ETV Bharat / city

জয়শ্রীরামের নিন্দাকারীরা বাঙালি হিন্দুর শত্রু : তথাগত

গতকাল একটি টুইট করেন তথাগতবাবু । লেখেন, "আমরা বাঙালি হিন্দুরা যে দুর্গাপুজো করি, যার অন্য নাম অকাল বোধন, তার সূত্রপাত করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র, রাক্ষসবধের জন্য দেবীর আশীর্বাদ পেতে । সেই শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দেওয়াকে যারা নিন্দা করে তারা মূর্খ তো বটেই, বাঙালি হিন্দুর শত্রুও ।"

তথা
author img

By

Published : Jun 3, 2019, 6:47 AM IST

Updated : Jun 3, 2019, 7:24 AM IST

কলকাতা, 3 জুন : "জয়শ্রীরাম" স্লোগান শুনলেই রেগে যাচ্ছেন তিনি । তেড়ে যাচ্ছেন এর-ওর দিকে । সুযোগ নিচ্ছে BJP-ও । জায়গায় জায়গায় তোলা হচ্ছে "জয়শ্রীরাম" ধ্বনি । সমালোচনা হচ্ছে সব মহলে । BJP নেতারা প্রশ্ন তুলছেন, "জয়শ্রীরাম"-এ রাগ কেন ?" অনেকেই বলছেন, "রাম তো পুরুষোত্তম । তিনি সবার উপরে । তাহলে তাঁর নাম শুনে 'হা-হুতাশ' কেন ?" শুধু রাজ্য BJP নেতারা নন, এবার জয়শ্রীরাম ইশুতে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একহাত নিলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ও ।

এই সংক্রান্ত আরও খবর : জয়শ্রীরামে সমস্যা নেই, ধর্মীয় স্লোগানকে রাজনীতিতে মেশানোয় আপত্তি : মমতা

গতকাল একটি টুইট করেন তথাগতবাবু । লেখেন, "আমরা বাঙালি হিন্দুরা যে দুর্গাপুজো করি, যার অন্য নাম অকাল বোধন, তার সূত্রপাত করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র, রাক্ষসবধের জন্য দেবীর আশীর্বাদ পেতে । সেই শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দেওয়াকে যারা নিন্দা করে তারা মূর্খ তো বটেই, বাঙালি হিন্দুর শত্রুও ।"

এই সংক্রান্ত আরও খবর : গাড়ির সামনে ফের জয় শ্রীরাম ধ্বনি, মেজাজ হারালেন মমতা

"জয়শ্রীরাম" শুনে কেন ক্ষুব্ধ তা গতকালই জানিয়েছিলেন মমতা । ফেসবুকে পোস্ট করেন, "কোনও রাজনৈতিক দলের ব়্যালিতে যেকোনও স্লোগান নিয়ে আমার কোনও আপত্তি নেই । সেটা তাদের দলের জন্য । প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান রয়েছে । যেমন আমাদের জয় হিন্দ, বন্দে মাতরম । বামেদের ইনকিলাব জ়িন্দাবাদ । আমার তাতে কোনও সমস্যা নেই । "কিন্তু, জয় শ্রী রাম, জয় রাম জি কি, রাম নাম সত্য হ্যায় এধরনের স্লোগানগুলি সঙ্গে ধর্মীয় ও সামাজিক সম্পর্ক রয়েছে । আমি এইসব আবেগকে সম্মান করি । কিন্তু, BJP এই ধর্মীয় স্লোগানকে তাদের দলের স্লোগান হিসেবে ব্যবহার করছে । এবং একটা ভুল ধারণাকে ধর্ম ও রাজনীতির সঙ্গে মিশিয়ে দিচ্ছে । RSS-র নামে এই জোর করে রাজনৈতিক স্লোগান অন্যের উপর চাপিয়ে দেওয়াকে আমরা সমর্থন করি না । বাংলা এগুলোকে কখনই মেনে নেবে না । ভাঙচুর ও হিংসার মাধ্যমে ঘৃণার মতাদর্শকে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়ার আমরা বিরোধিতা করি । কেউ একজন কিছু সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানাতে পারে । কিন্তু, সব সময়ের জন্য সবাইকে বোকা বানানো যায় না ।"

এর আগে একাধিকবার জয়শ্রীরাম ধ্বনির মুখে পড়তে হয় মমতাকে । শুরুটা হয়েছিল চন্দ্রকোনা গিয়ে । সেখানে জয়শ্রীরাম ধ্বনি শুনে গাড়ি থেকে নেমেছিলেন মমতা । প্রশ্ন করেছিলেন, "কে বললি ? সামনে আয় । বুকের পাটা আছে ?" এরপরের ঘটনাটি ঘটে জগদ্দলে । সেখানে মমতার গাড়ির সামনে জয়শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন BJP কর্মীরা । ফের একবার গাড়ি থেকে নামেন মমতা । বলেন, "কে বলছিস ? সামনে আয় । চামড়া গুটিয়ে দেব । আমাকে গালাগালি দিচ্ছে ।" খুঁজে খুঁজে 'অভিযুক্ত'দের বের করার নির্দেশ দেন । মুখ্যমন্ত্রীর কথা অক্ষরে অক্ষরে পালন করে পুলিশ । গ্রেপ্তার করা হয় চারজনকে । পরে তাঁরা জামিনও পেয়ে যান ।

এই সংক্রান্ত আরও খবর : মমতা হিরণ্যকশিপুর বংশধর নয় তো ? প্রশ্ন BJP সাংসদের

কলকাতা, 3 জুন : "জয়শ্রীরাম" স্লোগান শুনলেই রেগে যাচ্ছেন তিনি । তেড়ে যাচ্ছেন এর-ওর দিকে । সুযোগ নিচ্ছে BJP-ও । জায়গায় জায়গায় তোলা হচ্ছে "জয়শ্রীরাম" ধ্বনি । সমালোচনা হচ্ছে সব মহলে । BJP নেতারা প্রশ্ন তুলছেন, "জয়শ্রীরাম"-এ রাগ কেন ?" অনেকেই বলছেন, "রাম তো পুরুষোত্তম । তিনি সবার উপরে । তাহলে তাঁর নাম শুনে 'হা-হুতাশ' কেন ?" শুধু রাজ্য BJP নেতারা নন, এবার জয়শ্রীরাম ইশুতে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একহাত নিলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ও ।

এই সংক্রান্ত আরও খবর : জয়শ্রীরামে সমস্যা নেই, ধর্মীয় স্লোগানকে রাজনীতিতে মেশানোয় আপত্তি : মমতা

গতকাল একটি টুইট করেন তথাগতবাবু । লেখেন, "আমরা বাঙালি হিন্দুরা যে দুর্গাপুজো করি, যার অন্য নাম অকাল বোধন, তার সূত্রপাত করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র, রাক্ষসবধের জন্য দেবীর আশীর্বাদ পেতে । সেই শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দেওয়াকে যারা নিন্দা করে তারা মূর্খ তো বটেই, বাঙালি হিন্দুর শত্রুও ।"

এই সংক্রান্ত আরও খবর : গাড়ির সামনে ফের জয় শ্রীরাম ধ্বনি, মেজাজ হারালেন মমতা

"জয়শ্রীরাম" শুনে কেন ক্ষুব্ধ তা গতকালই জানিয়েছিলেন মমতা । ফেসবুকে পোস্ট করেন, "কোনও রাজনৈতিক দলের ব়্যালিতে যেকোনও স্লোগান নিয়ে আমার কোনও আপত্তি নেই । সেটা তাদের দলের জন্য । প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান রয়েছে । যেমন আমাদের জয় হিন্দ, বন্দে মাতরম । বামেদের ইনকিলাব জ়িন্দাবাদ । আমার তাতে কোনও সমস্যা নেই । "কিন্তু, জয় শ্রী রাম, জয় রাম জি কি, রাম নাম সত্য হ্যায় এধরনের স্লোগানগুলি সঙ্গে ধর্মীয় ও সামাজিক সম্পর্ক রয়েছে । আমি এইসব আবেগকে সম্মান করি । কিন্তু, BJP এই ধর্মীয় স্লোগানকে তাদের দলের স্লোগান হিসেবে ব্যবহার করছে । এবং একটা ভুল ধারণাকে ধর্ম ও রাজনীতির সঙ্গে মিশিয়ে দিচ্ছে । RSS-র নামে এই জোর করে রাজনৈতিক স্লোগান অন্যের উপর চাপিয়ে দেওয়াকে আমরা সমর্থন করি না । বাংলা এগুলোকে কখনই মেনে নেবে না । ভাঙচুর ও হিংসার মাধ্যমে ঘৃণার মতাদর্শকে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়ার আমরা বিরোধিতা করি । কেউ একজন কিছু সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানাতে পারে । কিন্তু, সব সময়ের জন্য সবাইকে বোকা বানানো যায় না ।"

এর আগে একাধিকবার জয়শ্রীরাম ধ্বনির মুখে পড়তে হয় মমতাকে । শুরুটা হয়েছিল চন্দ্রকোনা গিয়ে । সেখানে জয়শ্রীরাম ধ্বনি শুনে গাড়ি থেকে নেমেছিলেন মমতা । প্রশ্ন করেছিলেন, "কে বললি ? সামনে আয় । বুকের পাটা আছে ?" এরপরের ঘটনাটি ঘটে জগদ্দলে । সেখানে মমতার গাড়ির সামনে জয়শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন BJP কর্মীরা । ফের একবার গাড়ি থেকে নামেন মমতা । বলেন, "কে বলছিস ? সামনে আয় । চামড়া গুটিয়ে দেব । আমাকে গালাগালি দিচ্ছে ।" খুঁজে খুঁজে 'অভিযুক্ত'দের বের করার নির্দেশ দেন । মুখ্যমন্ত্রীর কথা অক্ষরে অক্ষরে পালন করে পুলিশ । গ্রেপ্তার করা হয় চারজনকে । পরে তাঁরা জামিনও পেয়ে যান ।

এই সংক্রান্ত আরও খবর : মমতা হিরণ্যকশিপুর বংশধর নয় তো ? প্রশ্ন BJP সাংসদের

New Delhi, June 03 (ANI): Ranveer Singh, who recently introduced the 'Kapil's Devils,' who will be seen in the upcoming film '83', parades a beaming smile as he poses with the 'Little Master' Sunil Gavaskar and 'Spin King' Shane Warne. The Bollywood powerhouse is working hard to grace the role as Kapil Dev in the film. He has been seen meeting Dev and taking notes from the legend himself on several occasions. And now, to add more power to his character, Ranveer met another legend from the same era Sunil Gavaskar and Australian ace cricketer Shane Warne. The actor shared the picture of the meeting on Instagram. The film, '83' is based on the ace cricketer Kapil Dev who is credited with India's World Cup victory in 1983. He also served as Indian team's coach from 1999 to 2000. Helmed by Kabir Khan, the movie is slated to hit the theatres on April 10, 2020.
Last Updated : Jun 3, 2019, 7:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.