ETV Bharat / city

ইস্ট-ওয়েস্টের ব্যাপারে মতামত দেওয়ার জন্য বিশেষজ্ঞ নেই

author img

By

Published : Jan 7, 2020, 11:50 PM IST

প্রধান বিচারপতির নির্দেশ, মেট্রোরেল যে রিপোর্ট দিয়েছে তা খতিয়ে দেখুক জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং 7 ফেব্রুয়ারি সে সংক্রান্ত রিপোর্ট দিক ৷

there is no expart who can give opinion about east west metro work should be started or not
প্রতীকী ছবি

কলকাতা, 7 জানুয়ারি : বউবাজারে ফের ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু করার ব্যাপারে রাজ্যের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আজ হাইকোর্টে হলফনামা দিয়ে জানায় তাদের এই ব্যাপারে মতামত দেওয়ার মত তেমন কোনও বিশেষজ্ঞ নেই । সে'জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ এবং কেন্দ্র সরকারের কোনও বিশেষজ্ঞ সংস্থাকে খতিয়ে দেখে 7 ফেব্রুয়ারি হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ দিল প্রধান বিচারপতি TBN রাধাকৃষ্ণাণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । 7 ফেব্রুয়ারি আবার এই মামলার শুনানি হবে । আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ যেমন বন্ধ ছিল তেমনই থাকবে ।

আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মেট্রোরেল ও রাজ্যের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ রিপোর্ট পেশ করে । সেই রিপোর্টে রাজ্যের তরফে হলফনামা দিয়ে জানানো হয়েছে, রাজ্যে এই ধরনের কোনও বিশেষজ্ঞ নেই, যে বা যারা মতামত দিতে পারবে । প্রধান বিচারপতির নির্দেশ, মেট্রোরেল যে রিপোর্ট দিয়েছে তা খতিয়ে দেখুক জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং 7 ফেব্রুয়ারি সে সংক্রান্ত রিপোর্ট দিক ৷

এর আগে 20 ডিসেম্বর ইস্ট-ওয়েস্ট মেট্রোরেলের বকেয়া কাজ কবে থেকে শুরু করা যাবে সে ব্যাপারে স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট কমিটিকে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে বসে পর্যালোচনা করার নির্দেশ দেয় হাইকোর্ট । দু'পক্ষকে বসে কী সিদ্ধান্ত নেওয়া হল সেটা হাইকোর্টকে জানাতে বলা হয়েছে ।

কলকাতা, 7 জানুয়ারি : বউবাজারে ফের ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু করার ব্যাপারে রাজ্যের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আজ হাইকোর্টে হলফনামা দিয়ে জানায় তাদের এই ব্যাপারে মতামত দেওয়ার মত তেমন কোনও বিশেষজ্ঞ নেই । সে'জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ এবং কেন্দ্র সরকারের কোনও বিশেষজ্ঞ সংস্থাকে খতিয়ে দেখে 7 ফেব্রুয়ারি হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ দিল প্রধান বিচারপতি TBN রাধাকৃষ্ণাণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । 7 ফেব্রুয়ারি আবার এই মামলার শুনানি হবে । আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ যেমন বন্ধ ছিল তেমনই থাকবে ।

আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মেট্রোরেল ও রাজ্যের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ রিপোর্ট পেশ করে । সেই রিপোর্টে রাজ্যের তরফে হলফনামা দিয়ে জানানো হয়েছে, রাজ্যে এই ধরনের কোনও বিশেষজ্ঞ নেই, যে বা যারা মতামত দিতে পারবে । প্রধান বিচারপতির নির্দেশ, মেট্রোরেল যে রিপোর্ট দিয়েছে তা খতিয়ে দেখুক জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং 7 ফেব্রুয়ারি সে সংক্রান্ত রিপোর্ট দিক ৷

এর আগে 20 ডিসেম্বর ইস্ট-ওয়েস্ট মেট্রোরেলের বকেয়া কাজ কবে থেকে শুরু করা যাবে সে ব্যাপারে স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট কমিটিকে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে বসে পর্যালোচনা করার নির্দেশ দেয় হাইকোর্ট । দু'পক্ষকে বসে কী সিদ্ধান্ত নেওয়া হল সেটা হাইকোর্টকে জানাতে বলা হয়েছে ।

Intro:মানস নস্কর

বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ পুনরায় শুরু করার ব্যাপারে মতামত দেওয়ার মতো বিশেষজ্ঞ নেই রাজ্যের, হাইকোর্টে হলফনামা দিয়ে জানালো রাজ্য

কলকাতা 7 জনুয়ারি:
বউবাজারে পুনরায় ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ শুরু করার ব্যাপারে রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আজ হাইকোর্টে হলফনামা দিয়ে জানালো তাদের এই ব্যাপারে মতামত দেওয়ার মত তেমন কোনো বিশেষজ্ঞ নেই। সেই জন্য হাইকোর্ট মেট্রোরেল কর্তৃপক্ষ এবং কেন্দ্র সরকারের কোন বিশেষজ্ঞ সংস্থাকে খতিয়ে দেখে আগামী 7 ফেব্রুয়ারি হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ দিল প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ওঅরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ। 7 ফেব্রুয়ারি আবার এই মামলার শুনানি। আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ যেমন বন্ধ ছিল তেমন বন্ধ থাকবে।


Body:আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মেট্রোরেল ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে রাজ্যের তর ফলকনামা দিকে জানানো হয়েছে, রাজ্যের এই ধরনের কোনো বিশেষজ্ঞ নেই যারা মতামত দিতে পারবে। হলে মেট্রো রেল যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট খতিয়ে দেখার জন্য প্রধান বিচারপতি মেট্রোরেলের কোন নিরপেক্ষ সংস্থা যারা বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত ব্যাপারে পারদর্শী অথবা কোন কেন্দ্র সরকারি সংস্থা পুরো বিষয়টি খতিয়ে দেখে আগামী 7 জানুয়ারি দিক, এটাই নির্দেশ প্রধান বিচারপতির।

এর আগে 20 ডিসেম্বর
ইস্ট ওয়েস্ট মেট্রোরেলের বকেয়া কাজ কবে থেকে শুরু করা যাবে সে ব্যাপারে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি কে মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে বসে পর্যালোচনা করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণাণ অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । দুই পক্ষ বসে কি সিদ্ধান্ত নিল সেটা জানাতে বলা হয় হাইকোর্টকে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.