কলকাতা, 3 এপ্রিল : কলকাতা পৌরনিগমের 12 বছর পুরনো বিধবাভাতা দুর্নীতিকাণ্ডে সিটের জমা দেওয়া চার্জশিট তৃণমূল কাউন্সিলর সুমন সিংয়ের নাম ৷ রাজ্য সরকারের প্রকল্পগুলি মূলত সংশ্লিষ্ট পৌরনিগম, পৌরসভা এবং পঞ্চায়েতের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় ৷ সেক্ষেত্রে কলকাতা পৌরনিগমের মাধ্যমে বিধবাভাতার যে টাকা দেওয়া হয় ৷ সেই টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল 6নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিংয়ের বিরুদ্ধে ৷
মূলত, 1996 সাল থেকে কলকাতা পৌরনিগমের 6নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিং এবং তাঁর সহকারী ওই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ৷ বিষয়টি 2010 সালে সুনীল রাই নামে এক সমাজকর্মীর নজরে আসে ৷ তিনি তথ্যের অধিকার আইনে বিষয়টি জানতে চাইলে, দুর্নীতির অভিযোগ সামনে আসে ৷ দেখা যায় যে তালিকা অনুযায়ী বিধবাভাতার টাকা তোলা হয়, সেই তালিকায় প্রায় 89 জন মৃত ৷ পাশাপাশি, একাধিক নাম ভুয়ো ৷ তার পরেই সুনীল রাই আদালতের দ্বারস্থ হন ৷
আরও পড়ুন : Firhad on KMC Expenditure : আর্থিক সঙ্কটে ট্যাব কেনা নিয়ে বিতর্কে এবার জ্যোতি বসুর প্রসঙ্গ টানলেন মেয়র
আদালতের নির্দেশে লালবাজারের তরফে সিট গঠন করে তদন্ত শুরু হয় ৷ সেই তদন্ত কমিটি আদালতে যে চার্জশিট জমা করেছে, সেখানে সুমন সিং-সহ মোট 3 জনের নাম রয়েছে ৷ যাঁদের মধ্যে একজন মারা গিয়েছেন ৷ এই ঘটনায় মামলাকারী সুনীল রাই জানান, তিনি জনস্বার্থ মামলা করেছিলেন ৷ 12 বছর পর সেই মামলায় পুলিশ আদালতে চার্জশিট জমা করেছে ৷ তিনি আইনের উপর আস্থা রাখেন বলে জানিয়েছেন ৷
অন্যদিকে, এই ঘটনায় অভিযুক্ত সুমন সিং জানান, 35 বছর ধরে রাজনীতি করছেন ৷ 20 বছর ধরে তাঁর বিরুদ্ধে সুনীল রাই একের পর এক মামলা করছেন ৷ তবে, এই মামলায় চার্জশিট জমা পড়েছে কেবলমাত্র ৷ যা হবে দেখা যাবে বলে মন্তব্য করেন অভিযুক্ত সুমন সিং ৷