ETV Bharat / city

আজ থেকেই শহরে নাকা চেকিং, বড়দিনের জন্য মোতায়েন 5 হাজার পুলিশকর্মী - পার্ক স্ট্রিট

আগামীকাল 25 ডিসেম্বর ৷ শহরে যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে 5 হাজার পুলিশকর্মী ৷ রাত 12 টা থেকে ভোর 3 টে পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় চলবে ব্লক রেইড, যাতে মত্তরা কোনওভাবেই বিশৃঙ্খলা তৈরি না করতে পারে ।

tightened security in Kolkata for Christmas
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 24, 2019, 9:42 AM IST

Updated : Dec 24, 2019, 10:20 AM IST

কলকাতা, 24 ডিসেম্বর : রাতভর মত্তদের বাইক নিয়ে দাপাদাপি চায় না কলকাতা পুলিশ । আর তাই আজ রাত থেকেই কলকাতার প্রায় 80টি জায়গায় শুরু হচ্ছে নাকা চেকিং । চলবে কয়েকদিন । পাশাপাশি বড়দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কয়েকটি পরিকল্পনা ৷

লালবাজার সূত্রের খবর, 25 ডিসেম্বর বিকেল 4 টে থেকে রাত 12 টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী বন্ধ থাকবে পার্ক স্ট্রিট । ওই সময় বন্ধ থাকবে যান চলাচল । ওই এলাকায় গাড়ি পশ্চিম দিক দিয়ে ঢুকে ক্যামাক স্ট্রিট দিয়ে ফিরবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ । আজ পার্ক স্ট্রিটে নিরাপত্তা জোরদার থাকবে । 25 ডিসেম্বর পার্ক স্ট্রিটে থাকবেন DC রিজার্ভ ফোর্স এবং DC ওয়ারলেস । তারা পুরো নিরাপত্তা ব্যবস্থার নজরদারি করবেন । তাদের সঙ্গে থাকবে চার জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । মোট পাঁচ জন ডেপুটি কমিশনার পার্ক স্ট্রিটের দায়িত্বে থাকবেন । গোটা বাহিনী থাকবে ডেপুটি কমিশনার সাউথের অধীনে । গোটা পার্ক স্ট্রীটকে 4 টি সেক্টরে ভাগ করা হবে । প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার । পার্ক হোটেলের কাছে এবং থানার কাছে থাকবে দু'টি কুইক রেসপন্স টিমের ভ্যান । মোট 11 টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে নিরাপত্তার জন্য । কুড়িটি অতিরিক্ত CCTV ব্যবহার করা হবে নিরাপত্তার জন্য । এছাড়াও সেন্ট পলস ক্যাথিড্রালে থাকবে বিশেষ পুলিশি ব্যবস্থা । বড়দিনের বিকেলে সেখানে মুখ্যমন্ত্রীর যাওয়ার সম্ভাবনা রয়েছে ।

শহরের নিরাপত্তার জন্য থাকছে 100 পিকেট । থাকবে 3টি অতিরিক্ত HRFS । রিভার ট্রাফিক পুলিশ সতর্ক থাকবেন গঙ্গার ঘাটগুলিতে । ডিজ়াস্টার ম্যানেজমেন্ট টিম কাজ করবে গঙ্গায় । শহরে তৎপর থাকবে ন'টি অ্যাম্বুলেন্স । রাত 12টা থেকে ভোর 3টে পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় চলবে ব্লক রেইড, যাতে কেউ কোনওভাবেই বিশৃঙ্খলা তৈরি না করতে পারে ।

কলকাতা, 24 ডিসেম্বর : রাতভর মত্তদের বাইক নিয়ে দাপাদাপি চায় না কলকাতা পুলিশ । আর তাই আজ রাত থেকেই কলকাতার প্রায় 80টি জায়গায় শুরু হচ্ছে নাকা চেকিং । চলবে কয়েকদিন । পাশাপাশি বড়দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কয়েকটি পরিকল্পনা ৷

লালবাজার সূত্রের খবর, 25 ডিসেম্বর বিকেল 4 টে থেকে রাত 12 টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী বন্ধ থাকবে পার্ক স্ট্রিট । ওই সময় বন্ধ থাকবে যান চলাচল । ওই এলাকায় গাড়ি পশ্চিম দিক দিয়ে ঢুকে ক্যামাক স্ট্রিট দিয়ে ফিরবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ । আজ পার্ক স্ট্রিটে নিরাপত্তা জোরদার থাকবে । 25 ডিসেম্বর পার্ক স্ট্রিটে থাকবেন DC রিজার্ভ ফোর্স এবং DC ওয়ারলেস । তারা পুরো নিরাপত্তা ব্যবস্থার নজরদারি করবেন । তাদের সঙ্গে থাকবে চার জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । মোট পাঁচ জন ডেপুটি কমিশনার পার্ক স্ট্রিটের দায়িত্বে থাকবেন । গোটা বাহিনী থাকবে ডেপুটি কমিশনার সাউথের অধীনে । গোটা পার্ক স্ট্রীটকে 4 টি সেক্টরে ভাগ করা হবে । প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার । পার্ক হোটেলের কাছে এবং থানার কাছে থাকবে দু'টি কুইক রেসপন্স টিমের ভ্যান । মোট 11 টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে নিরাপত্তার জন্য । কুড়িটি অতিরিক্ত CCTV ব্যবহার করা হবে নিরাপত্তার জন্য । এছাড়াও সেন্ট পলস ক্যাথিড্রালে থাকবে বিশেষ পুলিশি ব্যবস্থা । বড়দিনের বিকেলে সেখানে মুখ্যমন্ত্রীর যাওয়ার সম্ভাবনা রয়েছে ।

শহরের নিরাপত্তার জন্য থাকছে 100 পিকেট । থাকবে 3টি অতিরিক্ত HRFS । রিভার ট্রাফিক পুলিশ সতর্ক থাকবেন গঙ্গার ঘাটগুলিতে । ডিজ়াস্টার ম্যানেজমেন্ট টিম কাজ করবে গঙ্গায় । শহরে তৎপর থাকবে ন'টি অ্যাম্বুলেন্স । রাত 12টা থেকে ভোর 3টে পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় চলবে ব্লক রেইড, যাতে কেউ কোনওভাবেই বিশৃঙ্খলা তৈরি না করতে পারে ।

Intro:কলকাতা, 24 ডিসেম্বর: রাতভর মদ‍্যপদের বাইক নিয়ে দাপাদাপি চায় না কলকাতা পুলিশ। আর তাই আজ রাত থেকেই কলকাতার প্রায় 80 জায়গায় শুরু হচ্ছে নাকা চেকিং। যা চলবে কয়েকদিন। পাশাপাশি বড়দিন নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছে বেশকিছু পরিকল্পনা।



Body:লালবাজার সূত্রের খবর, বড়দিনের সন্ধ্যায় অর্থাৎ 25 ডিসেম্বর বিকেল চারটে থেকে রাত বারোটা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী বন্ধ থাকবে পার্কস্ট্রিট। ওই সময় বন্ধ থাকবে যান চলাচল। ওই এলাকায় গাড়ি পশ্চিম দিক দিয়ে ঢুকে ক্যামাক স্ট্রীট দিয়ে ফিরবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। আজ পার্কস্ট্রিটে মোটের উপর সিকিউরিটি জোরদার থাকবে। 25 ডিসেম্বর পার্কস্ট্রিটে থাকবেন ডিসি রিজার্ভ ফোর্স এবং ডিসি ওয়ারলেস। তারা পুরো নিরাপত্তাব্যবস্থার নজরদারি করবেন। তাদের সঙ্গে থাকবে চারজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। মোট পাঁচজন ডেপুটি কমিশনার পার্ক স্ট্রিটের দায়িত্বে থাকবেন। গোটা বাহিনী থাকবে ডেপুটি কমিশনার সাউথের অধীনে। গটা পার্ক স্ট্রীটকে 4 টি সেক্টরে ভাগ করা হবে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে এসিস্ট্যান্ট কমিশনার। পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের কাছাকাছি এবং থানার কাছাকাছি থাকবে দুটি কুইক রেসপন্স টিমের ভ্যান। মোট 11 টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে নিরাপত্তার জন্য। কুড়িটি অতিরিক্ত সিসিটিভি ব্যবহার করা হবে নিরাপত্তার জন্য। থাকবে দূরবীক্ষণ যন্ত্রের পাহারা। এছাড়াও সেন্ট পলস ক্যাথিড্রালে থাকবে বিশেষ পুলিশি ব্যবস্থা। বড়দিনের বিকেলে সেখানে মুখ্যমন্ত্রীর যাওয়ার সম্ভাবনা।



Conclusion:বড়দিনের শহরের নিরাপত্তার জন্য থাকছে 100 পিকেট। থাকবে 3টি অতিরিক্ত এইচ আর এফ এস। রিভার ট্রাফিক পুলিশ সতর্ক থাকবেন গঙ্গাঘাট গুলিতে। ছোটা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কাজ করবে গঙ্গায়। শহরে তৎপর থাকবে নটি এম্বুলেন্স। রাত 12 টা থেকে ভোর তিনটে পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় চলবে ব্লক রেইড। যাতে মদ‍্যপরা কোনভাবেই বিশৃঙ্খলা তৈরি না করতে পারে।
Last Updated : Dec 24, 2019, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.