ETV Bharat / city

WBJEE 2021 Result : প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, 99 শতাংশই কৃতকার্য - প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল ৷ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুর আড়াইটেয় ফল প্রকাশ করল কর্তৃপক্ষ ৷ ব়্যাঙ্ক কার্ড পাওয়া গেলএদিনই সাড়ে তিনটেয় ৷ 99 শতাংশ পরীক্ষার্থীই কৃৃতকার্য হয়েছেন ৷

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল
প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল
author img

By

Published : Aug 6, 2021, 2:48 PM IST

Updated : Aug 6, 2021, 3:14 PM IST

কলকাতা, 6 অগস্ট : প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল ৷ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুর আড়াইটেয় ফল প্রকাশ করল কর্তৃপক্ষ ৷ ব়্যাঙ্ক কার্ড পাওয়া গেল এদিনই সাড়ে তিনটেয় ৷ 13 অগস্ট শুরু হবে কাউন্সেলিং ৷

এবারে জয়েন্টে প্রথম হয়েছেন রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে ৷ দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া জিলা স্কুলের সৌম্যজিৎ দত্ত ৷ তৃতীয় স্থানে রয়েছেন শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের ব্রতীন মণ্ডল ৷ পরবর্তী স্থানাধিকারীরা যথাক্রমে, চতুর্থ অঙ্কিত মণ্ডল, পঞ্চম গৌরব দাস, ষষ্ঠ আযুষ গুপ্ত, সপ্তম ঋতম দাশগুপ্ত, অষ্টম সপ্তার্শ্ব ভট্টাচার্য, নবম ঋষভ কেজরীবাল এবং দশম স্থানে রয়েছেন সৌহার্দ্য দত্ত ।

92 হাজার 695 জন প্রার্থী পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিলআপ করেছিল ৷ তার মধ্যে 71 শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে ৷ করোনা পরিস্থিতিতে এবারে অনেকেই পরীক্ষা কেন্দ্র অবধি পৌঁছতে পারেনি ৷ এবারে মোট 65 হাজার 170 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে ৷ তার মধ্যে প্রায় 99 শতাংশ পরীক্ষার্থীই কৃতকার্য হয়েছে ৷ তার সংখ্যাটি হল 64 হাজার 850 জন ৷ এবারে মোট 74 শতাংশ ছাত্র এবং 26 শতাংশ ছাত্রী পরীক্ষায় বসেছিল ৷

বেলা সাড়ে 3টে থেকে বোর্ডের ওয়েবসাইট মারফৎ ফল জানতে পারল পরীক্ষার্থীরা । অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ব়্যাঙ্ক কার্ড (Rank Card 2021) জানতে পারে তারা ৷ পরীক্ষার্থীরা দু'টি ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে ৷ সেগুলি হল- https://wbjeeb.nic.in/ এবং wbjeeb.in/।

আরও পড়ুন : JEE : কোভিড আবহে সশরীরে পরীক্ষা, জয়েন্টের পরীক্ষার্থীদের জন্য কন্ট্রোল রুম খুলল রাজ্য

কলকাতা, 6 অগস্ট : প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল ৷ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুর আড়াইটেয় ফল প্রকাশ করল কর্তৃপক্ষ ৷ ব়্যাঙ্ক কার্ড পাওয়া গেল এদিনই সাড়ে তিনটেয় ৷ 13 অগস্ট শুরু হবে কাউন্সেলিং ৷

এবারে জয়েন্টে প্রথম হয়েছেন রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে ৷ দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া জিলা স্কুলের সৌম্যজিৎ দত্ত ৷ তৃতীয় স্থানে রয়েছেন শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের ব্রতীন মণ্ডল ৷ পরবর্তী স্থানাধিকারীরা যথাক্রমে, চতুর্থ অঙ্কিত মণ্ডল, পঞ্চম গৌরব দাস, ষষ্ঠ আযুষ গুপ্ত, সপ্তম ঋতম দাশগুপ্ত, অষ্টম সপ্তার্শ্ব ভট্টাচার্য, নবম ঋষভ কেজরীবাল এবং দশম স্থানে রয়েছেন সৌহার্দ্য দত্ত ।

92 হাজার 695 জন প্রার্থী পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিলআপ করেছিল ৷ তার মধ্যে 71 শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে ৷ করোনা পরিস্থিতিতে এবারে অনেকেই পরীক্ষা কেন্দ্র অবধি পৌঁছতে পারেনি ৷ এবারে মোট 65 হাজার 170 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে ৷ তার মধ্যে প্রায় 99 শতাংশ পরীক্ষার্থীই কৃতকার্য হয়েছে ৷ তার সংখ্যাটি হল 64 হাজার 850 জন ৷ এবারে মোট 74 শতাংশ ছাত্র এবং 26 শতাংশ ছাত্রী পরীক্ষায় বসেছিল ৷

বেলা সাড়ে 3টে থেকে বোর্ডের ওয়েবসাইট মারফৎ ফল জানতে পারল পরীক্ষার্থীরা । অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ব়্যাঙ্ক কার্ড (Rank Card 2021) জানতে পারে তারা ৷ পরীক্ষার্থীরা দু'টি ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে ৷ সেগুলি হল- https://wbjeeb.nic.in/ এবং wbjeeb.in/।

আরও পড়ুন : JEE : কোভিড আবহে সশরীরে পরীক্ষা, জয়েন্টের পরীক্ষার্থীদের জন্য কন্ট্রোল রুম খুলল রাজ্য

Last Updated : Aug 6, 2021, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.