কলকাতা, 3 জুন : "জয়শ্রীরাম" স্লোগান শুনলেই রেগে যাচ্ছেন তিনি । তেড়ে যাচ্ছেন এর-ওর দিকে । সুযোগ নিচ্ছে BJP-ও । জায়গায় জায়গায় তোলা হচ্ছে "জয়শ্রীরাম" ধ্বনি । সমালোচনা হচ্ছে সব মহলে । BJP নেতারা প্রশ্ন তুলছেন, "জয়শ্রীরাম"-এ রাগ কেন ?" অনেকেই বলছেন, "রাম তো পুরুষোত্তম । তিনি সবার উপরে । তাহলে তাঁর নাম শুনে 'হা-হুতাশ' কেন ?" শুধু রাজ্য BJP নেতারা নন, এবার জয়শ্রীরাম ইশুতে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একহাত নিলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ও ।
এই সংক্রান্ত আরও খবর : জয়শ্রীরামে সমস্যা নেই, ধর্মীয় স্লোগানকে রাজনীতিতে মেশানোয় আপত্তি : মমতা
গতকাল একটি টুইট করেন তথাগতবাবু । লেখেন, "আমরা বাঙালি হিন্দুরা যে দুর্গাপুজো করি, যার অন্য নাম অকাল বোধন, তার সূত্রপাত করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র, রাক্ষসবধের জন্য দেবীর আশীর্বাদ পেতে । সেই শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দেওয়াকে যারা নিন্দা করে তারা মূর্খ তো বটেই, বাঙালি হিন্দুর শত্রুও ।"
এই সংক্রান্ত আরও খবর : গাড়ির সামনে ফের জয় শ্রীরাম ধ্বনি, মেজাজ হারালেন মমতা
"জয়শ্রীরাম" শুনে কেন ক্ষুব্ধ তা গতকালই জানিয়েছিলেন মমতা । ফেসবুকে পোস্ট করেন, "কোনও রাজনৈতিক দলের ব়্যালিতে যেকোনও স্লোগান নিয়ে আমার কোনও আপত্তি নেই । সেটা তাদের দলের জন্য । প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান রয়েছে । যেমন আমাদের জয় হিন্দ, বন্দে মাতরম । বামেদের ইনকিলাব জ়িন্দাবাদ । আমার তাতে কোনও সমস্যা নেই । "কিন্তু, জয় শ্রী রাম, জয় রাম জি কি, রাম নাম সত্য হ্যায় এধরনের স্লোগানগুলি সঙ্গে ধর্মীয় ও সামাজিক সম্পর্ক রয়েছে । আমি এইসব আবেগকে সম্মান করি । কিন্তু, BJP এই ধর্মীয় স্লোগানকে তাদের দলের স্লোগান হিসেবে ব্যবহার করছে । এবং একটা ভুল ধারণাকে ধর্ম ও রাজনীতির সঙ্গে মিশিয়ে দিচ্ছে । RSS-র নামে এই জোর করে রাজনৈতিক স্লোগান অন্যের উপর চাপিয়ে দেওয়াকে আমরা সমর্থন করি না । বাংলা এগুলোকে কখনই মেনে নেবে না । ভাঙচুর ও হিংসার মাধ্যমে ঘৃণার মতাদর্শকে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়ার আমরা বিরোধিতা করি । কেউ একজন কিছু সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানাতে পারে । কিন্তু, সব সময়ের জন্য সবাইকে বোকা বানানো যায় না ।"
এর আগে একাধিকবার জয়শ্রীরাম ধ্বনির মুখে পড়তে হয় মমতাকে । শুরুটা হয়েছিল চন্দ্রকোনা গিয়ে । সেখানে জয়শ্রীরাম ধ্বনি শুনে গাড়ি থেকে নেমেছিলেন মমতা । প্রশ্ন করেছিলেন, "কে বললি ? সামনে আয় । বুকের পাটা আছে ?" এরপরের ঘটনাটি ঘটে জগদ্দলে । সেখানে মমতার গাড়ির সামনে জয়শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন BJP কর্মীরা । ফের একবার গাড়ি থেকে নামেন মমতা । বলেন, "কে বলছিস ? সামনে আয় । চামড়া গুটিয়ে দেব । আমাকে গালাগালি দিচ্ছে ।" খুঁজে খুঁজে 'অভিযুক্ত'দের বের করার নির্দেশ দেন । মুখ্যমন্ত্রীর কথা অক্ষরে অক্ষরে পালন করে পুলিশ । গ্রেপ্তার করা হয় চারজনকে । পরে তাঁরা জামিনও পেয়ে যান ।
এই সংক্রান্ত আরও খবর : মমতা হিরণ্যকশিপুর বংশধর নয় তো ? প্রশ্ন BJP সাংসদের