ETV Bharat / city

Eastern Railway : বুর্জ খলিফায় ভিড় নিয়ন্ত্রণে আসরে পূর্ব-রেল, বিধাননগর স্টেশনে থামবে না ডাউন ট্রেন - burj khalifa

শ্রীভূমির বুর্জ খলিফা দেখতে উপচে পড়ছে ভিড় ৷ এই অবস্থায় আজ থেকে কোনও দর্শনার্থীকে মণ্ডপে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এবার বিধাননগর স্টেশনে ডাউন লাইনে কোনও ট্রেন না থামানোর সিদ্ধান্ত নিল পূর্ব-রেল ৷

Eastern Railway
Eastern Railway
author img

By

Published : Oct 14, 2021, 5:23 PM IST

Updated : Oct 14, 2021, 5:44 PM IST

কলকাতা, 14 অক্টোবর : শ্রীভূমির বুর্জ খলিফায় ভিড়ের জের ৷ আজ বিকেল চারটে থেকে আগামিকাল অর্থাৎ শুক্রবার ভোর চারটে পর্যন্ত বিধাননগর স্টেশনে ডাউন লাইনে দাঁড়াবে না কোনও স্টাফ স্পেশাল ট্রেন । আজ এমনই সিদ্ধান্তের কথা জানাল পূর্ব-রেল ।

সল্টলেকের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম প্যান্ডেল বুর্জ খলিফা দেখার জন্য গত কয়েকদিন ধরেই উপচে পড়ছে ভিড় । পুলিশের তরফে আজ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে এই প্যান্ডেলটি ।

প্যান্ডেলে তো বটেই, দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে স্টাফ স্পেশাল ট্রেনে । ফলে রেলকর্মীদের ট্রেনে ওঠায় দায় হয়ে যাচ্ছে ৷ ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে রেলকে । লাটে উঠেছে শারীরিক দূরত্ব । বহু মানুষ মাস্ক ছাড়াই উঠে পড়ছেন ট্রেনে ।

আরও পড়ুন : Sree Bhumi Sporting Club Durga Puja : নবমী থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ শ্রীভূমির বুর্জ খলিফা

সরাসরি ভিড় প্রসঙ্গে বুর্জ খলিফাকে দায়ি না করলেও কারণ যে এটাই তা স্পষ্ট ৷ এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "স্টাফ স্পেশাল টেনগুলিতে যাতায়াত করে শুধুমাত্র রেলের কর্মী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন । কিন্তু পুজোর এই দিনগুলোতে বিধাননগর স্টেশনে প্রচুর ভিড় হচ্ছে ৷ পুজোর কটা দিন সাধারণ মানুষজনকে ট্রেন থেকে নামিয়ে দিতে গেলে একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে । তাই এহেন সিদ্ধান্ত নিয়েছে পূর্ব-রেল কর্তৃপক্ষ ।" তবে শিয়ালদা থেকে আপ ট্রেনগুলি বিধাননগর স্টেশনে থামবে ৷

আরও পড়ুন : Puja Parikrama : বুর্জ খলিফা দেখতে ভিড় শ্রীভূমিতে, পাইলটদের আপত্তিতে নিভল আলো

কলকাতা, 14 অক্টোবর : শ্রীভূমির বুর্জ খলিফায় ভিড়ের জের ৷ আজ বিকেল চারটে থেকে আগামিকাল অর্থাৎ শুক্রবার ভোর চারটে পর্যন্ত বিধাননগর স্টেশনে ডাউন লাইনে দাঁড়াবে না কোনও স্টাফ স্পেশাল ট্রেন । আজ এমনই সিদ্ধান্তের কথা জানাল পূর্ব-রেল ।

সল্টলেকের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম প্যান্ডেল বুর্জ খলিফা দেখার জন্য গত কয়েকদিন ধরেই উপচে পড়ছে ভিড় । পুলিশের তরফে আজ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে এই প্যান্ডেলটি ।

প্যান্ডেলে তো বটেই, দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে স্টাফ স্পেশাল ট্রেনে । ফলে রেলকর্মীদের ট্রেনে ওঠায় দায় হয়ে যাচ্ছে ৷ ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে রেলকে । লাটে উঠেছে শারীরিক দূরত্ব । বহু মানুষ মাস্ক ছাড়াই উঠে পড়ছেন ট্রেনে ।

আরও পড়ুন : Sree Bhumi Sporting Club Durga Puja : নবমী থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ শ্রীভূমির বুর্জ খলিফা

সরাসরি ভিড় প্রসঙ্গে বুর্জ খলিফাকে দায়ি না করলেও কারণ যে এটাই তা স্পষ্ট ৷ এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "স্টাফ স্পেশাল টেনগুলিতে যাতায়াত করে শুধুমাত্র রেলের কর্মী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন । কিন্তু পুজোর এই দিনগুলোতে বিধাননগর স্টেশনে প্রচুর ভিড় হচ্ছে ৷ পুজোর কটা দিন সাধারণ মানুষজনকে ট্রেন থেকে নামিয়ে দিতে গেলে একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে । তাই এহেন সিদ্ধান্ত নিয়েছে পূর্ব-রেল কর্তৃপক্ষ ।" তবে শিয়ালদা থেকে আপ ট্রেনগুলি বিধাননগর স্টেশনে থামবে ৷

আরও পড়ুন : Puja Parikrama : বুর্জ খলিফা দেখতে ভিড় শ্রীভূমিতে, পাইলটদের আপত্তিতে নিভল আলো

Last Updated : Oct 14, 2021, 5:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.