কলকাতা, 23 জানুয়ারি : বাইপাসের ধারে একটি হোটেলে উঠেছিল তারা। খদ্দের প্রায় ঠিক হয়ে গেছিল। কিন্তু বাঘের চামড়া আর বিক্রি করা হল না। তার আগেই তিনজনকে গ্রেপ্তার করল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বিউরো। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
জানা গেছে, বাইপাসের ধারে আনন্দপুর থানা এলাকার একটি হোটেলে উঠেছিল অনিন্দ্য মুখার্জি(52), তারক হালদার( 57) এবং ইব্রাহিম মণ্ডল(42)। অনিন্দ্য কলকাতার একডালিয়ার বাসিন্দা। তারকের বাড়ি কসবায়। আর ইব্রাহিম উত্তর 24 পরগনার অশোকনগরের হিজিলিয়ার বাসিন্দা। ওই রয়েল বেঙ্গল টাইগারের চামড়া তারা বিক্রির উদ্দেশ্যে হোটেলে এনেছিল বলে খবর। কিন্তু ওই বাঘের চামড়া কে এনেছিল তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে তাদের একত্রিত হওয়ার খবর পান গোয়েন্দারা। সেই সূত্রেই অভিযান চালান হোটেলে। সেখানেই ধরা পড়ে ওই তিনজন।
ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বিউরো ও ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন। গোয়েন্দারা মনে করছেন, ওই তিনজন কোনও বড়সড় বন্যপ্রাণী পাচার চক্রের সঙ্গে জড়িত। চক্রের জাল অনেক গভীরে। ধৃতরা কাকে ওই রয়েল বেঙ্গল টাইগারের চামড়া তুলে দিত তা জানার চেষ্টা চলছে।