ETV Bharat / city

বারাসতে দেওয়া লিখন ঘিরে BJP-তৃণমূল সংঘর্ষ, আহত 1 - barasat

পৌরভোটের পূর্বে দেওয়াল লিখনকে নিয়ে সংঘর্ষ বাধে তৃণমূল-BJP-র মধ্যে । এক BJP কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি ।

tmc-bjp-clash
তৃণমূল-BJP-র মধ্যে দ্বন্দ্ব
author img

By

Published : Mar 15, 2020, 3:28 PM IST

বারাসত, 15 মার্চ: সামনেই পৌরভোট । তবে দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি । কিন্তু তার আগেই দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূল-BJP । সংঘর্ষের জেরে অমিত চৌধুরি নামে এক BJP কর্মী আহত হন । তাঁকে বারাসত জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

গতকাল বিকেলে বারাসতের যুবগোষ্ঠী এলাকায় দেওয়ালে চুনকাম করতে যান BJP কর্মীরা। সেই সময় তৃণমূলের তরফে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । এনিয়ে বচসা শুরু হয় দু-পক্ষের মধ্যে । অভিযোগ, এরপরেই বহিরাগতদের এনে BJP কর্মীদের উপর হামলা চালায় শাসকদল । ব্যাপক মারধর করা হয় তাঁদের । তাতে গুরুতর আহত হন BJP কর্মীরা । যদিও BJP-র বিরুদ্ধেই পালটা হামলার অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল ।

BJP-র বারাসত পূর্ব মণ্ডলের সভাপতি সজল দাস বলেন, "তৃণমূলের দখল করা দেওয়ালে আমাদের কর্মীরা চুনকাম করেছেন। শুধু এই সন্দেহে তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা । এলোপাথাড়ি মারধর করা হয়েছে BJP কর্মীদের । এভাবে BJP-কে দমানো যাবে না । আমাদের কর্মীরা সংঘবদ্ধ হয়েই শাসকদলের বিরুদ্ধে লড়াই করবে ।"

তাঁর অভিযোগ, ঘটনার পর বারাসত থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে । বলে, পুলিশ অফিসার না এলে অভিযোগ নেওয়া যাবে না ।

যদিও BJP-র বিরুদ্ধেই গন্ডগোল পাকানোর অভিযোগ এনেছেন স্থানীয় তৃণমূল নেতা প্রণব বোস । বলেন, "আমাদের দেওয়ালেই চুনকাম করতে আসেন BJP কর্মীরা । আমরা বারণ করেছি মাত্র । হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা । ঘটনাস্থানে পুলিশ এসেছিল, কিন্তু তখন ওরা কোনও অভিযোগ করেনি । আমাদের এলাকা খুবই শান্তিপ্রিয় । BJP পরিকল্পিতভাবে গন্ডগোল করার চেষ্টা করছে ।

BJP কর্মী অমিত চৌধুরি জানান, "গোপাল দে, রতন দেসহ তৃণমূলের 20-25 জন মিলে তাঁকে এলোপাথাড়ি কিল, চড় মারে । বুকে ও পিঠে আঘাত লেগেছে । চিকিৎসক এক্স-রে করার পরামর্শ দিয়েছেন ।"

বারাসত, 15 মার্চ: সামনেই পৌরভোট । তবে দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি । কিন্তু তার আগেই দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূল-BJP । সংঘর্ষের জেরে অমিত চৌধুরি নামে এক BJP কর্মী আহত হন । তাঁকে বারাসত জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

গতকাল বিকেলে বারাসতের যুবগোষ্ঠী এলাকায় দেওয়ালে চুনকাম করতে যান BJP কর্মীরা। সেই সময় তৃণমূলের তরফে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । এনিয়ে বচসা শুরু হয় দু-পক্ষের মধ্যে । অভিযোগ, এরপরেই বহিরাগতদের এনে BJP কর্মীদের উপর হামলা চালায় শাসকদল । ব্যাপক মারধর করা হয় তাঁদের । তাতে গুরুতর আহত হন BJP কর্মীরা । যদিও BJP-র বিরুদ্ধেই পালটা হামলার অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল ।

BJP-র বারাসত পূর্ব মণ্ডলের সভাপতি সজল দাস বলেন, "তৃণমূলের দখল করা দেওয়ালে আমাদের কর্মীরা চুনকাম করেছেন। শুধু এই সন্দেহে তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা । এলোপাথাড়ি মারধর করা হয়েছে BJP কর্মীদের । এভাবে BJP-কে দমানো যাবে না । আমাদের কর্মীরা সংঘবদ্ধ হয়েই শাসকদলের বিরুদ্ধে লড়াই করবে ।"

তাঁর অভিযোগ, ঘটনার পর বারাসত থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে । বলে, পুলিশ অফিসার না এলে অভিযোগ নেওয়া যাবে না ।

যদিও BJP-র বিরুদ্ধেই গন্ডগোল পাকানোর অভিযোগ এনেছেন স্থানীয় তৃণমূল নেতা প্রণব বোস । বলেন, "আমাদের দেওয়ালেই চুনকাম করতে আসেন BJP কর্মীরা । আমরা বারণ করেছি মাত্র । হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা । ঘটনাস্থানে পুলিশ এসেছিল, কিন্তু তখন ওরা কোনও অভিযোগ করেনি । আমাদের এলাকা খুবই শান্তিপ্রিয় । BJP পরিকল্পিতভাবে গন্ডগোল করার চেষ্টা করছে ।

BJP কর্মী অমিত চৌধুরি জানান, "গোপাল দে, রতন দেসহ তৃণমূলের 20-25 জন মিলে তাঁকে এলোপাথাড়ি কিল, চড় মারে । বুকে ও পিঠে আঘাত লেগেছে । চিকিৎসক এক্স-রে করার পরামর্শ দিয়েছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.