কলকাতা, 25 অক্টোবর: মহারাষ্ট্র ও হরিয়ানায় BJP-র ফলাফলের পর তোলপাড় জাতীয় রাজনীতি ৷ কিন্তু মুখে যেন কুলুপ এঁটেছে তৃণমূল ৷ দিনভর মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভার নির্বাচনী ফলাফল নিয়ে যখন গোটা দেশে আলোচনা চলছে, তখন এ বিষয়ে মুখে কোনও 'রা' কাটল না তৃণমূল । দুই রাজ্যের নির্বাচনী ফলাফল সম্পর্কে মন্তব্য করা নিয়ে কেন বিরত থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের শীর্ষ নেতারা, তা নিয়ে উঠল প্রশ্ন । রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের পরামর্শ মেনেই দুই রাজ্যের ভোট ফলাফল নিয়ে মন্তব্য এড়িয়েছেন তৃণমূল নেত্রী ।
মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা ভোটে জয়ী হয়েছে BJP জোট । তবে নরেন্দ্র মোদি-অমিত শাহর কপালে ভাঁজ ফেলে তুলনামূলক ভালো ফল করেছে কংগ্রেসও । 2021 সালে এ রাজ্যে বিধানসভা নির্বাচন । 2020 সালে পৌরসভার নির্বাচন । পরপর দু'বছর রাজ্যে গুরুত্বপূর্ণ দুটি নির্বাচন । হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভা ভোটের সামান্যতম প্রভাব এ রাজ্যে পড়ুক তা চাইছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ।
ওয়াকিবহাল মহলের মত, নির্বাচনী ফলাফল নিয়ে BJP বা কংগ্রেসের পক্ষে অথবা বিপক্ষে কোনও মন্তব্য করলে রাজ্যের সাধারণ ভোটারদের কাছে কি বার্তা পৌঁছাবে তা নিয়ে সন্দিহান তৃণমূল শিবির । মন্তব্য করে কোনওপ্রকার ঝুঁকি নিতে চাইছে না তারা । বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজই ফিরবেন কলকাতায় ৷ উত্তরবঙ্গ থেকেও মহারাষ্ট্র এবং হরিয়ানার নির্বাচনী ফলাফল নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি । এমনকি দেননি ফেসবুক টুইটারে বার্তাও ।
একইরকমভাবে তৃণমূলের জাতীয় মুখপাত্ররাও খোলেননি মুখ । মন্তব্য এড়িয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও । রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোরের পরামর্শে সুকৌশলে তৃণমূল শিবির দুই রাজ্যের ভোট সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করবে না বলেই মুখে কুলুপ এঁটেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷