ETV Bharat / city

অনিশ্চিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের প্রবেশিকার দিন - প্রবেশিকা পরীক্ষা

প্রতিবছর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে স্নাতক (PUBDET) ও স্নাতকোত্তরের (PUMDET) প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে থাকে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড। এবছরও রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু হয় নির্দিষ্ট সময়ে। এই বছর 9 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত স্নাতকের প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইন আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া চলেছিল। 11 ও 12 এপ্রিল হওয়ার কথা ছিল ওই প্রবেশিকা পরীক্ষা। কিন্তু, কোরোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে গত 23 মার্চ রাজ্য জয়েন্ট প্রবেশিকা বোর্ড বিজ্ঞপ্তি জারি করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের প্রবেশিকা পরীক্ষা স্থগিত করে দেয়।

presidency university
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
author img

By

Published : May 4, 2020, 11:36 PM IST

কলকাতা, 4 মে: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে আগেই। এবার অনিশ্চিত হয়ে গেল প্রেসিডেন্সির স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষার দিনও। পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই পরীক্ষার দিন সম্পর্কে বলা হয়েছে, সঠিক সময়ে পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হবে।

প্রতিবছর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে স্নাতক (PUBDET) ও স্নাতকোত্তরের (PUMDET) প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে থাকে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড। এবছরও রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু হয় নির্দিষ্ট সময়ে। এই বছর 9 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত স্নাতকের প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইন আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া চলেছিল। 11 ও 12 এপ্রিল হওয়ার কথা ছিল ওই প্রবেশিকা পরীক্ষা। কিন্তু, কোরোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে গত 23 মার্চ রাজ্য জয়েন্ট প্রবেশিকা বোর্ড বিজ্ঞপ্তি জারি করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের প্রবেশিকা পরীক্ষা স্থগিত করে দেয়।

স্নাতকের প্রবেশিকা পরীক্ষা স্থগিত হওয়ার পরেই স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষার ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছিল সংশ্লিষ্ট মহলে। এই বছর PUMDET-এর জন্য প্রাথমিক পর্যায়ে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলেছিল 12 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত। যদিও তারমধ্যেই COVID-19 প্রতিরোধে চালু হয়ে যায় লকডাউন। তাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 26 মার্চের বদলে বাড়িয়ে 20 এপ্রিল করা হয়েছিল। প্রথম দিকে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ডের ওয়েবসাইটে 2020 সালের PUMDET পরীক্ষার সম্ভাব্য দিন দেওয়া ছিল, 21 জুন। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে সেই তারিখটি আর দেওয়া নেই ওয়েবসাইটে।

পরীক্ষার দিনের জায়গায় নির্দিষ্ট তারিখের পরিবর্তে লেখা আছে, পরীক্ষার দিন সঠিক সময়ে ঘোষণা করা হবে। সবমিলিয়ে অনিশ্চিত হয়ে গেল প্রেসিডেন্সির স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষার দিনও।

কলকাতা, 4 মে: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে আগেই। এবার অনিশ্চিত হয়ে গেল প্রেসিডেন্সির স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষার দিনও। পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই পরীক্ষার দিন সম্পর্কে বলা হয়েছে, সঠিক সময়ে পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হবে।

প্রতিবছর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে স্নাতক (PUBDET) ও স্নাতকোত্তরের (PUMDET) প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে থাকে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড। এবছরও রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু হয় নির্দিষ্ট সময়ে। এই বছর 9 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত স্নাতকের প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইন আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া চলেছিল। 11 ও 12 এপ্রিল হওয়ার কথা ছিল ওই প্রবেশিকা পরীক্ষা। কিন্তু, কোরোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে গত 23 মার্চ রাজ্য জয়েন্ট প্রবেশিকা বোর্ড বিজ্ঞপ্তি জারি করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের প্রবেশিকা পরীক্ষা স্থগিত করে দেয়।

স্নাতকের প্রবেশিকা পরীক্ষা স্থগিত হওয়ার পরেই স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষার ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছিল সংশ্লিষ্ট মহলে। এই বছর PUMDET-এর জন্য প্রাথমিক পর্যায়ে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলেছিল 12 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত। যদিও তারমধ্যেই COVID-19 প্রতিরোধে চালু হয়ে যায় লকডাউন। তাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 26 মার্চের বদলে বাড়িয়ে 20 এপ্রিল করা হয়েছিল। প্রথম দিকে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ডের ওয়েবসাইটে 2020 সালের PUMDET পরীক্ষার সম্ভাব্য দিন দেওয়া ছিল, 21 জুন। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে সেই তারিখটি আর দেওয়া নেই ওয়েবসাইটে।

পরীক্ষার দিনের জায়গায় নির্দিষ্ট তারিখের পরিবর্তে লেখা আছে, পরীক্ষার দিন সঠিক সময়ে ঘোষণা করা হবে। সবমিলিয়ে অনিশ্চিত হয়ে গেল প্রেসিডেন্সির স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষার দিনও।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.