ETV Bharat / city

নয়া বিল পেশ হতেই সমাবর্তন স্থগিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

গতকাল বিধানসভায় রাজ্যপালের ক্ষমতা খর্ব করতে বিল পেশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে এবার স্থগিত হল রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান । আগামীকাল হরিণঘাটা ক্যাম্পাসে হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠান । তাতে রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী দু'জনেরই অংশগ্রহণ করার কথা ছিল ।

university-suspended-the-commemoration-ceremony
'সমাবর্তন' স্থগিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
author img

By

Published : Dec 11, 2019, 4:42 PM IST

Updated : Dec 11, 2019, 10:09 PM IST

কলকাতা, ১১ ডিসেম্বর : রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে স্থগিত হল রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান । আগামীকাল হরিণঘাটা ক্যাম্পাসে হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠান । তাতে রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী দু'জনেরই অংশগ্রহণ করার কথা ছিল । কিন্তু, সমাবর্তনের আগের দিনই মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে সমাবর্তন স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে । বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, নয়া বিধি মেনেই পরবর্তীকালে সমাবর্তন অনুষ্ঠান করা হবে ।

একাধিকবার রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এসেছে । গতকাল সেই সংঘাত চরমে পৌঁছেছিল । গতকাল বিধানসভায় আচার্যের ক্ষমতা খর্ব করতে বিল পেশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষামন্ত্রীর পেশ করা বিলে রয়েছে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কাজে রাজ্যপাল তথা আচার্যের যে ভূমিকা সবদিক থেকে খর্ব করা হচ্ছে । সেই বিলে রয়েছে, সমাবর্তনের কোনও কাজে রাজ্যপাল আর হস্তক্ষেপ করতে পারবেন না । শিক্ষা দপ্তরের মাধ্যমে উপাচার্যকে সিদ্ধান্ত নিতে হবে । এবার থেকে শিক্ষা দপ্তরের মাধ্যমে রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের কাছে প্রস্তাব পাঠাতে হবে । সমাবর্তনে সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়ার ক্ষেত্রে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের দেওয়া তালিকার উপরে কাটছাঁট করার সুযোগ পেতেন । নয়া বিধি অনুযায়ী এবার থেকে বিশ্ববিদ্যালয় তালিকা পাঠাবে শিক্ষা দপ্তরকে । শিক্ষা দপ্তর তালিকা পাঠাবে রাজ্যপালকে । উপাচার্য নিয়োগ, পরিচালন সমিতির নিয়োগের ক্ষেত্রেও খর্ব করা হচ্ছে রাজ্যপালের ভূমিকা ।

university-suspended-the-commemoration-ceremony
'সমাবর্তন' স্থগিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

গতকাল এই বিল পেশ হওয়ার পরই আজ ১১তম সমাবর্তন স্থগিত রাখার ঘোষণা করল মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) । সমাবর্তন স্থগিত রাখার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ১২ ডিসেম্বর হরিণঘাটা ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হল । তবে কবে হবে সমাবর্তন? জানানো হয়নি বিজ্ঞপ্তিতে । কেনই বা হঠাৎ সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হল । তা নিয়ে কিছু বলতে চাননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তবে, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ বিশ্ববিদ্যালয়ের সব অংশীদারদের নিয়ে উপাচার্য সৈকত মৈত্রের সভাপতিত্বে একটি বৈঠক হয় । সেখানেই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে আগামীকালের সমাবর্তন স্থগিত রাখার । জানা গেছে, পরবর্তীকালে নতুন বিল মেনেই সমাবর্তন অনুষ্ঠান করবে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । তা ইতিমধ্যেই রাজভবনে জানিয়ে দেওয়া হয়েছে ।

সমাবর্তন স্থগিত ইশুতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি জানি না ৷ আমি এব্যাপারে কোনও খবর রাখিনি ৷ আমি খুব কম সমাবর্তনে যাই বা বিশ্বলিদ্যালয়ে ঘুরে বেড়ায় ৷ অধিকার কেউ কাউকে দেয় না ৷ অধিকার অর্জন করে নিতে হয় ৷ আর যে অধিকার নেই, সেখানে ঢোকা উচিত নয় ৷"

জানা গেছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে 17 ডিসেম্বর গর্ভনিংবডির বৈঠক হওয়ার কথা ছিল ৷ জানা গেছে সেই বৈঠক স্থগিত করে দেওয়া হয়েছে ৷ সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যপালের ৷ অনিবার্য কারণ বশত তা স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়েছে রাজভবনে ৷ যদিও এবিষয়ে প্রেসিডেন্সির রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার ও উপাচার্য অনুরাধা লোহিয়াকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি ৷

কলকাতা, ১১ ডিসেম্বর : রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে স্থগিত হল রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান । আগামীকাল হরিণঘাটা ক্যাম্পাসে হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠান । তাতে রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী দু'জনেরই অংশগ্রহণ করার কথা ছিল । কিন্তু, সমাবর্তনের আগের দিনই মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে সমাবর্তন স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে । বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, নয়া বিধি মেনেই পরবর্তীকালে সমাবর্তন অনুষ্ঠান করা হবে ।

একাধিকবার রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এসেছে । গতকাল সেই সংঘাত চরমে পৌঁছেছিল । গতকাল বিধানসভায় আচার্যের ক্ষমতা খর্ব করতে বিল পেশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষামন্ত্রীর পেশ করা বিলে রয়েছে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কাজে রাজ্যপাল তথা আচার্যের যে ভূমিকা সবদিক থেকে খর্ব করা হচ্ছে । সেই বিলে রয়েছে, সমাবর্তনের কোনও কাজে রাজ্যপাল আর হস্তক্ষেপ করতে পারবেন না । শিক্ষা দপ্তরের মাধ্যমে উপাচার্যকে সিদ্ধান্ত নিতে হবে । এবার থেকে শিক্ষা দপ্তরের মাধ্যমে রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের কাছে প্রস্তাব পাঠাতে হবে । সমাবর্তনে সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়ার ক্ষেত্রে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের দেওয়া তালিকার উপরে কাটছাঁট করার সুযোগ পেতেন । নয়া বিধি অনুযায়ী এবার থেকে বিশ্ববিদ্যালয় তালিকা পাঠাবে শিক্ষা দপ্তরকে । শিক্ষা দপ্তর তালিকা পাঠাবে রাজ্যপালকে । উপাচার্য নিয়োগ, পরিচালন সমিতির নিয়োগের ক্ষেত্রেও খর্ব করা হচ্ছে রাজ্যপালের ভূমিকা ।

university-suspended-the-commemoration-ceremony
'সমাবর্তন' স্থগিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

গতকাল এই বিল পেশ হওয়ার পরই আজ ১১তম সমাবর্তন স্থগিত রাখার ঘোষণা করল মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) । সমাবর্তন স্থগিত রাখার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ১২ ডিসেম্বর হরিণঘাটা ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হল । তবে কবে হবে সমাবর্তন? জানানো হয়নি বিজ্ঞপ্তিতে । কেনই বা হঠাৎ সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হল । তা নিয়ে কিছু বলতে চাননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তবে, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ বিশ্ববিদ্যালয়ের সব অংশীদারদের নিয়ে উপাচার্য সৈকত মৈত্রের সভাপতিত্বে একটি বৈঠক হয় । সেখানেই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে আগামীকালের সমাবর্তন স্থগিত রাখার । জানা গেছে, পরবর্তীকালে নতুন বিল মেনেই সমাবর্তন অনুষ্ঠান করবে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । তা ইতিমধ্যেই রাজভবনে জানিয়ে দেওয়া হয়েছে ।

সমাবর্তন স্থগিত ইশুতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি জানি না ৷ আমি এব্যাপারে কোনও খবর রাখিনি ৷ আমি খুব কম সমাবর্তনে যাই বা বিশ্বলিদ্যালয়ে ঘুরে বেড়ায় ৷ অধিকার কেউ কাউকে দেয় না ৷ অধিকার অর্জন করে নিতে হয় ৷ আর যে অধিকার নেই, সেখানে ঢোকা উচিত নয় ৷"

জানা গেছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে 17 ডিসেম্বর গর্ভনিংবডির বৈঠক হওয়ার কথা ছিল ৷ জানা গেছে সেই বৈঠক স্থগিত করে দেওয়া হয়েছে ৷ সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যপালের ৷ অনিবার্য কারণ বশত তা স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়েছে রাজভবনে ৷ যদিও এবিষয়ে প্রেসিডেন্সির রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার ও উপাচার্য অনুরাধা লোহিয়াকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি ৷

Intro:কলকাতা, ১১ ডিসেম্বর: রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে এবার স্থগিত হল রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। আগামীকাল হরিণঘাটা ক্যাম্পাসে হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন। তাতে রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী দু'জনেরই অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু, সমাবর্তনের আগের দিনই মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে সমাবর্তন স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, নয়া বিধি মেনেই পরবর্তীকালে সমাবর্তন অনুষ্ঠান করা হবে।
Body:ক্ষমতায় আসার পর থেকেই একাধিকবার রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এসেছে। গতকাল চরমে পৌঁছেছে সেই সংঘাত। গতকাল বিধানসভায় আচার্যের ক্ষমতা খর্ব করতে বিধি পেশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর পেশ করা সেই বিধিতে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কাজে রাজ্যপাল তথা আচার্যের যে ভূমিকা ছিল তা সবদিক থেকে খর্ব করা হচ্ছে। সেই বিধিতে বলা হয়েছে, সমাবর্তনের কোনও কাজে রাজ্যপাল আর হস্তক্ষেপ করতে পারবেন না। শিক্ষা দপ্তরের মাধ্যমে উপাচার্যকে সিদ্ধান্ত নিতে হবে। এবার থেকে শিক্ষা দপ্তরের মাধ্যমে রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের কাছে প্রস্তাব পাঠাতে হবে। সমাবর্তনে সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়ার ক্ষেত্রে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের দেওয়া তালিকার উপরে কাট ছাঁট করার সুযোগ পেতেন। নয়া বিধি অনুযায়ী এবার থেকে বিশ্ববিদ্যালয় তালিকা পাঠাবে শিক্ষা দপ্তরকে। শিক্ষা দপ্তর তালিকা পাঠাবে রাজ্যপালকে। কিন্তু, সেক্ষেত্রে তালিকা কাটছাঁট করার সুযোগ পাবেন না রাজ্যপাল। উপাচার্য নিয়োগ, পরিচালন সমিতির নিয়োগের ক্ষেত্রেও খর্ব করা হচ্ছে রাজ্যপালের ভূমিকা।

গতকাল এই বিধি পেশ হওয়ার পরই আজ ১১তম সমাবর্তন স্থগিত রাখার ঘোষণা করল মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT)। সমাবর্তন স্থগিত রাখার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ১২ ডিসেম্বর হরিণঘাটা ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হল। কবে হবে সমাবর্তন? জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। কেনই বা হঠাৎ সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হল। তা নিয়ে কিছু বলতে চাননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ বিশ্ববিদ্যালয়ের সব অংশীদারদের নিয়ে উপাচার্য সৈকত মৈত্রের সভাপতিত্বে একটি বৈঠক হয়। সেখানেই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে আগামীকালের সমাবর্তন স্থগিত রাখার। জানা গেছে, পরবর্তীকালে নতুন বিধি মেনেই সমাবর্তন অনুষ্ঠান করবে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তা ইতিমধ্যেই রাজভবনে জানিয়ে দেওয়া হয়েছে।
Conclusion:
Last Updated : Dec 11, 2019, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.