কলকাতা, 19 এপ্রিল : সময় ভালো যাচ্ছে না প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা তথা তৃণমূল সাংসদ সৌগত রায়ের (TMC MP Saugata Roy) । কয়েকদিন আগেই পৌর নির্বাচনের সময় দলের বিধায়ক মদন মিত্রের তোপের মুখে পড়তে হয়েছিল তাঁকে । তবে সে সময় দল তাঁর পাশেই দাঁড়িয়েছিল । আলটপকা মন্তব্যের জন্য দল সাবধান করেছিল মদন মিত্রকে ।
এবার সেই একই কারণে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে দমদমের সাংসদকে ডেকে পাঠালো তৃণমূল (TMC ask Saugata Roy to present before Disciplinary Committee) । আগামী সাত দিনের মধ্যে তাঁকে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজিরা দিতে হবে । যতটুকু জানা যাচ্ছে, বারবার দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেছেন এই বর্ষীয়ান সাংসদ । আর তাতেই সৌগত রায়ের উপর ক্ষুব্ধ দল । বর্ষীয়ান সাংসদকে সতর্ক করেও লাভ হয়নি । এমনই মত দলের শৃঙ্খলারক্ষা কমিটির । তাই সৌগত রায়ের সঙ্গে এবার সামনাসামনি কথা বলতে চায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি ।
প্রসঙ্গত, দিন কয়েক আগে দক্ষিণেশ্বর থানার উদ্বোধনে গিয়ে রাজ্যে মহিলা 'নির্যাতন' নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় সৌগত রায়কে । তিনি বলেন, ‘‘যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে নারী নির্যাতনের ঘটনা লজ্জার । তাঁর নেতৃত্বে একটা ঘটনাও যদি ঘটে, তবে সেটা আমাদের সকলের পক্ষে খুব লজ্জার হবে । পুলিশকে বলব নজর দিতে । এখানে একদম জিরো টলারেন্স করতে হবে । কখনও কোনও ঘটনা ঘটলে, কঠোরতম ব্যবস্থা নিতে হবে ।’’
এর পরেই দলের তরফ থেকে মৌখিকভাবে সাবধান করা হয়েছিল সৌগত রায়কে । এরপর সোমবার লেকগার্ডেনসে একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে বখরা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাতেও আবার আলটপকা মন্তব্য করতে শোনা যায় বর্ষীয়ান সাংসদকে । সিন্ডিকেট বিবাদে লেক গার্ডেন্সের এই ঘটনাকে নকশাল আমলের সঙ্গে তুলনা করে তাঁকে তীব্র তোপ দাগতে দেখা যায় ।
এই সব নিয়েই ক্ষুব্ধ তৃণমূল । এরপরই তৃণমূলের তরফ থেকে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । তবে যতদূর খবর এখনই তাঁর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নাও নেওয়া হতে পারে । যতদূর জানা যাচ্ছে দলের তরফে তাঁকে ডেকে সাবধান করা হতে পারে । তৃণমূলের তরফে এমন খবরও পাওয়া যাচ্ছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হওয়ার পরই আলাদা করে সৌগত রায় এবং কুণাল ঘোষের সঙ্গে বসতে চান । সৌগত রায় তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা, দলের কাজকর্মে তার যথেষ্ট ভূমিকা রয়েছে । একই ভাবে কুনাল ঘোষ দীর্ঘদিনের সঙ্গী তাঁর । তাই তিনি চান কঠোর ব্যবস্থা গ্রহণ নয় বরং কথা বলে এই সমস্যার সমাধান করতে ।
আরও পড়ুন : Syndicate Clash at Kolkata : কলকাতায় সৌগত রায়ের বাড়ির সামনে সিন্ডিকেট দৌরাত্ম্যে গ্রেফতার 6