ETV Bharat / city

TMC Attacks Dhankhar : আপনি কে ? জাগোবাংলায় তৃণমূলের প্রশ্ন ধনকড়কে - মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলায় রাজ্যপাল জগদীপ ধনকড়ের সমালোচনা করে সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে (tmc attacks dhankhar through mouthpiece jagobangla) ৷ ওই প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, ‘‘আপনি কে ?’’

tmc attacks dhankhar through mouthpiece jagobangla
TMC Attacks Dhankhar : আপনি কে ? জাগোবাংলায় তৃণমূলের প্রশ্ন ধনকড়কে
author img

By

Published : Jan 28, 2022, 2:56 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে আক্রমণের ধার ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (tmc attacks dhankhar through mouthpiece jagobangla) ৷ শুক্রবার বাংলার শাসকদলের তরফে রাজ্যপালকে উদ্দেশ্য করে প্রশ্ন, ‘‘আপনি কে ?’’

এদিন তৃণমূলের মুখপত্র জাগোবাংলায় এই প্রশ্ন তোলা হয়েছে (TMC Mouthpiece Jagobangla) ৷ সেখানে প্রকাশিত সম্পাদকীয় প্রতিবেদনে রাজ্যপাল জগদীপ ধনকড় আরও নানা ভাবে কটাক্ষ করা হয়েছে ৷ রাজ্যপালের পদের সীমাবদ্ধতাও উল্লেখ করা হয়েছে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের দাবি, ‘‘এমন রাজ্যপাল ভূ-ভারতেও মিলবে না ৷’’ তার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘‘রাজ্যের বর্তমান রাজ্যপাল মনে করেন, তিনিই বোধহয় রাজ্যের শেষ কথা ৷’’ যদিও রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত নতুন নয় ৷ এর আগেও এই একাধিক রাজ্যপালের সঙ্গে এই ধরনের সংঘাত হয়েছে ৷ সেই বিষয়টি উল্লেখ করে ওই প্রতিবেদনে শাসকদল দাবি করেছে, ‘‘স্বাধীনতার পর বাংলায় অনেক রাজ্যপাল এসেছেন, বিতর্কে জড়িয়েছেন ৷ কিন্তু তাঁরা কখনওই সাংবিধানিক গন্ডি লঙ্ঘন করেননি ৷’’

একই সঙ্গে তৃণমূলের দাবি, রাজ্যপালের পদটি আলঙ্কারিক ৷ এই পদ আসনে রাজনীতিবিদদের রিটায়ারমেন্ট বেনিফিট ৷ সব ক্ষমতা থাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ৷ কারণ, মানুষের কাছে জবাবদিহি করতে হয় নির্বাচিত প্রতিনিধিদের ৷

এমনকি, বিজেপিকেও এই ইস্যুতে আক্রমণ করেছে তৃণমূল ৷ সরাসরি অমিত শাহের (Amit Shah) নাম করে কটাক্ষ করা হয়েছে ৷ অমিত শাহদের পরামর্শে রাজ্যপাল ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ৷

আরও পড়ুন : TMC on Dhankhar : ধনকড়ের পদ খারিজে সংসদে প্রস্তাব আনার ভাবনা তৃণমূলের

কলকাতা, 28 জানুয়ারি : রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে আক্রমণের ধার ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (tmc attacks dhankhar through mouthpiece jagobangla) ৷ শুক্রবার বাংলার শাসকদলের তরফে রাজ্যপালকে উদ্দেশ্য করে প্রশ্ন, ‘‘আপনি কে ?’’

এদিন তৃণমূলের মুখপত্র জাগোবাংলায় এই প্রশ্ন তোলা হয়েছে (TMC Mouthpiece Jagobangla) ৷ সেখানে প্রকাশিত সম্পাদকীয় প্রতিবেদনে রাজ্যপাল জগদীপ ধনকড় আরও নানা ভাবে কটাক্ষ করা হয়েছে ৷ রাজ্যপালের পদের সীমাবদ্ধতাও উল্লেখ করা হয়েছে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের দাবি, ‘‘এমন রাজ্যপাল ভূ-ভারতেও মিলবে না ৷’’ তার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘‘রাজ্যের বর্তমান রাজ্যপাল মনে করেন, তিনিই বোধহয় রাজ্যের শেষ কথা ৷’’ যদিও রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত নতুন নয় ৷ এর আগেও এই একাধিক রাজ্যপালের সঙ্গে এই ধরনের সংঘাত হয়েছে ৷ সেই বিষয়টি উল্লেখ করে ওই প্রতিবেদনে শাসকদল দাবি করেছে, ‘‘স্বাধীনতার পর বাংলায় অনেক রাজ্যপাল এসেছেন, বিতর্কে জড়িয়েছেন ৷ কিন্তু তাঁরা কখনওই সাংবিধানিক গন্ডি লঙ্ঘন করেননি ৷’’

একই সঙ্গে তৃণমূলের দাবি, রাজ্যপালের পদটি আলঙ্কারিক ৷ এই পদ আসনে রাজনীতিবিদদের রিটায়ারমেন্ট বেনিফিট ৷ সব ক্ষমতা থাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ৷ কারণ, মানুষের কাছে জবাবদিহি করতে হয় নির্বাচিত প্রতিনিধিদের ৷

এমনকি, বিজেপিকেও এই ইস্যুতে আক্রমণ করেছে তৃণমূল ৷ সরাসরি অমিত শাহের (Amit Shah) নাম করে কটাক্ষ করা হয়েছে ৷ অমিত শাহদের পরামর্শে রাজ্যপাল ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ৷

আরও পড়ুন : TMC on Dhankhar : ধনকড়ের পদ খারিজে সংসদে প্রস্তাব আনার ভাবনা তৃণমূলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.