ভাবেই খুশি বিজেপি শিবির ৷ শাসকদলের নেতারা রায়ের প্রতিক্রিয়া দিলেন খুব সাবধানে ৷ তবে মন্তব্য করব না বলেও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) অভিযোগ, এনএইচআরসি'র রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷

হাইকোর্টের রায়ে উচ্ছসিত বিজেপি
হাইকোর্টের রায়ে উচ্ছসিত বিজেপি
author img

By

Published : Aug 19, 2021, 3:23 PM IST

Updated : Aug 19, 2021, 3:33 PM IST

কলকাতা, 19 অগস্ট : জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission ) সুপারিশ মেনেই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বৃহস্পতিবার ভোট-পরিবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল । এই রায়ে উল্লসিত বিজেপি শিবির । অপরদিকে, কোর্টের এই রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে বেশ সাবধানী শোনাল তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে ।

বিজেপির মহিলা নেত্রী এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ইটিভি ভারতকে জানান, এই রায়ের ফলে পশ্চিমবঙ্গের মানুষের বিচার ব্যবস্থার উপর আবার ভরসা ফিরে আসবে । প্রিয়াঙ্কা বলেন, "সত্যমেব জয়তে । জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ মেনেই হাইকোর্ট আজ সিবিআই এবং সিট (SIT) দ্বারা তদন্তের নির্দেশ দিয়েছে । এই রায় থেকে পরিষ্কার যে রাজ্য সরকার এবং রাজ্যের শাসকদলের বিরুদ্ধ আমাদের তোলা সবক'টি অভিযোগ সত্যি । আমরা আসা রাখি যে পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে ভোট-পরিবর্তী হিংসার শিকার যাঁরা, তাঁরা সপরিবারে এবার সুবিচার পাবেন ৷"

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ইটিভি ভারতকে জানান, হাইকোর্টের এই রায় ঐতিহাসিক । তিনি বলেন, "এই রায় বিজেপি কর্মীদের জয় হল । জেলায় জেলায় হাজার হাজার বিজেপি কর্মী এখনও ঘরছাড়া । বাড়িঘর সব ভাঙচুর করা হয়েছে । তাই তাঁদের ক্ষতিপূরণের জন্য যে রায় হাইকোর্ট দিয়েছে, তাতে হাজার হাজার বিজেপি কর্মী লড়াই করার সাহস পেলেন ৷"

বিজেপি শিবিরের উচ্ছ্বাস তো স্পষ্ট ৷ তবে রায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কিন্তু খুব সাবধানী রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, কোর্টের রায় বা নির্দেশকে প্রকাশ্যে বিরোধিতা করা যায় না । "সরকার এবং দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানাবে । সম্ভাব্য আইনি দিকগুলি বিবেচিত হবে । আমরা মনে করি, এনএইচআরসি'র রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত । তবে হাইকোর্টের রায় নিয়ে এখনই কোনও মন্তব্য করছি না," বললেন কুণাল ৷

এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন ৷ সুজন বললেন, "কিন্তু একটা কথা । কোর্ট বলছেন সিটের তদন্ত সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে হবে । কিন্তু সিবিআইয়ের তদন্তের ব্যাপারে এরকম কোনও নির্দেশ দেয়নি কোর্ট । আমরা মনে করি, সিবিআই তদন্তও কোর্টের তত্ত্বাবধানে হওয়া উচিত, কারণ সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতাও আজকাল তলানিতে ৷"

আরও পড়ুন : Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, 19 অগস্ট : জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission ) সুপারিশ মেনেই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বৃহস্পতিবার ভোট-পরিবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল । এই রায়ে উল্লসিত বিজেপি শিবির । অপরদিকে, কোর্টের এই রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে বেশ সাবধানী শোনাল তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে ।

বিজেপির মহিলা নেত্রী এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ইটিভি ভারতকে জানান, এই রায়ের ফলে পশ্চিমবঙ্গের মানুষের বিচার ব্যবস্থার উপর আবার ভরসা ফিরে আসবে । প্রিয়াঙ্কা বলেন, "সত্যমেব জয়তে । জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ মেনেই হাইকোর্ট আজ সিবিআই এবং সিট (SIT) দ্বারা তদন্তের নির্দেশ দিয়েছে । এই রায় থেকে পরিষ্কার যে রাজ্য সরকার এবং রাজ্যের শাসকদলের বিরুদ্ধ আমাদের তোলা সবক'টি অভিযোগ সত্যি । আমরা আসা রাখি যে পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে ভোট-পরিবর্তী হিংসার শিকার যাঁরা, তাঁরা সপরিবারে এবার সুবিচার পাবেন ৷"

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ইটিভি ভারতকে জানান, হাইকোর্টের এই রায় ঐতিহাসিক । তিনি বলেন, "এই রায় বিজেপি কর্মীদের জয় হল । জেলায় জেলায় হাজার হাজার বিজেপি কর্মী এখনও ঘরছাড়া । বাড়িঘর সব ভাঙচুর করা হয়েছে । তাই তাঁদের ক্ষতিপূরণের জন্য যে রায় হাইকোর্ট দিয়েছে, তাতে হাজার হাজার বিজেপি কর্মী লড়াই করার সাহস পেলেন ৷"

বিজেপি শিবিরের উচ্ছ্বাস তো স্পষ্ট ৷ তবে রায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কিন্তু খুব সাবধানী রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, কোর্টের রায় বা নির্দেশকে প্রকাশ্যে বিরোধিতা করা যায় না । "সরকার এবং দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানাবে । সম্ভাব্য আইনি দিকগুলি বিবেচিত হবে । আমরা মনে করি, এনএইচআরসি'র রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত । তবে হাইকোর্টের রায় নিয়ে এখনই কোনও মন্তব্য করছি না," বললেন কুণাল ৷

এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন ৷ সুজন বললেন, "কিন্তু একটা কথা । কোর্ট বলছেন সিটের তদন্ত সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে হবে । কিন্তু সিবিআইয়ের তদন্তের ব্যাপারে এরকম কোনও নির্দেশ দেয়নি কোর্ট । আমরা মনে করি, সিবিআই তদন্তও কোর্টের তত্ত্বাবধানে হওয়া উচিত, কারণ সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতাও আজকাল তলানিতে ৷"

আরও পড়ুন : Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

Last Updated : Aug 19, 2021, 3:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.