কলকাতা, 29 সেপ্টেম্বর : আবারও কংগ্রেসের (Congress) বিজেপি (BJP) বিরোধিতার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল জানতে চায় যে এর আগে কংগ্রেসের বিরোধী-ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় কেন রাহুল গান্ধির (Rahul Gandhi) দল আক্রমণ করছে তাদের ? আগেরবারের মতো এবারও সবটাই করা হয়েছে তৃণমূলের মুখপত্র ‘জাগোবাংলা’র (Trinamool Congress Mouthpiece Jagobangla) মাধ্যমে ৷
বুধবার তৃণমূলের মুখপত্রের সম্পাদকীয়তে এই নিয়ে কংগ্রেসকে আক্রমণ করা হয়েছে ৷ যার শিরোনাম, ‘গোয়ার বার্তা’ ৷ আজ তৃণমূল কংগ্রেসে গোয়ার (Goa) একাধিক কংগ্রেস নেতা যোগ দিতে চলেছেন ৷ সেই প্রেক্ষাপটকে সামনে রেখেই কংগ্রেসের বিজেপি বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল ৷
আরও পড়ুন : Bhabanipur Bye-Election : দুর্যোগের দিনে ভবানীপুরে নির্বিঘ্নে ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন
এদিনের দলবদলে অন্যতম বড় চমক প্রাক্তন কংগ্রেস নেতা এবং গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো (Luizinho Faleiro) ৷ মূলত তাঁর বক্তব্যকেই এদিন কংগ্রেসকে বিঁধতে হাতিয়ার করা হয়েছে বঙ্গের শাসক দলের তরফে ৷ লেখা হয়েছে, ‘‘রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিধায়ক লুইজিনহো লুইজিনহো ফ্যালেইরো ইস্তফা দিয়েছেন । কংগ্রেস ছাড়ছেন । তৃণমূল কংগ্রেসকে বৃহত্তর কংগ্রেস পরিবার বলছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন । আগামী কয়েকদিনে আরও কিছু ঘটবে ।’’
কিন্তু কেন কংগ্রেস বারবার ভাঙছে ? রাহুল-প্রিয়াঙ্কারা আত্মসমীক্ষা না করে তৃণমূলকে আক্রমণ করছে, সেই প্রশ্নই তোলা হয়েছে ‘জাগোবাংলা’র সম্পাদকীয়তে ৷ তৃণমূলের বক্তব্য, ‘‘কংগ্রেস নেতৃত্ব এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শুরু করেছে । আমাদের প্রশ্ন, কংগ্রেস, এতদিন তোমরা কোথায় ছিলে ? কেন বিজেপিকে এতদিন নিশ্চিন্তে থাকতে দিয়েছ ? তোমরা চিরদিন লড়বে বলে জায়গা আটকে রাখবে আর তারপর ডুবিয়ে দিয়ে বিজেপি-কে সুবিধা করে দেবে । এটা আর হবে না ।’’
আরও পড়ুন : Bhabanipur Bye-Election : পাখির চোখ ভবানীপুর, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলল নির্বাচন কমিশন
দেশে বিজেপি-র বাড়বাড়ন্তের জন্য তৃণমূলের তরফে দায়ী করা হয়েছে কংগ্রেসকেই । এআইসিসির নেতৃত্বের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে আরও লেখা হয়েছে, ‘‘তৃণমূলকে কেন আক্রমণ ? গোটা দেশে তোমাদের ব্যর্থতার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী ? রাজ্যে রাজ্য তোমরা ব্যর্থ । তৃণমূল দায়ী ? তৃণমূল বিজেপি বিরোধিতার জন্য শক্তিশালী মঞ্চ চাই । এই মুহূর্তে সেই কাজ চলছে ৷ সেই কাজ চলবে ।’’
উল্লেখ্য, এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে নিজেদের পায়ের তলার জমি শক্ত করছে তৃণমূল কংগ্রেস । 2024 সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বড়সড় পা ফেলতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল । সেই লক্ষ্যে কখনও গোয়া, কখনও ত্রিপুরা অথবা অন্য রাজ্যে তৃণমূলের লক্ষ্য প্রভাবশালী মুখগুলো এক জায়গায় করা ।
আরও পড়ুন : Ashok K. Lahiri : বসন্তের ঝরা মুকুল নই, ঘাসফুলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন বালুরঘাটের বিজেপি বিধায়ক
বুধবার হয়ত সেই পদক্ষেপের অংশ হিসেবেই গোয়ায় জমি শক্ত করার কাজ শুরু হল । গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা লুইজিনহো ফ্যালেইরো এদিনই যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে । ফ্যালিরো গোয়ার দু’বারের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ সোমবার বিধায়ক হিসেবে পদত্যাগ করেছেন । তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে গোয়া বিধানসভার স্পিকারের কাছে ৷
তবে তিনি একা নন, তাঁর সঙ্গে যোগ দেবেন আরও তিনজন । তাঁরা হলেন, পন্ডার প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার, সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত এন শিবদাস এবং পরিবেশবিদ রাজেন্দ্র শিবাজি কাকোদকর ।
আরও পড়ুন : Luizinho Faleiro : আজ তৃণমূলে যোগদান গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এই নিয়ে বলেন, ‘‘এ কথা অস্বীকার করার জায়গা নেই সাংগঠনিকভাবে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে । যেহেতু সর্বভারতীয় দল, তাই বহু ক্ষেত্রেই হাই কমান্ডের নির্দেশ মেনে চলতে হয় । কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে একদিকে জোটের কথা বলছে, অন্যদিকে সেই জোটকেই দুর্বল করার চেষ্টা করছে, তা নিন্দনীয় ।’’
একই সঙ্গে দলবদল প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, ‘‘বর্তমানে রাজনীতিতে নীতি-নৈতিকতা ক্রমেই কমতে শুরু করেছে । তাই কী আমাদের রাজ্যে, কী অন্য রাজ্যে, নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে নেতারা একদল থেকে অন্য দলে চলে যাচ্ছেন । এর জন্য দোষ কোনও রাজনৈতিক দলের নয় । বরং দোষ সেইসব নীতিহীন রাজনৈতিক নেতাদের, যাঁরা নিজের আদর্শকে জলাঞ্জলি দিচ্ছেন ।’’
আরও পড়ুন : Mamata Banerjee : যেতে না পারলেও রোমের বিশ্বশান্তি বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা