ETV Bharat / city

তৃণমূলই গন্ডগোলে প্ররোচনা দিচ্ছে : জয় বন্দ্যোপাধ্যায়

জয় বন্দ্যোপাধ্যায় বলেন, "এখানে তৃণমূলই এই গোলমাল পাকাচ্ছে । আমরা কোনও ছোটো আন্দোলন করলে কাঁদানে গ্যাস, জলকামান ছোড়া হয় । আর এখান সরকারি নীল-সাদা বাসও পুড়িয়ে দেওয়া হচ্ছে । ট্রেনের চালককে মারধর করা হচ্ছে । কিন্তু পুলিশ কিছু বলছে না । এর থেকেই বোঝাই যাচ্ছে তৃণমূল সরকার গন্ডগোলের প্ররোচনা দিচ্ছে ।" "

author img

By

Published : Dec 14, 2019, 11:57 PM IST

BJP-leader-joy-banerjee
তৃণমূলই গন্ডগোলে প্ররোচনা দিচ্ছেঃ জয় বন্দ্যোপাধ্যায়

বারাসত, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 পাশের পর রাজ্যজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে । সেই গন্ডগোল তৃণমূলের প্ররোচনাতেই হচ্ছে বলে অভিযোগ তুললেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় । শনিবার বারাসতে দলীয় কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয় বলেন, "তৃণমূল এই গন্ডগোলে প্ররোচনা দিচ্ছে । ফলে চারদিকে গন্ডগোল হচ্ছে ।"

নাগরিকত্ব (সংশোধনী) আইন পাশের পর শনিবার বারাসতে BJP-র পক্ষ থেকে একটি মিছিল করা হয় । জয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলটি হয় ৷ মিছিলে ছিলেন BJP-র বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়, সুপ্রিম কোর্টের আইনজীবী নাজিরা আলি সহ BJP সমর্থকরা ।

এদিন মিছিলে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, "নাগরিকত্ব (সংশোধনী) আইনে প্রতিবেশী দেশ থেকে আসা নির্যাতিত মানুষকে আশ্রয় দেওয়া হবে । আমরা তাদের সম্মানের সঙ্গে গ্রহণ করব । এই আইনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে কিছু বলা হয়নি । তা হলে এত গোলমাল হবে কেন? আসলে আমাদের যারা বিরোধিতা করেছে, তারাই এই গোলমাল পাকাচ্ছে ।"

এছাড়া তিনি রাজ্য পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন ৷ বলেন, "এখানে তৃণমূলই এই গোলমাল পাকাচ্ছে । আমরা কোনও ছোটো আন্দোলন করলে কাঁদানে গ্যাস, জলকামান ছোড়া হয় । আর এখান সরকারি নীল-সাদা বাসও পুড়িয়ে দেওয়া হচ্ছে । ট্রেনের চালককে মারধর করা হচ্ছে । কিন্তু পুলিশ কিছু বলছে না । এর থেকেই বোঝাই যাচ্ছে তৃণমূল সরকার গন্ডগোলের প্ররোচনা দিচ্ছে ।"

BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে যে বিশৃঙ্খলতা হচ্ছে সে প্রসঙ্গে বিরোধী দলগুলিকেই দায়ী করেছেন ৷ তিনি বলেন, "CPM এক সময় এই অনুপ্রবেশকারীদের ভোটে জিতত । সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেশ থেকে তাড়াতে চেয়েছিল ৷ তখন তিনি লোকসভায় স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেরেছিলেন । আর আজ তিনিই তাদের সাপোর্ট করছেন ।"

বারাসত, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 পাশের পর রাজ্যজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে । সেই গন্ডগোল তৃণমূলের প্ররোচনাতেই হচ্ছে বলে অভিযোগ তুললেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় । শনিবার বারাসতে দলীয় কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয় বলেন, "তৃণমূল এই গন্ডগোলে প্ররোচনা দিচ্ছে । ফলে চারদিকে গন্ডগোল হচ্ছে ।"

নাগরিকত্ব (সংশোধনী) আইন পাশের পর শনিবার বারাসতে BJP-র পক্ষ থেকে একটি মিছিল করা হয় । জয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলটি হয় ৷ মিছিলে ছিলেন BJP-র বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়, সুপ্রিম কোর্টের আইনজীবী নাজিরা আলি সহ BJP সমর্থকরা ।

এদিন মিছিলে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, "নাগরিকত্ব (সংশোধনী) আইনে প্রতিবেশী দেশ থেকে আসা নির্যাতিত মানুষকে আশ্রয় দেওয়া হবে । আমরা তাদের সম্মানের সঙ্গে গ্রহণ করব । এই আইনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে কিছু বলা হয়নি । তা হলে এত গোলমাল হবে কেন? আসলে আমাদের যারা বিরোধিতা করেছে, তারাই এই গোলমাল পাকাচ্ছে ।"

এছাড়া তিনি রাজ্য পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন ৷ বলেন, "এখানে তৃণমূলই এই গোলমাল পাকাচ্ছে । আমরা কোনও ছোটো আন্দোলন করলে কাঁদানে গ্যাস, জলকামান ছোড়া হয় । আর এখান সরকারি নীল-সাদা বাসও পুড়িয়ে দেওয়া হচ্ছে । ট্রেনের চালককে মারধর করা হচ্ছে । কিন্তু পুলিশ কিছু বলছে না । এর থেকেই বোঝাই যাচ্ছে তৃণমূল সরকার গন্ডগোলের প্ররোচনা দিচ্ছে ।"

BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে যে বিশৃঙ্খলতা হচ্ছে সে প্রসঙ্গে বিরোধী দলগুলিকেই দায়ী করেছেন ৷ তিনি বলেন, "CPM এক সময় এই অনুপ্রবেশকারীদের ভোটে জিতত । সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেশ থেকে তাড়াতে চেয়েছিল ৷ তখন তিনি লোকসভায় স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেরেছিলেন । আর আজ তিনিই তাদের সাপোর্ট করছেন ।"

Intro:তৃণমূলই গন্ডগোলে প্ররোচনা দিচ্ছেঃ জয় ব্যানার্জি

বারাসতঃ নাগরিকত্ব আইন পাশের পর রাজ্যজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। সেই গন্ডগোল তৃণমূলের প্ররোচনাতেই হচ্ছে বলে অভিযোগ তুললেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। শনিবার বারাসতে দলীয় কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয় বলেন, 'তৃণমূল এই গন্ডগোলে প্ররোচনা দিচ্ছে। তাই চারদিকে গন্ডগোল হচ্ছে।

নাগরিকত্ব আইন পাশের পর শনিবার বারাসতে বিজেপির পক্ষ থেকে একটি মিছিল করা হয়। সেই মিছিলে যোগ দেন জয়। তিনি বলেন, 'নাগরিকত্ব আইনে প্রতিবেশী দেশ থেকে আসা নির্যাতিত মানুষকে ঠিকানা দেবে। আমরা তাঁদের সম্মানের সঙ্গে গ্রহণ করব। এই আইনে কোথাও তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে কিছু বলা হয়নি। তাহলে এত গোলমাল হবে কেন? আসলে আমাদের যারা বিরোধিতা করেছে, তারাই এই গোলমাল পাকাচ্ছে।' তারা বলতে তিনি কাদের বোঝাতে চাইছেন সে প্রশ্নের জবাবে জয় সাফ বলেন, 'এখানে তৃণমূলই এই গোলমাল পাকাচ্ছে। আমরা কোনও ছোট আন্দোলন করলে কাঁদানে গ্যাস, জলকামান ছাড়া হয়। আর এখানে সরকারি নীল-সাদা বাসও পুড়িয়ে দেওয়া হচ্ছে। ট্রেনের চালককে মারধর করা হচ্ছে। কিন্তু পুলিশ কিছু বলছে না। এর থেকেই তো সব বোঝা যায় কারা প্ররোচনা দিচ্ছে। আসলে তৃণমূল সরকার পুলিশ-প্রশাসনকে এই গোলমাল নিয়ন্ত্রণে কড়া হতে বলছে না। তাই এত গোলমাল হচ্ছে।' জয় আরও বলেন, 'সিপিএম এক সময় এই অনুপ্রবেশকারীদের ভোটে জিতত। তাই তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেশ থেকে তাড়ানোক জন্য লোকসভায় স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেরেছিলেন। আর আজ তিনি তাদেরই সাপোর্ট করছেন।'Body:তৃণমূলই গন্ডগোলে প্ররোচনা দিচ্ছেঃ জয় ব্যানার্জি

বারাসতঃ নাগরিকত্ব আইন পাশের পর রাজ্যজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। সেই গন্ডগোল তৃণমূলের প্ররোচনাতেই হচ্ছে বলে অভিযোগ তুললেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। শনিবার বারাসতে দলীয় কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয় বলেন, 'তৃণমূল এই গন্ডগোলে প্ররোচনা দিচ্ছে। তাই চারদিকে গন্ডগোল হচ্ছে।

নাগরিকত্ব আইন পাশের পর শনিবার বারাসতে বিজেপির পক্ষ থেকে একটি মিছিল করা হয়। সেই মিছিলে যোগ দেন জয়। তিনি বলেন, 'নাগরিকত্ব আইনে প্রতিবেশী দেশ থেকে আসা নির্যাতিত মানুষকে ঠিকানা দেবে। আমরা তাঁদের সম্মানের সঙ্গে গ্রহণ করব। এই আইনে কোথাও তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে কিছু বলা হয়নি। তাহলে এত গোলমাল হবে কেন? আসলে আমাদের যারা বিরোধিতা করেছে, তারাই এই গোলমাল পাকাচ্ছে।' তারা বলতে তিনি কাদের বোঝাতে চাইছেন সে প্রশ্নের জবাবে জয় সাফ বলেন, 'এখানে তৃণমূলই এই গোলমাল পাকাচ্ছে। আমরা কোনও ছোট আন্দোলন করলে কাঁদানে গ্যাস, জলকামান ছাড়া হয়। আর এখানে সরকারি নীল-সাদা বাসও পুড়িয়ে দেওয়া হচ্ছে। ট্রেনের চালককে মারধর করা হচ্ছে। কিন্তু পুলিশ কিছু বলছে না। এর থেকেই তো সব বোঝা যায় কারা প্ররোচনা দিচ্ছে। আসলে তৃণমূল সরকার পুলিশ-প্রশাসনকে এই গোলমাল নিয়ন্ত্রণে কড়া হতে বলছে না। তাই এত গোলমাল হচ্ছে।' জয় আরও বলেন, 'সিপিএম এক সময় এই অনুপ্রবেশকারীদের ভোটে জিতত। তাই তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেশ থেকে তাড়ানোক জন্য লোকসভায় স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেরেছিলেন। আর আজ তিনি তাদেরই সাপোর্ট করছেন।'Conclusion:তৃণমূলই গন্ডগোলে প্ররোচনা দিচ্ছেঃ জয় ব্যানার্জি

বারাসতঃ নাগরিকত্ব আইন পাশের পর রাজ্যজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। সেই গন্ডগোল তৃণমূলের প্ররোচনাতেই হচ্ছে বলে অভিযোগ তুললেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। শনিবার বারাসতে দলীয় কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয় বলেন, 'তৃণমূল এই গন্ডগোলে প্ররোচনা দিচ্ছে। তাই চারদিকে গন্ডগোল হচ্ছে।

নাগরিকত্ব আইন পাশের পর শনিবার বারাসতে বিজেপির পক্ষ থেকে একটি মিছিল করা হয়। সেই মিছিলে যোগ দেন জয়। তিনি বলেন, 'নাগরিকত্ব আইনে প্রতিবেশী দেশ থেকে আসা নির্যাতিত মানুষকে ঠিকানা দেবে। আমরা তাঁদের সম্মানের সঙ্গে গ্রহণ করব। এই আইনে কোথাও তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে কিছু বলা হয়নি। তাহলে এত গোলমাল হবে কেন? আসলে আমাদের যারা বিরোধিতা করেছে, তারাই এই গোলমাল পাকাচ্ছে।' তারা বলতে তিনি কাদের বোঝাতে চাইছেন সে প্রশ্নের জবাবে জয় সাফ বলেন, 'এখানে তৃণমূলই এই গোলমাল পাকাচ্ছে। আমরা কোনও ছোট আন্দোলন করলে কাঁদানে গ্যাস, জলকামান ছাড়া হয়। আর এখানে সরকারি নীল-সাদা বাসও পুড়িয়ে দেওয়া হচ্ছে। ট্রেনের চালককে মারধর করা হচ্ছে। কিন্তু পুলিশ কিছু বলছে না। এর থেকেই তো সব বোঝা যায় কারা প্ররোচনা দিচ্ছে। আসলে তৃণমূল সরকার পুলিশ-প্রশাসনকে এই গোলমাল নিয়ন্ত্রণে কড়া হতে বলছে না। তাই এত গোলমাল হচ্ছে।' জয় আরও বলেন, 'সিপিএম এক সময় এই অনুপ্রবেশকারীদের ভোটে জিতত। তাই তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেশ থেকে তাড়ানোক জন্য লোকসভায় স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেরেছিলেন। আর আজ তিনি তাদেরই সাপোর্ট করছেন।'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.