ETV Bharat / city

Bhabanipur By-Poll : ত্রিস্তরীয় নিরাপত্তার আড়ালে ভবানীপুরের ভোট গণনা

রবিবার ভবানীপুর-সহ তিনটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা ৷ ভবানীপুর আসনের ভোট গণনা করা হবে শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ৷ এই উপলক্ষে এই ভোট গণনাকেন্দ্রটিকে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ৷

three layered security for Bhabanipur By-Poll counting center
Bhabanipur By-Poll : ত্রিস্তরীয় নিরাপত্তার আড়ালে ভবানীপুরের ভোট গণনা
author img

By

Published : Oct 2, 2021, 8:25 PM IST

কলকাতা, 2 অক্টোবর : ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রে উপনির্বাচন-সহ রাজ্যের তিনটি বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হয়েছে গত 30 সেপ্টেম্বর ৷ যার ফল প্রকাশিত হবে রবিবার (3 অক্টোবর) ৷ এর মধ্যে ভবানীপুর কেন্দ্রের ভোটগণনা করা হবে লর্ড সিনহা রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ৷ তাই কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা ৷ সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর দু’টোর মধ্যেই গণনার কাজ শেষ হয়ে যাবে ৷ ভবানীপুর আসনে মোট 21 রাউন্ড গণনা হবে ৷ পাশাপাশি, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে যথাক্রমে 26 রাউন্ড এবং 24 রাউন্ড গণনা করা হবে ৷

আরও পড়ুন : Damayanti Sen : মমতার ভাগ্য নির্ধারণের দিনে ভবানীপুরের সুরক্ষায় দময়ন্তী

শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে থাকছে মোট 14টি টেবিল ৷ গণনাকেন্দ্রের ভিতরের নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী ৷ সেখানে রাজ্য়ের পুলিশের তেমন কোনও ভূমিকা থাকছে না ৷ সব মিলিয়ে এই ভোট গণনাকেন্দ্রের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা তৈরি করা হয়েছে ৷ প্রথম বলয়ে থাকছে স্থানীয় পুলিশ, দ্বিতীয় বলয়ে থাকছে রাজ্য পুলিশ ও একেবারে শেষ ও তৃতীয় বলয়ে থাকছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ৷ গণনাকেন্দ্রের ভিতরে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর 24 জন জওয়ান ৷ এছাড়া, ভোট গণনাকেন্দ্রের 100 মিটার পর্যন্ত কার্যকর থাকবে 144 ধারা ৷ গণনাকেন্দ্রের আশপাশে কোনও জমায়েত করা যাবে না ৷ একসঙ্গে পাঁচজনের বেশি কাউন্টিং স্টেশনের পাশে দাঁড়াতে পারবেন না ৷

কলকাতা পুলিশ সূত্রে খবর, গণনাকেন্দ্রের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকিও নিতে চায় না তারা ৷ এই প্রসঙ্গে একটি নির্দেশিকাও জারি করেছেন নগরপাল সৌমেন মিত্র ৷ শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের ভিতরেই থাকছে স্ট্রং রুম ৷ এখানে ভবানীপুরের 287টি বুথের ইভিএম এনে রাখা হয়েছে ৷ স্ট্রং রুমের 200 মিটারের মধ্যেও জারি থাকছে 144 ধারা ৷ এখানেও থাকছে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র পাহারা ৷

আরও পড়ুন : Counting Centre Security: গণনাকেন্দ্রে নিরাপত্তার ফাঁক রাখতে নারাজ কমিশন

সবক’টি টেবিলে গণনা হয়ে যাওয়ার পরই একসঙ্গে সেগুলি আসবে রিটার্নিং অফিসারের টেবিলে ৷ এরপর রিটার্নিং অফিসার সবক’টি টেবিলের গণনা একত্রিত করবেন ৷ তারপর পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করবেন ৷ এরপর তাতে সিলমোহর পড়বে ৷ তারপর তৈরি হবে ডেটা শিট ৷ সেই ডেটা শিটই কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে ৷ ফলে সাধারণ মানুষও তা দেখতে পাবেন ৷

কাউন্টিং এজেন্টদের খালি হাতে গণনাকেন্দ্রে প্রবেশ করতে হবে ৷ সঙ্গে নেওয়া যাবে না মোবাইল ফোন, কোনওরকম দাহ্য পদার্থ, ব্যাগ, খাবার বা জল ৷ এইসবেরই ব্যবস্থা থাকবে গণনাকেন্দ্রের ভিতরে ৷ করোনা আবহে এবারও কোনও বিজয় মিছিল করা যাবে না ৷ যিনি বিজয়ী হবেন, তিনি সর্বোচ্চ দু’জনকে নিয়ে গণনাকেন্দ্রের ভিতর যেতে পারবেন ৷

কলকাতা, 2 অক্টোবর : ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রে উপনির্বাচন-সহ রাজ্যের তিনটি বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হয়েছে গত 30 সেপ্টেম্বর ৷ যার ফল প্রকাশিত হবে রবিবার (3 অক্টোবর) ৷ এর মধ্যে ভবানীপুর কেন্দ্রের ভোটগণনা করা হবে লর্ড সিনহা রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ৷ তাই কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা ৷ সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর দু’টোর মধ্যেই গণনার কাজ শেষ হয়ে যাবে ৷ ভবানীপুর আসনে মোট 21 রাউন্ড গণনা হবে ৷ পাশাপাশি, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে যথাক্রমে 26 রাউন্ড এবং 24 রাউন্ড গণনা করা হবে ৷

আরও পড়ুন : Damayanti Sen : মমতার ভাগ্য নির্ধারণের দিনে ভবানীপুরের সুরক্ষায় দময়ন্তী

শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে থাকছে মোট 14টি টেবিল ৷ গণনাকেন্দ্রের ভিতরের নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী ৷ সেখানে রাজ্য়ের পুলিশের তেমন কোনও ভূমিকা থাকছে না ৷ সব মিলিয়ে এই ভোট গণনাকেন্দ্রের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা তৈরি করা হয়েছে ৷ প্রথম বলয়ে থাকছে স্থানীয় পুলিশ, দ্বিতীয় বলয়ে থাকছে রাজ্য পুলিশ ও একেবারে শেষ ও তৃতীয় বলয়ে থাকছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ৷ গণনাকেন্দ্রের ভিতরে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর 24 জন জওয়ান ৷ এছাড়া, ভোট গণনাকেন্দ্রের 100 মিটার পর্যন্ত কার্যকর থাকবে 144 ধারা ৷ গণনাকেন্দ্রের আশপাশে কোনও জমায়েত করা যাবে না ৷ একসঙ্গে পাঁচজনের বেশি কাউন্টিং স্টেশনের পাশে দাঁড়াতে পারবেন না ৷

কলকাতা পুলিশ সূত্রে খবর, গণনাকেন্দ্রের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকিও নিতে চায় না তারা ৷ এই প্রসঙ্গে একটি নির্দেশিকাও জারি করেছেন নগরপাল সৌমেন মিত্র ৷ শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের ভিতরেই থাকছে স্ট্রং রুম ৷ এখানে ভবানীপুরের 287টি বুথের ইভিএম এনে রাখা হয়েছে ৷ স্ট্রং রুমের 200 মিটারের মধ্যেও জারি থাকছে 144 ধারা ৷ এখানেও থাকছে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র পাহারা ৷

আরও পড়ুন : Counting Centre Security: গণনাকেন্দ্রে নিরাপত্তার ফাঁক রাখতে নারাজ কমিশন

সবক’টি টেবিলে গণনা হয়ে যাওয়ার পরই একসঙ্গে সেগুলি আসবে রিটার্নিং অফিসারের টেবিলে ৷ এরপর রিটার্নিং অফিসার সবক’টি টেবিলের গণনা একত্রিত করবেন ৷ তারপর পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করবেন ৷ এরপর তাতে সিলমোহর পড়বে ৷ তারপর তৈরি হবে ডেটা শিট ৷ সেই ডেটা শিটই কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে ৷ ফলে সাধারণ মানুষও তা দেখতে পাবেন ৷

কাউন্টিং এজেন্টদের খালি হাতে গণনাকেন্দ্রে প্রবেশ করতে হবে ৷ সঙ্গে নেওয়া যাবে না মোবাইল ফোন, কোনওরকম দাহ্য পদার্থ, ব্যাগ, খাবার বা জল ৷ এইসবেরই ব্যবস্থা থাকবে গণনাকেন্দ্রের ভিতরে ৷ করোনা আবহে এবারও কোনও বিজয় মিছিল করা যাবে না ৷ যিনি বিজয়ী হবেন, তিনি সর্বোচ্চ দু’জনকে নিয়ে গণনাকেন্দ্রের ভিতর যেতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.