কলকাতা, 15 মে : কয়েকদিনের তুলনায় এবার কলকাতায় এক ধাক্কায় অনেকটাই কমল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 339 থেকে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমে দাঁড়াল 286 ।
নবান্ন সূত্রে খবর, কলকাতাকে রেড জ়োন থেকে গ্রিনজ়োনে আনতে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করার উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন । কয়েকদিন ধরেই কলকাতার কনটেনমেন্ট জ়োনের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছিল । তবে আজ কিছুটা স্বস্তি ফিরল । কলকাতায় এক ধাক্কায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেশ অনেকটাই কমায় কোরোনা যুদ্ধে ফের আশার আলো দেখছে রাজ্য প্রশাসন । স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 339 থেকে আজ কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমে দাঁড়াল 286 ।
রেড জ়োনে থাকা কলকাতাকে দ্রুত অরেঞ্জ ও গ্রিন জ়োনে আনাই মূল লক্ষ্য । যার জন্য একাধিক পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন । আগামী কয়েকদিনে কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা আরও কমে যাবে বলে আশাবাদী প্রশাসনিক আধিকারিকরা ।