কলকাতা, 2 জুন : ইন্সুরেন্স সংস্থার নাম করে কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল (Three arrested for fraud in name of insurance company)৷ বৃহস্পতিবার সেই ঘটনায় ভিন রাজ্য থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে । তিন অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, 3 মার্চ একটি বেসরকারি ইন্সুরেন্স সংস্থার পক্ষ থেকে অভিযোগ করে জানান হয় যে, তাদের প্রায় 4 কোটি টাকা অন্য কোনও ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছে ৷ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ জানতে পারে ওই সংস্থার 4 কোটির বেশি টাকা বাগুইহাটি এলাকার আশীর্বাদ মার্বেল নামের একটি দোকানের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে ।
তদন্তে পুলিশ আরও জানতে পারে, বেশ কিছু মানুষের ইন্সুরেন্স পলিসির নাম করে টাকা তুলে এই প্রতারণা চক্র চালানো হচ্ছে । এরপরই ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নম্বর ট্র্যাক করে মহারাষ্ট্রে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । সেখান থেকেই সমেশ মহিঙ্কর, বিশাল কদম এবং জয়েস বাবিলাল সাহাকে গ্রেফতার করে পুলিশ । জানা গিয়েছে, অভিযুক্ত সমেশ ওই বেসরকারি ইন্সুরেন্স সংস্থার কর্মী । সংস্থার ক্লাইন্টের ডিটেলস নিয়ে প্রতারণা চক্র চালাত এই ব্যক্তি ।
আরও পড়ুন : TET Passed Students Agitation : বিকাশ ভবন আন্দোলনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি টেট উত্তীর্ণ প্রার্থীদের
আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয় । এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে সেটা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।