ETV Bharat / city

Fihad Hakim is Kolkata Mayor : কলকাতায় ফিরহাদেই আস্থা মমতার - TMC announce firhad hakim as the mayor of kolkata municipal corporation

কলকাতা পৌরনিগমে এবার 134টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস ৷ বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন ৷ সেখানেই ফিরহাদ হাকিমকে পরবর্তী মেয়র হিসেবে বেছে নেওয়া হয় (mamata banerjee announces firhad hakim as mayor of kolkata municipal corporation) ৷

Fihad Hakim
ফিরহাদেই ভরসা রাখল তৃণমূল
author img

By

Published : Dec 23, 2021, 5:27 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর : ফিরহাদ হাকিমকেই আবার কলকাতা পৌরনিগমের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিল তৃণমূল কংগ্রেস ৷ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে তৃণমূলের কাউন্সিলরদের একটি বৈঠক হয় ৷ সেখানেই এই সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস ৷ গল্পটা শুরু হয়েছিল 26 নভেম্বর । 23 ডিসেম্বর এসে তা পূর্ণতা পেল ।

পৌরসভা নির্বাচনের আগে জল্পনা ছড়িয়েছিল, এবার প্রার্থী করা হচ্ছে না ফিরহাদকে ৷ তাঁর বদলে 82 নম্বর ওয়ার্ডে টিকিট দেওয়া হবে তাঁর মেয়েকে ৷ শেষপর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায়, ফিরহাদেই ভরসা রেখেছে তৃণমূল ৷ ভরসার মর্যাদা রেখেছেন ফিরহাদও ৷ প্রায় 15 হাজারের কাছাকাছি ভোটের মার্জিনে জিতেছেন তিনি ৷

অন্যদিকে 134 আসনে তৃণমূলকে জিতিয়ে কলকাতার সাধারণ মানুষ কার্যত বার্তা দেন কলকাতায় সংখ্যালঘু বা সংখ্যাগুরু কোনও বিষয় নয় ৷ মেয়র ফিরহাদ হাকিমের কাজেও খুশি ছিলেন সাধারণ মানুষরা । ফলে ফিরহাদের আবার মেয়র পদে বসা ছিল শুধুই সময়ের অপেক্ষা । বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস হলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন কলকাতা পুরসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ফিরহাদ ৷ অর্থাত্‍, আগামী পাঁচবছরের জন্য কলকাতার পরবর্তী মেয়র তিনিই ।

দ্বিতীয়বার কলকাতার মহানাগরিকের চেয়ারে বসে ফিরহাদ হাকিম বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই কাজ করব । তাঁর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব । তিনি যা বলবেন সেই কাজ আমি করে যাব । আমরা নির্বাচনের আগে যে ম্যানিফেস্টো প্রকাশ করেছিলাম তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব । যারা মেয়র পারিষদ হয়েছেন সবাই আমার দলের লোক, সতীর্থ । সবাইকে নিয়েই কাজ করব, সবাই আমার সহকর্মী ।’’

আরও পড়ুন : Fihad Hakim is KMC Mayor : অতীনকে ডেপুটি নিয়ে ফের মেয়র ফিরহাদ, চেয়ারপার্সন থাকলেন মালা

কলকাতা, 23 ডিসেম্বর : ফিরহাদ হাকিমকেই আবার কলকাতা পৌরনিগমের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিল তৃণমূল কংগ্রেস ৷ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে তৃণমূলের কাউন্সিলরদের একটি বৈঠক হয় ৷ সেখানেই এই সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস ৷ গল্পটা শুরু হয়েছিল 26 নভেম্বর । 23 ডিসেম্বর এসে তা পূর্ণতা পেল ।

পৌরসভা নির্বাচনের আগে জল্পনা ছড়িয়েছিল, এবার প্রার্থী করা হচ্ছে না ফিরহাদকে ৷ তাঁর বদলে 82 নম্বর ওয়ার্ডে টিকিট দেওয়া হবে তাঁর মেয়েকে ৷ শেষপর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায়, ফিরহাদেই ভরসা রেখেছে তৃণমূল ৷ ভরসার মর্যাদা রেখেছেন ফিরহাদও ৷ প্রায় 15 হাজারের কাছাকাছি ভোটের মার্জিনে জিতেছেন তিনি ৷

অন্যদিকে 134 আসনে তৃণমূলকে জিতিয়ে কলকাতার সাধারণ মানুষ কার্যত বার্তা দেন কলকাতায় সংখ্যালঘু বা সংখ্যাগুরু কোনও বিষয় নয় ৷ মেয়র ফিরহাদ হাকিমের কাজেও খুশি ছিলেন সাধারণ মানুষরা । ফলে ফিরহাদের আবার মেয়র পদে বসা ছিল শুধুই সময়ের অপেক্ষা । বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস হলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন কলকাতা পুরসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ফিরহাদ ৷ অর্থাত্‍, আগামী পাঁচবছরের জন্য কলকাতার পরবর্তী মেয়র তিনিই ।

দ্বিতীয়বার কলকাতার মহানাগরিকের চেয়ারে বসে ফিরহাদ হাকিম বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই কাজ করব । তাঁর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব । তিনি যা বলবেন সেই কাজ আমি করে যাব । আমরা নির্বাচনের আগে যে ম্যানিফেস্টো প্রকাশ করেছিলাম তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব । যারা মেয়র পারিষদ হয়েছেন সবাই আমার দলের লোক, সতীর্থ । সবাইকে নিয়েই কাজ করব, সবাই আমার সহকর্মী ।’’

আরও পড়ুন : Fihad Hakim is KMC Mayor : অতীনকে ডেপুটি নিয়ে ফের মেয়র ফিরহাদ, চেয়ারপার্সন থাকলেন মালা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.