ETV Bharat / city

কলকাতার হোটেলে বাঘের চামড়া বিক্রির চেষ্টা, গ্রেপ্তার 3 - কলকাতা

বাইপাসের ধারে আনন্দপুর এলাকার একটি হোটেল থেকে উদ্ধার বাঘের চামড়া। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

tiger skin recovered
কলকাতার হোটেলে উদ্ধার বাঘের চামড়া
author img

By

Published : Jan 23, 2020, 8:01 PM IST

Updated : Jan 23, 2020, 10:26 PM IST

কলকাতা, 23 জানুয়ারি : বাইপাসের ধারে একটি হোটেলে উঠেছিল তারা। খদ্দের প্রায় ঠিক হয়ে গেছিল। কিন্তু বাঘের চামড়া আর বিক্রি করা হল না। তার আগেই তিনজনকে গ্রেপ্তার করল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বিউরো। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

জানা গেছে, বাইপাসের ধারে আনন্দপুর থানা এলাকার একটি হোটেলে উঠেছিল অনিন্দ্য মুখার্জি(52), তারক হালদার( 57) এবং ইব্রাহিম মণ্ডল(42)। অনিন্দ্য কলকাতার একডালিয়ার বাসিন্দা। তারকের বাড়ি কসবায়। আর ইব্রাহিম উত্তর 24 পরগনার অশোকনগরের হিজিলিয়ার বাসিন্দা। ওই রয়েল বেঙ্গল টাইগারের চামড়া তারা বিক্রির উদ্দেশ্যে হোটেলে এনেছিল বলে খবর। কিন্তু ওই বাঘের চামড়া কে এনেছিল তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে তাদের একত্রিত হওয়ার খবর পান গোয়েন্দারা। সেই সূত্রেই অভিযান চালান হোটেলে। সেখানেই ধরা পড়ে ওই তিনজন।

ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বিউরো ও ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন। গোয়েন্দারা মনে করছেন, ওই তিনজন কোনও বড়সড় বন্যপ্রাণী পাচার চক্রের সঙ্গে জড়িত। চক্রের জাল অনেক গভীরে। ধৃতরা কাকে ওই রয়েল বেঙ্গল টাইগারের চামড়া তুলে দিত তা জানার চেষ্টা চলছে।

বাইপাসের ধারে একটি হোটেলে বাঘের চামড়া বিক্রির চেষ্টা, গ্রেপ্তার তিন ; দেখুন ভিডিয়ো...

কলকাতা, 23 জানুয়ারি : বাইপাসের ধারে একটি হোটেলে উঠেছিল তারা। খদ্দের প্রায় ঠিক হয়ে গেছিল। কিন্তু বাঘের চামড়া আর বিক্রি করা হল না। তার আগেই তিনজনকে গ্রেপ্তার করল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বিউরো। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

জানা গেছে, বাইপাসের ধারে আনন্দপুর থানা এলাকার একটি হোটেলে উঠেছিল অনিন্দ্য মুখার্জি(52), তারক হালদার( 57) এবং ইব্রাহিম মণ্ডল(42)। অনিন্দ্য কলকাতার একডালিয়ার বাসিন্দা। তারকের বাড়ি কসবায়। আর ইব্রাহিম উত্তর 24 পরগনার অশোকনগরের হিজিলিয়ার বাসিন্দা। ওই রয়েল বেঙ্গল টাইগারের চামড়া তারা বিক্রির উদ্দেশ্যে হোটেলে এনেছিল বলে খবর। কিন্তু ওই বাঘের চামড়া কে এনেছিল তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে তাদের একত্রিত হওয়ার খবর পান গোয়েন্দারা। সেই সূত্রেই অভিযান চালান হোটেলে। সেখানেই ধরা পড়ে ওই তিনজন।

ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বিউরো ও ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন। গোয়েন্দারা মনে করছেন, ওই তিনজন কোনও বড়সড় বন্যপ্রাণী পাচার চক্রের সঙ্গে জড়িত। চক্রের জাল অনেক গভীরে। ধৃতরা কাকে ওই রয়েল বেঙ্গল টাইগারের চামড়া তুলে দিত তা জানার চেষ্টা চলছে।

বাইপাসের ধারে একটি হোটেলে বাঘের চামড়া বিক্রির চেষ্টা, গ্রেপ্তার তিন ; দেখুন ভিডিয়ো...
Intro:কলকাতা, 23 জানুয়ারি: বাইপাসের ধারে একটি হোটেলে উঠেছিল তারা। কাস্টমারও প্রায় ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু বাঘের চামড়া আর বিক্রি করা হলো না। তার আগেই তিনজনকে গ্রেফতার করল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।



Body:জানা গেছে, বাইপাসের ধারে আনন্দপুর থানা এলাকার ভিআইপি প্যালেস হোটেলে উঠেছিল অনিন্দ্য মুখার্জী(52), তারক হালদার( 57)এবং ইব্রাহিম মন্ডল(42)। অনিন্দ্য কলকাতার একডালিয়া বাসিন্দা। তারকের বাড়ি কসবায়। আর ইব্রাহিম উত্তর 24 পরগনার অশোকনগরের হিজিলিয়ার বাসিন্দা। ওই রয়েল বেঙ্গল টাইগারের চামড়া তারা বিক্রির উদ্দেশ্যে হোটেলে এনেছিল বলে খবর। কিন্তু ওই বাঘের চামড়া কে বয়ে এনেছিল তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে তাদের একত্রিত হওয়ার খবর পায় গোয়েন্দারা। সেই সূত্রেই কিছুক্ষণ আগে হানা দেওয়া হয় হোটেলে। সেখানে বমাল ধরা পড়ে ওই তিনজন।



Conclusion:ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বিউরো ও ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। গোয়েন্দরা মনে করছে, ওই তিনজন কোন বড়োসড়ো বন্যপ্রাণী পাচার চক্রের সঙ্গে জড়িত। চক্রের জাল অনেক গভীরে। ধৃতরা কাকে ওই রয়েল বেঙ্গল টাইগারের চামড়া তুলে দিতো তা জানার চেষ্টা চলছে।
Last Updated : Jan 23, 2020, 10:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.