ETV Bharat / city

Assembly By Election: উপনির্বাচনের ফল আশানুরূপ হয়নি, প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রাজ্য বিজেপির - প্রতাপ বন্দ্যোপাধ্যায়

বিধানসভার তিন কেন্দ্রের নির্বাচন এবং উপনির্বাচনের এই ফল বিজেপি আশা করেনি ৷ আজ এমনটাই জানানো হয়েছে রাজ্য বিজেপির তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে ৷ সেইসঙ্গে রাজ্যে উপনির্বাচন করানোয় প্রশাসনের ভূমিকার সমালোচনাও করা হয়েছে বিজেপির তরফে ৷

The outcome of three Assembly by-polls in WB arent in line with our expectation says by State BJP
উপনির্বাচনের ফল আশানুরূপ হয়নি, প্রেস বিজ্ঞপ্তি রাজ্য বিজেপি’র
author img

By

Published : Oct 3, 2021, 8:01 PM IST

কলকাতা, 3 অক্টোবর : রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের ভোটের এই ফল বিজেপি আশা করেনি ৷ তবে, মুখ্যমন্ত্রিত্ব বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যার অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় ৷ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছেন তিনি ৷ তবে, মানুষের রায়কে বিজেপি সম্মানের সঙ্গে মেনে নিয়েছে বলেও জানিয়েছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা ৷ প্রসঙ্গত, আজ রাজ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিপুল ভোটে জিতেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যাপাধ্যায় ৷ অন্যদিকে, জঙ্গিপুর এবং সামশেরগঞ্জেও বিজেপিকে রীতিমত ধুলিসাৎ করে দিয়েছে শাসকশিবির ৷

এদিন বিজেপির তরফে দুই বিধানসভা কেন্দ্রে নির্বাচন এবং এক উপনির্বাচনের ফল নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেখানে রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় হার স্বীকার করে নিলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতন্ত্রকে উপেক্ষা করার অভিযোগ তুলেছেন ৷ নন্দীগ্রাম নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘‘নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নাস্তানাবুদ হওয়ার পর হয়তো ভবানীপুর কেন্দ্র থেকে আবারও ফিরে এলেন ৷ কিন্তু, একজন হেরে যাওয়া প্রার্থী নিজের মুখ্যমন্ত্রিত্ব বাঁচাতে গণতন্ত্রের নিয়ম এবং ক্ষমতার অপব্যবহার করেছেন ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুরে জিতে ভারতের পথে আরও একধাপ মমতার

এ প্রসঙ্গে ভবানীপুরের উপনির্বাচন নিয়ে রাজ্যের মুখ্যসচিবের ভূমিকার প্রসঙ্গও তুলে ধরেন প্রতাপ বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ করেন, করোনা পরিস্থিতির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুখ্য়সচিবের নির্দেশে নির্বাচন ঘোষণা করা হয়েছিল ৷ এমনকি স্বাধীন ভারতে এর আগে ভোট পরবর্তী হিংসার এমন ছবি কোনও রাজ্যে দেখা যায়নি বলেও, প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিজেপি ৷ নির্বাচন পুরোপুরি রাজ্য প্রশাসনের মদতে হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে ৷

আরও পড়ুন : Mamata Banerjee wins bhabanipur bypoll : নিজের মেয়েকেই চাইল ভবানীপুর

প্রসঙ্গত, পুরো প্রেস বিজ্ঞপ্তিতে তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এবং প্রশাসনের ভূমিকার সমালোচনা করতে দেখা গিয়েছে রাজ্য বিজেপিকে ৷ এমনকি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে কলকাতা পুলিশের নজরদারির সমালোচনাও করেছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি ৷ বিজেপির ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, নির্বাচন ও উপনির্বাচেনর ফল যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের আমলে গোটা রাজ্যে বেহাল সড়ক, ভেঙে পড়া পরিকাঠামো, বেহাল নিকাশি ব্যবস্থা এবং ভয়াবহ আইনশৃঙ্খলা খুবই চিন্তার বিষয় ৷

আরও পড়ুন : Mamata Banerjee : 2011-র রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতার

কলকাতা, 3 অক্টোবর : রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের ভোটের এই ফল বিজেপি আশা করেনি ৷ তবে, মুখ্যমন্ত্রিত্ব বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যার অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় ৷ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছেন তিনি ৷ তবে, মানুষের রায়কে বিজেপি সম্মানের সঙ্গে মেনে নিয়েছে বলেও জানিয়েছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা ৷ প্রসঙ্গত, আজ রাজ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিপুল ভোটে জিতেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যাপাধ্যায় ৷ অন্যদিকে, জঙ্গিপুর এবং সামশেরগঞ্জেও বিজেপিকে রীতিমত ধুলিসাৎ করে দিয়েছে শাসকশিবির ৷

এদিন বিজেপির তরফে দুই বিধানসভা কেন্দ্রে নির্বাচন এবং এক উপনির্বাচনের ফল নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেখানে রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় হার স্বীকার করে নিলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতন্ত্রকে উপেক্ষা করার অভিযোগ তুলেছেন ৷ নন্দীগ্রাম নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘‘নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নাস্তানাবুদ হওয়ার পর হয়তো ভবানীপুর কেন্দ্র থেকে আবারও ফিরে এলেন ৷ কিন্তু, একজন হেরে যাওয়া প্রার্থী নিজের মুখ্যমন্ত্রিত্ব বাঁচাতে গণতন্ত্রের নিয়ম এবং ক্ষমতার অপব্যবহার করেছেন ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুরে জিতে ভারতের পথে আরও একধাপ মমতার

এ প্রসঙ্গে ভবানীপুরের উপনির্বাচন নিয়ে রাজ্যের মুখ্যসচিবের ভূমিকার প্রসঙ্গও তুলে ধরেন প্রতাপ বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ করেন, করোনা পরিস্থিতির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুখ্য়সচিবের নির্দেশে নির্বাচন ঘোষণা করা হয়েছিল ৷ এমনকি স্বাধীন ভারতে এর আগে ভোট পরবর্তী হিংসার এমন ছবি কোনও রাজ্যে দেখা যায়নি বলেও, প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিজেপি ৷ নির্বাচন পুরোপুরি রাজ্য প্রশাসনের মদতে হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে ৷

আরও পড়ুন : Mamata Banerjee wins bhabanipur bypoll : নিজের মেয়েকেই চাইল ভবানীপুর

প্রসঙ্গত, পুরো প্রেস বিজ্ঞপ্তিতে তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এবং প্রশাসনের ভূমিকার সমালোচনা করতে দেখা গিয়েছে রাজ্য বিজেপিকে ৷ এমনকি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে কলকাতা পুলিশের নজরদারির সমালোচনাও করেছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি ৷ বিজেপির ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, নির্বাচন ও উপনির্বাচেনর ফল যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের আমলে গোটা রাজ্যে বেহাল সড়ক, ভেঙে পড়া পরিকাঠামো, বেহাল নিকাশি ব্যবস্থা এবং ভয়াবহ আইনশৃঙ্খলা খুবই চিন্তার বিষয় ৷

আরও পড়ুন : Mamata Banerjee : 2011-র রেকর্ড ভেঙে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.