ETV Bharat / city

Lakhimpur Kheri violence : মমতার বার্তা নিয়ে লখিমপুরে তৃণমূলের সাংসদ দল - Three TMC MP meet farmer families at Lakhimpur Kheri

লখিমপুর খেরিতে পৌঁছলেন তিন তৃণমূল সাংসদ ৷ এদিন কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেন সাংসদ দোলা সেন, আবিররঞ্জন বিশ্বাস এবং প্রতিমা মণ্ডল ৷ কাকলি ঘোষ দস্তিদার ও সুস্মিতা দেবও গিয়েছেন উত্তরপ্রদেশ, তবে তাঁরা সেখানে পৌঁছতে পারেননি ৷ পুলিশের কাছে বাধা পেয়ে লখনউ থেকে ফিরে আসতে হয় তাঁদের ৷

Lakhimpur Kheri violence
লখিমপুরে তৃণমূলের সাংসদ দল
author img

By

Published : Oct 5, 2021, 2:56 PM IST

Updated : Oct 5, 2021, 6:09 PM IST

কলকাতা, 5 অক্টোবর : কৃষক আন্দোলনে অগ্নিগর্ভ উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল । গতকাল লখিমপুর খেরিতে দুই কৃষকের মৃত্যুর জেরে হওয়া সংঘর্ষের পরই ওই ঘটনা নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বলেছিলেন, "রামরাজ্য নয়, উত্তরপ্রদেশে চলছে কিলিংরাজ ।" ওই ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে । উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে পৌঁছেছেন সাংসদ দোলা সেন, আবীররঞ্জন বিশ্বাস ও প্রতিমা মণ্ডল ।

গতকাল সকাল 6টা নাগাদ কলকাতা থেকে সাংসদরা রওনা দেন ৷ দিল্লি পৌঁছন আটটার কিছুটা আগেই ৷ সেখান থেকে গাড়িতে পৌঁছন লখিমপুরে ৷ তাঁদের এই যাত্রাপথে মোট বারো-তেরোবার তাঁদের পুলিশ আধিকারিকরা আটকান ৷ কোনও মতে এদিন তাঁরা লখিমপুরে পৌঁছতে পারেন ৷ এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁরা লউপ্রীত সিংয়ের গ্রাম ভগবন্তপুরে পৌঁছতে পারেন ৷ সেখানে তাঁরা সকাল সাড়ে ন'টা অবধি ছিলেন ৷ তারপর সেখান থেকে যান নিশাত্তর সিংয়ের গ্রাম লাহবাড়িতে ৷ সেখানে তাঁরা বেলা সাড়ে বারোটা পর্যন্ত ছিলেন ৷

মঙ্গলবার দোলা সেন সংবাদমাধ্যমকে জানান, পুলিশের চোখে ধুলো দিয়ে লখিমপুরে পৌঁছেছেন তিনি এবং আবিররঞ্জন বিশ্বাস ৷ প্রতিমা মণ্ডলও সঙ্গে রয়েছেন ৷ তাঁরা কথা বলেছেন কৃষক নেতা এবং নিহত 5 কৃষকের পরিবারের সঙ্গে । তবে লখিমপুর খেরিতে যেতে পারেননি কাকলি ঘোষদস্তিদার ও সুস্মিতা দেব । যোগীর প্রশাসন তাঁদের বাধা দিয়েছে । তাই তাঁরা লখনউ ফিরে যান । দোলা বলেন, "লখিমপুরের খেরিতে কৃষক পরিবারের পাশে আছি আমরা । আমরা সেখানে তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিয়েছি । উত্তরপ্রদেশ–সহ দেশজুড়ে মানুষের ওপর যে অত্যাচার চলছে তা নজিরবিহীন ।"

লখিমপুরের ঘটনায় সরকারের কড়া সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব । এদিন তিনি হোয়াটসঅ্যাপ বার্তায় ইটিভি ভারতকে বলেন, "উত্তরপ্রদেশ সরকারের কাছে মানুষের জীবনের কোনও মূল্য নেই । মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থই বলেছেন, সেখানে রামরাজ্য নয়, দুষ্কৃতীরাজ চলছে । আমরা লখিমপুরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছি । সে ক্ষেত্রে তাদের কাছে আমরা এই বার্তা দিয়েছি যে, মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে আছেন । তাঁদের যেকোনও ধরনের সাহায্য করতে আমরা প্রস্তুত । মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, গোটা দেশ কৃষকদের পাশে রয়েছে ৷ এই অবস্থায় তাঁরা যেন ভয় না পান ।"

অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, এ ধরনের নৃশংস ঘটনা গণতন্ত্রের জন্য লজ্জার । যোগীর রাজ্যে গণতন্ত্র অবশিষ্ট নেই । যেকোনও ছোট্ট ঘটনা ঘটলে বিজেপি বাংলায় প্রতিনিধি দল পাঠায় । কিন্তু লাগাতার আন্দোলন তথা অন্নদাতাদের দুঃখে প্রধানমন্ত্রী ভাবিত নন ।

আরও পড়ুন : Lakhimpur Kheri violence : মানুষের কাছে জবাব দিন, লখিমপুরের ঘটনার ভিডিও টুইট করে মোদিকে তোপ প্রিয়াঙ্কার

কলকাতা, 5 অক্টোবর : কৃষক আন্দোলনে অগ্নিগর্ভ উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল । গতকাল লখিমপুর খেরিতে দুই কৃষকের মৃত্যুর জেরে হওয়া সংঘর্ষের পরই ওই ঘটনা নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বলেছিলেন, "রামরাজ্য নয়, উত্তরপ্রদেশে চলছে কিলিংরাজ ।" ওই ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে । উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে পৌঁছেছেন সাংসদ দোলা সেন, আবীররঞ্জন বিশ্বাস ও প্রতিমা মণ্ডল ।

গতকাল সকাল 6টা নাগাদ কলকাতা থেকে সাংসদরা রওনা দেন ৷ দিল্লি পৌঁছন আটটার কিছুটা আগেই ৷ সেখান থেকে গাড়িতে পৌঁছন লখিমপুরে ৷ তাঁদের এই যাত্রাপথে মোট বারো-তেরোবার তাঁদের পুলিশ আধিকারিকরা আটকান ৷ কোনও মতে এদিন তাঁরা লখিমপুরে পৌঁছতে পারেন ৷ এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁরা লউপ্রীত সিংয়ের গ্রাম ভগবন্তপুরে পৌঁছতে পারেন ৷ সেখানে তাঁরা সকাল সাড়ে ন'টা অবধি ছিলেন ৷ তারপর সেখান থেকে যান নিশাত্তর সিংয়ের গ্রাম লাহবাড়িতে ৷ সেখানে তাঁরা বেলা সাড়ে বারোটা পর্যন্ত ছিলেন ৷

মঙ্গলবার দোলা সেন সংবাদমাধ্যমকে জানান, পুলিশের চোখে ধুলো দিয়ে লখিমপুরে পৌঁছেছেন তিনি এবং আবিররঞ্জন বিশ্বাস ৷ প্রতিমা মণ্ডলও সঙ্গে রয়েছেন ৷ তাঁরা কথা বলেছেন কৃষক নেতা এবং নিহত 5 কৃষকের পরিবারের সঙ্গে । তবে লখিমপুর খেরিতে যেতে পারেননি কাকলি ঘোষদস্তিদার ও সুস্মিতা দেব । যোগীর প্রশাসন তাঁদের বাধা দিয়েছে । তাই তাঁরা লখনউ ফিরে যান । দোলা বলেন, "লখিমপুরের খেরিতে কৃষক পরিবারের পাশে আছি আমরা । আমরা সেখানে তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিয়েছি । উত্তরপ্রদেশ–সহ দেশজুড়ে মানুষের ওপর যে অত্যাচার চলছে তা নজিরবিহীন ।"

লখিমপুরের ঘটনায় সরকারের কড়া সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব । এদিন তিনি হোয়াটসঅ্যাপ বার্তায় ইটিভি ভারতকে বলেন, "উত্তরপ্রদেশ সরকারের কাছে মানুষের জীবনের কোনও মূল্য নেই । মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থই বলেছেন, সেখানে রামরাজ্য নয়, দুষ্কৃতীরাজ চলছে । আমরা লখিমপুরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছি । সে ক্ষেত্রে তাদের কাছে আমরা এই বার্তা দিয়েছি যে, মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে আছেন । তাঁদের যেকোনও ধরনের সাহায্য করতে আমরা প্রস্তুত । মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, গোটা দেশ কৃষকদের পাশে রয়েছে ৷ এই অবস্থায় তাঁরা যেন ভয় না পান ।"

অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, এ ধরনের নৃশংস ঘটনা গণতন্ত্রের জন্য লজ্জার । যোগীর রাজ্যে গণতন্ত্র অবশিষ্ট নেই । যেকোনও ছোট্ট ঘটনা ঘটলে বিজেপি বাংলায় প্রতিনিধি দল পাঠায় । কিন্তু লাগাতার আন্দোলন তথা অন্নদাতাদের দুঃখে প্রধানমন্ত্রী ভাবিত নন ।

আরও পড়ুন : Lakhimpur Kheri violence : মানুষের কাছে জবাব দিন, লখিমপুরের ঘটনার ভিডিও টুইট করে মোদিকে তোপ প্রিয়াঙ্কার

Last Updated : Oct 5, 2021, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.