ETV Bharat / city

Metro Dairy Case: হাইকোর্ট নির্দেশ দিলে মেট্রো ডেয়ারি মামলার তদন্তে প্রস্তুত সিবিআই - অধীর চৌধুরী

কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দিলে মেট্রো ডেয়ারি মামলায় (Metro Dairy Case) তদন্ত করতে তৈরি সিবিআই ৷ অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) আনা মামলার শুনানিতে একথা জানালেন সিবিআই-এর (CBI) আইনজীবী ৷

they-are-ready-to-investigate-metro-dairy-case-cbi-told-calcutta-high-court
হাইকোর্ট নির্দেশ দিলে মেট্রো ডেয়ারি মামলার তদন্তে প্রস্তুত সিবিআই
author img

By

Published : Nov 9, 2021, 2:29 PM IST

Updated : Nov 9, 2021, 4:40 PM IST

কলকাতা, 9 নভেম্বর: কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) যদি নির্দেশ দেয়, তাহলে মেট্রো ডেয়ারি মামলায় (Metro Dairy Case) তদন্ত করতে প্রস্তুত সিবিআই (CBI)। মেট্রো ডেয়ারি সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্টে একথা জানালেন সিবিআইয়ের আইনজীবী অনির্বাণ মিত্র । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে তিনি জানান, সিবিআই ও ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট) উভয়ই মেট্রো ডেয়ারি মামলায় তদন্ত করতে প্রস্তুত । সেই কারণে আদালতে তারা মামলাকারী অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) বক্তব্যের বিরোধিতা করে কোনও হলফনামা দিতে চায় না । অধীর চৌধুরী মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে বিপুল দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন ।

চুপিসারে মেট্রো ডেয়ারির 47 শতাংশ শেয়ার কলকাতার সংস্থা জালান কোম্পানির ক্যাভেনটার গ্রুপকে মাত্র 85 কোটি টাকায় বিক্রি করেছে রাজ্য সরকার বলে অভিযোগ । সেই 47 শতাংশের মধ্যে থেকে ক্যাভেনটার গ্রুপ মাত্র 15 শতাংশ শেয়ার সিঙ্গাপুরের একটি সংস্থাকে বিক্রি করে দেয় 135 কোটি টাকায় । এই অভিযোগে 2018 সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ।

আরও পড়ুন: Mamata Banerjee : সিঙ্গুর মডেলে দেউচা-পাঁচামিতে জমি অধিগ্রহণ নয়, ঘোষণা মমতার

তাঁর বক্তব্য ছিল, শেয়ার বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করা হয়নি । চুপিসারে একটি ওয়েবসাইটে বলা হয়েছিল যে, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করা হচ্ছে । এর ফলে রাজ্যের অন্তত 500 কোটি টাকা ক্ষতি হয়েছে । এটা ক্ষতি নাকি এর ভাগ সরকারের উপরমহলে যাঁরা বসে আছেন তাঁরা আত্মসাৎ করেছেন, তা জানতে চেয়েছিলেন অধীর চৌধুরী ৷ সাধারণ মানুষের সম্পত্তি জলের দরে বিক্রি করা হল কেন, তার সিবিআই তদন্ত দাবি করেছিলেন তিনি ।

আরও পড়ুন: Alapan Bandyopadhyay : আলাপনকে খুনের হুমকি দিয়ে চিঠি দিয়েছিল মানসিক সমস্যাগ্রস্ত চিকিৎসক

অধীররঞ্জন চৌধুরীর আইনজীবী

এরপর একাধিকবার এই মামলার শুনানি হয়েছে ৷ মামলায় যারা যুক্ত রয়েছেন, প্রায় সব পক্ষই মামলাকারী অধীর চৌধুরীর বক্তব্যের পাল্টা যদি কিছু বক্তব্য থেকে থাকে, তা হলফনামা আকারে আদালতে তারা জানিয়েছেন । সম্প্রতি সিঙ্গাপুরের যে কোম্পানি ক্যাভেনটার গ্রুপের থেকে 15 শতাংশ শেয়ার কিনেছিল, তারাও কলকাতা হাইকোর্টে তাদের বক্তব্য জানাবে বলে জানিয়েছে । সব পক্ষকে 10 ডিসেম্বরের মধ্যে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ । 16 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি । কলকাতা হাইকোর্ট এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিতে চলেছে বলে মনে করছেন মামলাকারী অধীররঞ্জন চৌধুরীর আইনজীবী প্রতীপকুমার চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন: Crime : বাবা-মা ও বোনকে নলি কেটে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের, ব্যাপক চাঞ্চল্য হুগলির ধনিয়াখালিতে

কলকাতা, 9 নভেম্বর: কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) যদি নির্দেশ দেয়, তাহলে মেট্রো ডেয়ারি মামলায় (Metro Dairy Case) তদন্ত করতে প্রস্তুত সিবিআই (CBI)। মেট্রো ডেয়ারি সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্টে একথা জানালেন সিবিআইয়ের আইনজীবী অনির্বাণ মিত্র । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে তিনি জানান, সিবিআই ও ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট) উভয়ই মেট্রো ডেয়ারি মামলায় তদন্ত করতে প্রস্তুত । সেই কারণে আদালতে তারা মামলাকারী অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) বক্তব্যের বিরোধিতা করে কোনও হলফনামা দিতে চায় না । অধীর চৌধুরী মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে বিপুল দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন ।

চুপিসারে মেট্রো ডেয়ারির 47 শতাংশ শেয়ার কলকাতার সংস্থা জালান কোম্পানির ক্যাভেনটার গ্রুপকে মাত্র 85 কোটি টাকায় বিক্রি করেছে রাজ্য সরকার বলে অভিযোগ । সেই 47 শতাংশের মধ্যে থেকে ক্যাভেনটার গ্রুপ মাত্র 15 শতাংশ শেয়ার সিঙ্গাপুরের একটি সংস্থাকে বিক্রি করে দেয় 135 কোটি টাকায় । এই অভিযোগে 2018 সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ।

আরও পড়ুন: Mamata Banerjee : সিঙ্গুর মডেলে দেউচা-পাঁচামিতে জমি অধিগ্রহণ নয়, ঘোষণা মমতার

তাঁর বক্তব্য ছিল, শেয়ার বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করা হয়নি । চুপিসারে একটি ওয়েবসাইটে বলা হয়েছিল যে, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করা হচ্ছে । এর ফলে রাজ্যের অন্তত 500 কোটি টাকা ক্ষতি হয়েছে । এটা ক্ষতি নাকি এর ভাগ সরকারের উপরমহলে যাঁরা বসে আছেন তাঁরা আত্মসাৎ করেছেন, তা জানতে চেয়েছিলেন অধীর চৌধুরী ৷ সাধারণ মানুষের সম্পত্তি জলের দরে বিক্রি করা হল কেন, তার সিবিআই তদন্ত দাবি করেছিলেন তিনি ।

আরও পড়ুন: Alapan Bandyopadhyay : আলাপনকে খুনের হুমকি দিয়ে চিঠি দিয়েছিল মানসিক সমস্যাগ্রস্ত চিকিৎসক

অধীররঞ্জন চৌধুরীর আইনজীবী

এরপর একাধিকবার এই মামলার শুনানি হয়েছে ৷ মামলায় যারা যুক্ত রয়েছেন, প্রায় সব পক্ষই মামলাকারী অধীর চৌধুরীর বক্তব্যের পাল্টা যদি কিছু বক্তব্য থেকে থাকে, তা হলফনামা আকারে আদালতে তারা জানিয়েছেন । সম্প্রতি সিঙ্গাপুরের যে কোম্পানি ক্যাভেনটার গ্রুপের থেকে 15 শতাংশ শেয়ার কিনেছিল, তারাও কলকাতা হাইকোর্টে তাদের বক্তব্য জানাবে বলে জানিয়েছে । সব পক্ষকে 10 ডিসেম্বরের মধ্যে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ । 16 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি । কলকাতা হাইকোর্ট এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিতে চলেছে বলে মনে করছেন মামলাকারী অধীররঞ্জন চৌধুরীর আইনজীবী প্রতীপকুমার চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন: Crime : বাবা-মা ও বোনকে নলি কেটে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের, ব্যাপক চাঞ্চল্য হুগলির ধনিয়াখালিতে

Last Updated : Nov 9, 2021, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.