কলকাতা, 22 মে : আমফান ঘূর্ণিঝড়ের আতঙ্ক । তারই মধ্যে কোরোনা নিয়ে আশঙ্কাও বেড়ে চলেছে । গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ল 94 । একদিনে মৃত্যু হয়েছে 6 জনের । সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 3 হাজার 197 । স্বাস্থ্য দপ্তরের দাবি অনুযায়ী মৃতের সংখ্যা 187 ।
দিনের-পর-দিন পাল্লা দিয়ে বেড়ে চলেছে কোরোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা । যা নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা । গতকাল এক ধাক্কায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ল বেশ অনেকটা । আমফান ঘূর্ণিঝড়ের দাপটে কোরোনা সংক্রমণের আশঙ্কা নিয়ে অনেকটা উদাসীন হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ । সে কারণেই আক্রান্তের সংখ্যা একটু বেড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । যদিও চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই দাবির সঙ্গে সহমত নন । বেশ কিছুদিন যাবৎ রাজ্য সরকারের ল্যাবটরিতে 7 থেকে 8 হাজারের মতো পরীক্ষা হয়ে চলেছে ।
গতকাল আমফানের বিপর্যস্ত অবস্থার ফলে কোরোনা পরীক্ষায় ব্যাঘাত ঘটেছে । বিভিন্ন কেন্দ্রে ডাক্তাররা হাজির থাকলেও সমস্যা হয় পরীক্ষা যাঁদের করা হবে তাঁদের নিয়ে। ফলে গত একদিনে মাত্র 4 হাজার 242 টি পরীক্ষা করা হয়েছে । যা অন্যান্য দিনগুলির তুলনায় অর্ধেক । বর্তমানে ল্যাবরেটরির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট 30। স্বাস্থ্য ভবনের দেওয়া তথ্য অনুযায়ী মোটা আক্রান্তের 80 থেকে 85 শতাংশ 5 জেলার বাসিন্দা । এই জেলাগুলি হল কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর । বাকি জেলাগুলো থেকে সেভাবে আক্রান্তের রিপোর্ট আসেনি ।