কলকাতা, 9 মে: আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দু'দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হল হাওয়া অফিসের তরফে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবারের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বলে জানানো হল।
শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে আগামীকাল রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আগামী সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। তবে, ওই সময় থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে বিহারের উপরে। জোড়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। যার ফলে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এর প্রভাবেই আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।
এদিকে শনিবার কলকাতায় আকাশ ছিল মূলত পরিচ্ছন্ন। গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 91 শতাংশ, সর্বনিম্ন 48 শতাংশ। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ বিকেলের পর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
এছাড়াও আগামী পাঁচ থেকে সাত দিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে। ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।