কলকাতা, 30 সেপ্টেম্বর : আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় । সেই উপলক্ষ্যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রীতিমতো বজ্র আঁটুনি । এই রায়ের কথা মাথায় রেখে কলকাতা পুলিশ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে তিলোত্তমাকে । কলকাতা পুলিশের তরফে ডিভিশন অনুযায়ী নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে । লালবাজার সূত্রে খবর, সমস্ত ডিভিশনের ডেপুটি কমিশনারকে অতিরিক্ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে । বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে । সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ।
1992 সালের 6 ডিসেম্বর । গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বাবরি মসজিদ । আজ 28 বছর পর লখনউয়ের বিশেষ CBI আদালতের বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় । এই রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ । গত বছর 9 নভেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে । সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি খারিজ করে সেখানে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেওয়া হয় । তার পরেই অগাস্টে রাম মন্দিরের ভূমি পুজোও সম্পন্ন হয় । জমি সংক্রান্ত মামলার রায় কিংবা রাম মন্দিরের জন্য ভূমি পুজো, প্রতি ক্ষেত্রেই কলকাতা পুলিশের তরফে নেওয়া হয়েছিল বিশেষ সতর্কতা । তবে কলকাতা তথা রাজ্যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি । একইভাবে আজ কলকাতায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ । লালবাজার সূত্রে খবর, প্রায় 2000 অতিরিক্ত বাহিনী নামানো হয়েছে শহরে । গতরাত থেকেই শুরু হয়েছে ব্লকরেইড এবং নাকা চেকিং । শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে পুলিশ । অতিরিক্ত সতর্কতায় টহলদারি চালাচ্ছে ভ্যানগুলি । তৈরি রাখা হয়েছে কুইক রেসপন্স টিম ।
শহরের রাজপথের পাশাপাশি এয়ারপোর্ট, হাওড়া, শিয়ালদা স্টেশন সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে । বাবরি মসজিদ মামলার রায় নিয়ে কোনওরকম কোনও মিছিল-মিটিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।