ETV Bharat / city

Sukanta Majumdar : ছাপ্পাভোটের জন্য ভবানীপুরে বহিরাগত ঢোকাচ্ছে তৃণমূল, বিস্ফোরক সুকান্ত - ভবানীপুর উপ-নির্বাচন

ভবানীপুর উপ-নির্বাচনের আগের দিন বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ৷ তিনি বলেন, তাঁদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে যে, তৃণমূল বাইরে থেকে লোক এনেছে যাতে ছাপ্পা ভোট করানো যায় ৷

ছাপ্পাভোটের জন্য ভবানীপুরে বহিরাগত ঢোকাচ্ছে তৃণমূল, বিস্ফোরক সুকান্ত
ছাপ্পাভোটের জন্য ভবানীপুরে বহিরাগত ঢোকাচ্ছে তৃণমূল, বিস্ফোরক সুকান্ত
author img

By

Published : Sep 29, 2021, 10:18 PM IST

Updated : Sep 29, 2021, 10:51 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : "ভোটে ভবানীপুরে বহিরাগত ঢোকাচ্ছে তৃণমূল ৷ ছাপ্পাভোট দেওয়ার জন্য বহিরাগত ঢোকাচ্ছে শাসকদল ৷ শিক্ষিত ভোটারদের ভয় দেখানোর চেষ্টা চলছে ৷" বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ৷

এদিন সুকান্ত অভিযোগ করেন, "আগামিকাল ভবানীপুরের যে ভোট আছে সেখানে পার্শ্ববর্তী অঞ্চলগুলি থেকে প্রচুর বহিরাগত ঢোকাচ্ছে তৃণমূল ৷ এলাকায় যে সকল ছোট বড় হোটেল আছে সেগুলিতে তারা লোক জড়ো করছে ৷ তাঁদের উদ্দেশ্য ছিল, এই এলাকার উচ্চবিত্ত মানুষ, শিক্ষিত মানুষদের ভয় দেখানো ৷ সাধারণ বাঙালি মধ্যবিত্ত মানুষও সাতে-পাঁচে থাকতে চান না ৷ ঝামেলা বাধিয়ে এই মানুষগুলিকেই তারা ভয় পাওয়াতে চেয়েছিল ৷ কিন্তু এখন তারা আত্মবিশ্বাস হারিয়েছে ৷ যাতে ভোটের শতাংশ হার কমে না যায় তাই তারা ছাপ্পাভোটের জন্য বাইরে থেকে লোক এনেছে ৷"

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ আনলেন সুকান্ত

সুকান্তের আরও অভিযোগ, সাধারণ ভোটাররা যাতে ভোটকেন্দ্রে পৌঁছাতে না পারেন তার চেষ্টাও চালাচ্ছে তৃণমূল ৷ ভোটারদের বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে শাসকদল ৷ ওইসব ভোটদাতাদের ভোটগুলো তৃণমূলের বহিরাগত লোকেরা ছাপ্পা ভোট করাবে ৷ সুকান্তের দাবি, বিশ্বস্ত সূত্রে এই ব্যাপারটা তাঁরা জানতে পেরেছেন ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : বিজেপিকে হারাতে ব্যর্থ কংগ্রেস, অভিযোগ অভিষেকের

কলকাতা, 29 সেপ্টেম্বর : "ভোটে ভবানীপুরে বহিরাগত ঢোকাচ্ছে তৃণমূল ৷ ছাপ্পাভোট দেওয়ার জন্য বহিরাগত ঢোকাচ্ছে শাসকদল ৷ শিক্ষিত ভোটারদের ভয় দেখানোর চেষ্টা চলছে ৷" বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ৷

এদিন সুকান্ত অভিযোগ করেন, "আগামিকাল ভবানীপুরের যে ভোট আছে সেখানে পার্শ্ববর্তী অঞ্চলগুলি থেকে প্রচুর বহিরাগত ঢোকাচ্ছে তৃণমূল ৷ এলাকায় যে সকল ছোট বড় হোটেল আছে সেগুলিতে তারা লোক জড়ো করছে ৷ তাঁদের উদ্দেশ্য ছিল, এই এলাকার উচ্চবিত্ত মানুষ, শিক্ষিত মানুষদের ভয় দেখানো ৷ সাধারণ বাঙালি মধ্যবিত্ত মানুষও সাতে-পাঁচে থাকতে চান না ৷ ঝামেলা বাধিয়ে এই মানুষগুলিকেই তারা ভয় পাওয়াতে চেয়েছিল ৷ কিন্তু এখন তারা আত্মবিশ্বাস হারিয়েছে ৷ যাতে ভোটের শতাংশ হার কমে না যায় তাই তারা ছাপ্পাভোটের জন্য বাইরে থেকে লোক এনেছে ৷"

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ আনলেন সুকান্ত

সুকান্তের আরও অভিযোগ, সাধারণ ভোটাররা যাতে ভোটকেন্দ্রে পৌঁছাতে না পারেন তার চেষ্টাও চালাচ্ছে তৃণমূল ৷ ভোটারদের বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে শাসকদল ৷ ওইসব ভোটদাতাদের ভোটগুলো তৃণমূলের বহিরাগত লোকেরা ছাপ্পা ভোট করাবে ৷ সুকান্তের দাবি, বিশ্বস্ত সূত্রে এই ব্যাপারটা তাঁরা জানতে পেরেছেন ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : বিজেপিকে হারাতে ব্যর্থ কংগ্রেস, অভিযোগ অভিষেকের

Last Updated : Sep 29, 2021, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.