ETV Bharat / city

যারা বিশ্বভারতীর পবিত্রতা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের - বিশ্বভারতীর পবিত্রতা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

বিশ্বভারতীর ঘটনা নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে 17 অগাস্টের ঘটনাকে লজ্জাজনক বলেছেন রাজ্যপাল৷

there-is-outrage-all-over-at-vandalism
রাজ্যপাল
author img

By

Published : Aug 18, 2020, 5:54 PM IST

Updated : Aug 18, 2020, 6:40 PM IST

কলকাতা, 18 অগাস্ট: বিশ্বভারতীর ঘটনা নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এই মর্মে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। সেই চিঠি টুইটারে তুলে ধরে তিনি লেখেন, বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনায় সর্বত্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ৷ রাজ্য সরকারের কাছে আবেদন, যারা বিশ্বভারতী চত্বরের পবিত্রতা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ৷

টুইটারে রাজ্যপাল লেখেন, "সময় হয়েছে ৷ এবার কবিগুরুর প্রিয় বিশ্বভারতীর ঐতিহ্যবাহী চরিত্রকে বাঁচাতে ব্যবস্থা নিতেই হবে ৷ আমাদের সকলকেই এই কাজে হাত লাগাতে হবে৷"

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে 17 অগাস্টের ঘটনাকে লজ্জাজনক বলেছেন রাজ্যপাল ৷ তিনি এও বলেন, পুলিশের সামনে যারা ধ্বংসলীলা চালিয়েছে তারা আইনের পরোয়া করে বলে মনে হয়নি৷ এপ্রসঙ্গে টুইটারে রাজ্যপাল লেখেন, "সমাজে ঠিক-ভুলের একটা লক্ষ্মণরেখা থাকা উচিত ৷ যা ভুল তথা অন্যায় তাকে চিহ্নিত করে ব্যবস্থা নিতেই হবে ৷ গতকাল বিশ্বভারতীতে যে চিত্র দেখা গেছে তা অবক্ষয়ের৷"

  • Every society draws a redline between the right and wrong: a wrong must be recognised, punished and seen that it does not recur. A departure from this practice only ensues degeneration. This was the scenario on August 17 at VBU.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তাল বিশ্বভারতী চত্বর । গতকাল বোলপুর-শান্তিনিকেতনের কয়েক হাজার মানুষ জড়ো হয়ে প্রাচীরের নির্মাণ সামগ্রী ভেঙে দেয় । JCB মেশিন এনে ভেঙে দেওয়া হয় কংক্রিটের গেট । ভাঙচুর চালানো হয় বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিসে । অভিযোগ, লুটপাট করা হয় নির্মাণ সামগ্রীও । ঘটনায় দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশচন্দ্র বাউড়িসহ বেশ কয়েকজনের নামে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে । নাম রয়েছে ব্যবসায়ী সমিতির কর্তাব্যক্তিদেরও। এখনও পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

কলকাতা, 18 অগাস্ট: বিশ্বভারতীর ঘটনা নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এই মর্মে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। সেই চিঠি টুইটারে তুলে ধরে তিনি লেখেন, বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনায় সর্বত্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ৷ রাজ্য সরকারের কাছে আবেদন, যারা বিশ্বভারতী চত্বরের পবিত্রতা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ৷

টুইটারে রাজ্যপাল লেখেন, "সময় হয়েছে ৷ এবার কবিগুরুর প্রিয় বিশ্বভারতীর ঐতিহ্যবাহী চরিত্রকে বাঁচাতে ব্যবস্থা নিতেই হবে ৷ আমাদের সকলকেই এই কাজে হাত লাগাতে হবে৷"

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে 17 অগাস্টের ঘটনাকে লজ্জাজনক বলেছেন রাজ্যপাল ৷ তিনি এও বলেন, পুলিশের সামনে যারা ধ্বংসলীলা চালিয়েছে তারা আইনের পরোয়া করে বলে মনে হয়নি৷ এপ্রসঙ্গে টুইটারে রাজ্যপাল লেখেন, "সমাজে ঠিক-ভুলের একটা লক্ষ্মণরেখা থাকা উচিত ৷ যা ভুল তথা অন্যায় তাকে চিহ্নিত করে ব্যবস্থা নিতেই হবে ৷ গতকাল বিশ্বভারতীতে যে চিত্র দেখা গেছে তা অবক্ষয়ের৷"

  • Every society draws a redline between the right and wrong: a wrong must be recognised, punished and seen that it does not recur. A departure from this practice only ensues degeneration. This was the scenario on August 17 at VBU.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তাল বিশ্বভারতী চত্বর । গতকাল বোলপুর-শান্তিনিকেতনের কয়েক হাজার মানুষ জড়ো হয়ে প্রাচীরের নির্মাণ সামগ্রী ভেঙে দেয় । JCB মেশিন এনে ভেঙে দেওয়া হয় কংক্রিটের গেট । ভাঙচুর চালানো হয় বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিসে । অভিযোগ, লুটপাট করা হয় নির্মাণ সামগ্রীও । ঘটনায় দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশচন্দ্র বাউড়িসহ বেশ কয়েকজনের নামে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে । নাম রয়েছে ব্যবসায়ী সমিতির কর্তাব্যক্তিদেরও। এখনও পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

Last Updated : Aug 18, 2020, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.