কলকাতা, 12 মার্চ : নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রোতে যাতায়াত করতে প্রয়োজন নেই আলাদা আলাদা স্মার্ট কার্ডের ৷ একটি কার্ডই ব্যবহার করা যাবে উভয় ক্ষেত্রেই । ইস্ট-ওয়েস্ট মেট্রোর তরফে যে নতুন গেরুয়া রঙের স্মার্ট কার্ডটি যাত্রীদের দেওয়া হয়েছে সেটির উপর লেখা রয়েছে প্রাইড অফ টু সিটিজ় । নতুন এই কার্ড ব্যবহার করা যাবে নর্থ সাউথ মেট্রোতেও ৷
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, নর্থ-সাউথের মতো ইস্ট-ওয়েস্ট মেট্রোর স্মার্ট কার্ডেরও বৈধতা থাকবে একবছর । নতুন এই স্মার্ট কার্ডে প্রাইড অফ টু সিটিজ় কথাটির মাধ্যমে আদতে কলকাতা ও হাওড়াকে বোঝানো হয়েছে । ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ সম্পূর্ণ হলে একদিকে কলকাতা ও অন্যদিকে হাওড়াকে যুক্ত করবে । নর্থ-সাউথের মতোই ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাতেও থাকছে চার ধরণের কার্ড ৷ জেনেরাল স্মার্ট কার্ড, টুরিস্ট স্মার্ট কার্ড, স্টুডেন্ট স্মার্ট কার্ড, MLA স্মার্ট কার্ড ।
মেট্রো রেলের প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ন্যূনতম 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে জেনেরাল স্মার্ট কার্ডটিতে । অন্যদিকে টুরিস্ট কার্ডে ন্যূনতম 250 টাকা থেকে 550 টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে । 250 টাকার কার্ডটির ক্ষেত্রে 3 দিনে যতবার ইচ্ছে পরিষেবা নেওয়া যাবে । অন্যদিকে 550 টাকার কার্ডটিতে 5 দিনে যতবার ইচ্ছে পরিষেবা নেওয়া যাবে।
পাশাপাশি স্টুডেন্ট স্মার্ট কার্ডের ক্ষেত্রে স্কুল, মাদ্রাসা বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য টিকিটের দামের উপর থাকবে 60 শতাংশ ছাড় ।