নিউটাউন, 18 মে : জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন নিউটাউন অ্যাকশন এরিয়া-থ্রি এবং সংলগ্ন 6টি মৌজার বাসিন্দারা (Three New Drainage Pumping Station for Newtown Action Area 3) ৷ নিউটাউন অ্যাকশন এরিয়া থ্রি-তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তিনটি পাম্পিং স্টেশনের শিলান্যাস করা হয়েছে ৷ এই প্রকল্পের জন্য 65.52 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর ফলে উপকৃত হবেন রাজারহাট-নিউটাউনের 2 লক্ষ 85 হাজার 407 জন ৷ এই তিনটি পাম্পিং স্টেশনের সাহায্যে 723 কিউসেক জল প্রতি ঘণ্টায় বাগজোলা খালে ফেলা হবে ৷
এই পাম্পিং স্টেশনের শিলান্যাস করেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ৷ এছাড়া উপস্থিত ছিলেন হিডকোক ডিরেক্টর দেবাশিস সেন ৷ রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর-সহ হিডকোর উচ্চপদস্থ আধিকারিকরা ৷
2021 সালের বর্ষায় অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে বাগজোলা খাল ভরে যায় ৷ ফলে নিউটাউনের আশেপাশের এলাকায় বিশেষ করে অ্যাকশন এরিয়া থ্রি-তে প্রচুর পরিমানে জল জমায় সাধারণ মানুষ দুর্দশার মধ্যে পড়েন ৷ এই সমস্যার কার্যকরী সমাধান খুঁজে বের করার জন্য হিডকো এনকেডিএ, নবদিগন্ত, সেচ, কেএমডি, পিএইচডি ইত্যাদি দফতরের বিশেষজ্ঞদের দ্বারা একটি কমিটি গঠন করা হয়েছিল ৷ এই কমিটির সুপারিশের ভিত্তিতে হিডকো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, নিউটাউন অ্যাকশন এরিয়া থ্রি-তে তিনটি পাম্পিং স্টেশন নির্মাণের প্রয়োজন রয়েছে ৷ এলাকার জল বের করার জন্য পরিকল্পনা মাফিক তিনটি খাল কাটা হয় নতুন করে ৷ সেই খালগুলি থেকে এলাকার জমা জল বের করে এই পাম্পিং স্টেশনে ফেলা হবে ৷ সেখান থেকে পাম্প করে সেই জল বাগজোলা খালে ফেলা হবে ৷ এই বর্ষায় কিছুটা সমস্যা হবে ওই এলাকার বাসিন্দাদের ৷ কিন্তু, 2023 সাল থেকে সমস্যা মিটে যাবে বলে আশাবাদী হিডকো কর্তৃপক্ষ ৷
প্রথম পাম্পিং স্টেশনটির নাম রাখা হয়েছে ডিপিএস থ্রি-এফ ৷ উপকৃত অঞ্চল নিউটাউন অ্যাকশন এরিয়া থ্রি-এফ, থ্রি-জি সংলগ্ন এলাকা কুলবেরিয়া মৌজা ও চাঁদা কাঁঠালবেরিয়া মৌজা ৷ উপকৃত জনসংখ্যা 1 লক্ষ 25 হাজার 719 জন, নিকাশি ক্ষমতা 180 কিউসেক । অনুমোদিত ব্যয় 23.22 কোটি টাকা ৷ দ্বিতীয় পাম্পিং স্টেশনের নাম ডিপিএস থ্রি-সি ৷ উপকৃত অঞ্চল অ্যাকশন এরিয়া থ্রি-সি, থ্রি-বি সংলগ্ন এলাকা, নতুন পুকুর, ধর্মতলা পাঁচুরিয়া ৷ উপকৃত জনসংখ্যা 62 হাজার 834 জন ৷ পাম্পের নিকাশি ক্ষমতা 219 কিউসেক ৷ ব্যয় 21.26 কোটি টাকা ৷ তৃতীয় পাম্পিং স্টেশনের নাম ডিপিএস থ্রি-বি ৷ উপকৃত অঞ্চল নিউটাউন অ্যাকশন এরিয়া থ্রি-বি, থ্রি-এ এবং বালিগুড়ি মৌজা ও হাঁটগাছা মৌজা ৷ উপকৃত জনসংখ্যা 93 হাজার 854 জন ৷ নিকাশি ক্ষমতা 224 কিউসেক ৷ অনুমোদিত ব্যয় 21.4 কোটি টাকা ৷