ETV Bharat / city

COVID-19 আক্রান্ত আরও 3 জনের মৃত্যু কলকাতায়? - কলকাতা

রাজ্যে নতুন করে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ৷ যদিও সরকারের তরফে এখন পর্যন্ত এই মৃত্যু নিয়ে কিছু জানানো হয়নি ৷

covid 19 death
covid 19 death
author img

By

Published : Apr 5, 2020, 3:44 PM IST

কলকাতা, 5 এপ্রিল : কোরোনা ভাইরাসে আক্রান্ত আরও তিন জনের কলকাতার তিন হাসপাতালে মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর । যদিও, এই তিন মৃত্যুর বিষয়ে স্বাস্থ্য দপ্তরের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি ।

সূত্রের খবর, পঞ্চসায়রের বেসরকারি একটি হাসপাতালে গতকাল রাতে COVID-19 আক্রান্ত বছর 40-এর এক মহিলার মৃত্যু হয়েছে । COVID-19-এর সংক্রমণ সন্দেহে এই রোগীর চিকিৎসা চলছিল । শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে ভেন্টিলেটরের সাপোর্ট দেওয়া হয় । গতকাল নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় কলকাতার বাসিন্দা ওই রোগী COVID-19 পজিটিভ । ভেন্টিলেটরের সাপোর্টে থাকাকালীন তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ।

সল্টলেকের বেসরকারি একটি হাসপাতালে হুগলির শেওড়াফুলির বাসিন্দা 59 বছর বয়সি এক ব‍্যক্তির চিকিৎসা চলছিল । তিনি COVID-19-এ আক্রান্ত ছিলেন । তাঁকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছিল । আজ সকালে ওই রোগীর মৃত্যু হয় । যদিও সূত্রের খবর, চারদিন আগে ওই রোগীর নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ এসেছিল । দ্বিতীয় দফায় আজ আবার তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানোর কথা ছিল ।

তৃতীয় মৃত্যুটি ঘটেছে NRS মেডিকেলে ৷ COVID-19-এর সংক্রমণ সন্দেহে এক যুবকের চিকিৎসা চলছিল । তিনি কলকাতার বাসিন্দা । গতকাল ওই যুবকের মৃত্যু হয় । সূত্রের খবর, নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই তাঁর মৃত্যু হয় । রিপোর্টে ওই যুবক COVID-19 পজিটিভ বলে জানা গিয়েছে । তবে এখন পর্যন্ত সরকারের তরফে এই তিনটি মৃত্যু নিয়ে কিছু জানানো হয়নি ৷

সেই সঙ্গে আজ বেলা 12টা নাগাদ শিলিগুড়ি থেকে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় ৷ জানা যায় শ্বাসকষ্ট নিয়ে গত 26 মার্চ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি হয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে রাখা হয়েছিল রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে । আজ সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, ওই ইউনিটেই ছিলেন কালিম্পঙের কোরোনা আক্রান্ত হয়ে মৃত ওই মহিলা ।

কলকাতা, 5 এপ্রিল : কোরোনা ভাইরাসে আক্রান্ত আরও তিন জনের কলকাতার তিন হাসপাতালে মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর । যদিও, এই তিন মৃত্যুর বিষয়ে স্বাস্থ্য দপ্তরের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি ।

সূত্রের খবর, পঞ্চসায়রের বেসরকারি একটি হাসপাতালে গতকাল রাতে COVID-19 আক্রান্ত বছর 40-এর এক মহিলার মৃত্যু হয়েছে । COVID-19-এর সংক্রমণ সন্দেহে এই রোগীর চিকিৎসা চলছিল । শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে ভেন্টিলেটরের সাপোর্ট দেওয়া হয় । গতকাল নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় কলকাতার বাসিন্দা ওই রোগী COVID-19 পজিটিভ । ভেন্টিলেটরের সাপোর্টে থাকাকালীন তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ।

সল্টলেকের বেসরকারি একটি হাসপাতালে হুগলির শেওড়াফুলির বাসিন্দা 59 বছর বয়সি এক ব‍্যক্তির চিকিৎসা চলছিল । তিনি COVID-19-এ আক্রান্ত ছিলেন । তাঁকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছিল । আজ সকালে ওই রোগীর মৃত্যু হয় । যদিও সূত্রের খবর, চারদিন আগে ওই রোগীর নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ এসেছিল । দ্বিতীয় দফায় আজ আবার তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানোর কথা ছিল ।

তৃতীয় মৃত্যুটি ঘটেছে NRS মেডিকেলে ৷ COVID-19-এর সংক্রমণ সন্দেহে এক যুবকের চিকিৎসা চলছিল । তিনি কলকাতার বাসিন্দা । গতকাল ওই যুবকের মৃত্যু হয় । সূত্রের খবর, নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই তাঁর মৃত্যু হয় । রিপোর্টে ওই যুবক COVID-19 পজিটিভ বলে জানা গিয়েছে । তবে এখন পর্যন্ত সরকারের তরফে এই তিনটি মৃত্যু নিয়ে কিছু জানানো হয়নি ৷

সেই সঙ্গে আজ বেলা 12টা নাগাদ শিলিগুড়ি থেকে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় ৷ জানা যায় শ্বাসকষ্ট নিয়ে গত 26 মার্চ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি হয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে রাখা হয়েছিল রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে । আজ সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, ওই ইউনিটেই ছিলেন কালিম্পঙের কোরোনা আক্রান্ত হয়ে মৃত ওই মহিলা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.